যিহোশূয়ের পুস্তক 13
13
ইসরায়েলীদের মধ্যে এলাকা বণ্টন
1এই সময় যিহোশূয়ের অনেক বয়স হয়েছিল। প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, তুমি এখন বৃদ্ধ হয়েছ, কিন্তু এ দেশের অনেক অংশই এখনও অধিকার করা হয়নি। 2এই অঞ্চলগুলি এখনও বাকী রয়ে গেছে: ফিলিস্তিনীদের সমগ্র অঞ্চল, গেশুরীদের অঞ্চল, 3(মিশরের পূর্বদিকে সিহোর থেকে উত্তরে এক্রোন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল গাজা, আসদোদ, আস্কেলন, গাৎ এবং এক্রোণের পাঁচজন ভূস্বামীর অধীনে ছিল)। 4দক্ষিণে অব্বীয়দের এলাকা, কনানীদের সমগ্র অঞ্চল, ইমোরীদের সীমান্তে অবস্থিত অফেক পর্যন্ত বিস্তৃত নিম্ন অঞ্চল যা সীদোনীদের অধিকারভুক্ত, 5গিব্লীয়দের দেশ, হার্মোন পর্বতের সানুদেশে অবস্থিত বেহল-গাদ থেকে লেবো-হামাৎ পর্যন্ত সমগ্র লেবানন প্রদেশ। 6লেবানন থেকে মিস্রফোৎ-মায়িম পর্যন্ত পার্বত্য অঞ্চলের সকল অধিবাসীদের এবং সীদোনীদের আমি নিজে ইসরায়েলীদের সম্মুখ থেকে বিতাড়িত করব। তুমি শুধু আমার নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের উত্তরাধিকার স্বরূপ এই সব অঞ্চল তাদের মধ্যে বণ্টন করে দাও।#গণনা 33:54 7এখন নয় গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর বাকী অর্ধেক লোকজনের মধ্যে এই দেশ বণ্টন কর।
জর্ডনের পূর্বতীরের এলাকা বণ্টন
8মনঃশি গোষ্ঠীর অপর অর্ধাংশ এবং তাদের সঙ্গে রূবেণ ও গাদ গোষ্ঠীর লোকেরা মোশির নির্দেশে জর্ডনের পূর্বতীরে তাদের উত্তরাধিকার পেয়েছিল। প্রভু পরমেশ্বরের সেবক মোশি তাদের এই অঞ্চলগুলি দিয়েছিলেনঃ#গণনা 32:33; দ্বি.বি. 3:12 9আর্ণোন উপত্যকার সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগে অবস্থিত নগর পর্যন্ত, দিবোন পর্যন্ত বিস্তৃত মেদবার সমতলভূমি, 10আম্মোনীদের সীমান্ত পর্যন্ত হিষবোণের ইমোরী নৃপতি সিহোনের সমস্ত নগর। 11গিলিয়দ, গেশুরী ও মাখাথীদের অঞ্চল, সমগ্র হার্মোন পর্বত এবং সলখা পর্যন্ত সমগ্র বাশান প্রদেশ অর্থাৎ 12বাশানের রাজা ওগ, অষ্টারোৎ ও ইদ্রিয়ীতে যাঁর রাজধানী ছিল, তাঁর সমগ্র রাজ্য। (ইনি ছিলেন রফায়িমদের সর্বশেষ বংশধর) মোশি এঁদের পরাস্ত করে এঁদের দেশ অধিকার করেছিলেন। 13ইসরায়েলীরা কিন্তু গেশুরী ও মাখাথীদের উচ্ছেদ করে নি, তারা আজও ইসরায়েলীদের মাঝেই বসবাস করছে।
14কেবলমাত্র লেবী গোষ্ঠীকে মোশি কোন উত্তরাধিকার দেন নি। প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত হোম নৈবেদ্যই ছিল তাদের উত্তরাধিকার।#দ্বি.বি. 18:1
রূবেণ গোষ্ঠীর এলাকা
