YouVersion Logo
Search Icon

যিহোশূয়ের পুস্তক 1

1
যিহোশূয়কে ঈশ্বরের আদেশ
1প্রভু পরমেশ্বরের সেবক মোশির মৃত্যুর পর প্রভু পরমেশ্বর নূনের পুত্র মোশির সহকারী যিহোশূয়কে বললেন, 2আমার দাস মোশি পরলোকগত, এখন তুমি উদ্যোগী হয়ে ইসরায়েলীয়দের নিয়ে জর্ডন পার হও এবং এদের যে দেশ আমি দেব সেই দেশে নিয়ে যাও। 3যে যে স্থানে তোমরা পদার্পণ করবে সেগুলি সবই হবে তোমাদের। মোশিকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই অনুযায়ী আমি সেই সব স্থান তোমাদের দিয়েছি।#দ্বি.বি. 11:24-25 4মরুপ্রান্তর থেকে লেবানন এবং মহানদী ইউফ্রেটিস পর্যন্ত হিত্তীয়দের সমগ্র অঞ্চল এবং অস্তাচলের দিকে মহাসিন্ধু পর্যন্ত এলাকা হবে তোমাদের দেশ। 5কেউ কোনদিন তোমাকে প্রতিহত করতে পারবে না। আমি মোশির সঙ্গে যেমন ছিলাম তেমনি তোমার সঙ্গেও থাকব, আমি তোমাকে পরিত্যাগ করব না বা তোমার প্রচেষ্টা ব্যর্থ হতে দেব না।#দ্বি.বি. 31:6,8; হিব্রু 13:5 6তুমি দৃঢ় হও, সাহস সঞ্চয় কর, কারণ এদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছি, তোমার মাধ্যমেই সেই দেশের অধিকার এরা লাভ করবে।#দ্বি.বি. 31:6,7,23 7তুমি শুধু দৃঢ় হও ও সাহস কর। আমার দাস মোশি তোমাকে যে সমস্ত বিধান পালনের নির্দেশ দিয়েছে, সযত্নে সেগুলি পালন করো। এর বিন্দুমাত্র অন্যথা করো না। তাহলে তোমার যাত্রাপথে সর্বত্র সাফল্যলাভ করবে। 8তোমার আরাধনায় এই বিধান পুস্তক নিত্য পাঠ করো, ধ্যান করো দিবারাত্র। এতে যা কিছু লেখা আছে, সযত্নে পালন করো। তাহলে তুমি উন্নতি লাভ করবে ও সব কাজে সফল হবে। 9আমার আদেশ: তুমি দৃঢ় হও ও সাহস অবলম্বন কর, ভয় পেয়ো না কিম্বা নিরাশ হয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন আমি, তোমার আরাধ্য প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে আছি।
জননায়কদের প্রতি যিহোশূয়ের আদেশ
10যিহোশূয় তখন জননায়কদের বললেন, 11তোমরা ছাউনির মধ্যে যাও এবং লোকদের বল যেন তারা রসদ সংগ্রহ করে নেয় কারণ তিন দিনের মধ্যে তোমাদের জর্ডন পার হতে হবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের দিয়েছেন সেই দেশ অধিকার করার জন্য যাত্রা করতে হবে।
12রূবেণ ও গাদ গোষ্ঠী এবং মনঃশি গোষ্ঠীর অর্ধাংশকে যিহোশূয় বললেন,#গণনা 32:28-32; দ্বি.বি. 3:18-20; যিহো 12:1-6 13প্রভুর সেবক মোশির আদেশ স্মরণ কর। তিনি তোমাদের বলেছিলেন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর বসতির জন্য এই এলাকা তোমাদের দেবেন এবং ঘুচিয়ে দেবেন সকল ক্লান্তি। 14মোশি জর্ডনের পূর্বতীরে যে দেশ তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের পত্নীরা, নাবালক সন্তানসন্ততি ও পশুপাল থাকবে, কিন্তু তোমাদের মধ্যে যারা সক্ষম তারা সকলেই সশস্ত্র হয়ে তোমাদের জ্ঞাতিভাইদের পুরোভাগে যাবে এবং তাদের সাহায্য করবে। 15তোমাদের আরাধ্য প্রভু পরমেশ্বর যখন তোমাদের মত তোমাদের জ্ঞাতিভাইদেরও স্বস্তি ও নিরাপত্তা দেবেন, তাঁর সেই প্রতিশ্রুত দেশ যখন তারা অধিকার করবে, তখন তোমরা জর্ডনের পূর্বতীরে উদয়াচলের দিকে প্রভুর সেবক মোশি তোমাদের যে দেশ নির্দিষ্ট করে দিয়েছেন, সেই দেশে তোমরা ফিরে আসবে এবং ভোগদখল করবে।
16তারা যিহোশূয়কে বলল, আপনার সমস্ত আদেশ আমরা পালন করব, যখন যেখানে পাঠাবেন আমরা সেখানেই যাব। 17মোশির সমস্ত নির্দেশ আমরা যেমন পালন করতাম তেমনি আপনার নির্দেশও পালন করব। আপনার আরাধ্য প্রভু পরমেশ্বর যেমন মোশির সঙ্গে ছিলেন, তেমনি আপনার সঙ্গেও থাকুন। 18আপনার নির্দেশের বিরোধিতা যে করবে বা আপনার কথা যে অমান্য করবে তার মৃত্যুদণ্ড হবে। আপনি দৃঢ় হোন ও সাহস অবলম্বন করুন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিহোশূয়ের পুস্তক 1