15মোশি রূবেণ গোষ্ঠীর পরিবারসমূহের সংখ্যা অনুপাতে তাদের এলাকা নির্দিষ্ট করে দিয়েছিলেন। 16আর্ণোন উপত্যকার সীমান্তে অবস্থিত অরোয়ের থেকে উপত্যকার মধ্যভাগে অবস্থিত নগর পর্যন্ত ছিল তাদের সীমা। 17মেদবার সমগ্র সমতলভূমি, হিষবোণ এবং সমতল অঞ্চলের অন্যান্য নগর, দিবোন, 18বামোৎ-বেল, বেথ-বেল-মিয়োন। যহস্, 19কদেমোৎ, মেফাৎ, কিরিয়াথয়িম, সিবমা এবং উপত্যকার মাঝে অবস্থিত সেরেৎ-সহার পর্বত, 20বেথ-পিয়োর, পিস্গার ঢালু অঞ্চল, বেথ-যেশিমোৎ, 21অর্থাৎ সমতল অঞ্চলের সমস্ত নগর হিষবোণ নিবাসী ইমোরী নৃপতি সিহোনের সমগ্র রাজ্য ছিল এদের অধিকারভুক্ত। সিহোন এবং ইবি, রেকেম, সুর, হুর ও রেবা নামে তাঁর মিদিয়নী অমাত্যবর্গ যাঁরা সেই দেশে বাস করতেন মোশি তাঁদের সকলকে বধ করেছিলেন। 22ইসরায়েলীদের যাদের হত্যা করেছিল তাদের মধ্যে বিয়োরের পুত্র দৈবজ্ঞ বিলিয়মও ছিলেন। 23জর্ডনের তীরে ছিল রূবেণ গোষ্ঠীর সীমানা। গ্রামাঞ্চলসহ এই নগরগুলি ছিল রূবেণ গোষ্ঠীর পরিবারসমূহের অধিকারে।
গাদ গোষ্ঠীর এলাকা
24গাদ গোষ্ঠীর পরিবার-সংখ্যার অনুপাতে মোশি তাদেরও এলাকা নির্দিষ্ট করে দিয়েছিলেন। 25যাসের ও গিলিয়দ প্রদেশের সমস্ত নগর, রব্বার পূর্বদিকে অরোয়ের পর্যন্ত আম্মোনীদের দেশের অর্ধেক তাদের অধিকারে এল। 26হিষবোন থেকে রামোৎ-মিস্পি ও বেটোনিম, মহনায়িম থেকে দবীর অঞ্চল 27এবং উপত্যকায় বেথ-হারম, বেথ-নিম্রা, সুক্কোত, সাফোন ও হিষবোনের রাজা সিহোনের রাজ্যের অবশিষ্টাংশ এবং জর্ডনের পূর্বতীর বরাবর কিন্নেরত হ্রদের প্রান্ত পর্যম্ত তাদের সীমা নির্দিষ্ট হল। 28গ্রামাঞ্চলসহ এই নগরগুলি গাদ গোষ্ঠীর পরিবার সমূহের এলাকাভুক্ত হল।
মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের এলাকা
29মনঃশি গোষ্ঠীর অর্ধাংশের জন্যও মোসি এলাকা নির্দিষ্ট করে দিয়েছিলেন। মনঃশির অর্ধগোষ্ঠীর পরিবার-সংখ্যার অনুপাতে তাদের এলাকা নির্দিষ্ট হয়েছিল। 30তাদের এলাকা ছিল মহনায়িম থেকে আরম্ভ করে সমগ্র বাশান প্রদেশ, বাশানের রাজা ওগের সমগ্র রাজ্য, বাশানের অন্তর্গত যায়ীরের সমস্ত নগর—সর্বমোট ষাটটি নগর। 31গিলিয়দ প্রদেশের অর্ধাংশ, বাশানের রাজা ওগের রাজধানী অষ্টারোৎ ও ইদ্রিয়ী। এই নগরগুলি মনঃশির পুত্র মাখীরের সন্তানসন্ততি, অর্থাৎ মাখীর-গোষ্ঠীর অর্ধেক বংশধরদের দেওয়া হল।
32যিরিহোর কাছে জর্ডনের তীরবর্তী মোয়াবের সমতল অঞ্চলে থাকার সময় মোশি এদের অধিকার নির্দিষ্ট করে দিয়েছিলেন। 33লেবি গোষ্ঠীকে মোশি কোন ভূসম্পত্তির অংশ দেন নি। প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত নৈবেদ্যেই তাদের জীবিকা নির্বাহ হত।#গণনা 18:20; দ্বি.বি. 18:2
Currently Selected:
যিহোশূয়ের পুস্তক 13: BENGALCL-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.