YouVersion Logo
Search Icon

যোহন 12

12
যীশুর অভিষেক
(মথি 26:6-13; মার্ক 14:3-9)
1তারণোৎসবের ছয়দিন আগে যীশু গেলেন বেথানি গ্রামে, সেখানে থাকত লাসার, যাকে যীশু পুনর্জীবন দান করেছিলেন।#মথি 26:6-13; মার্ক 14:3-9; যোহন 11:1-43 2তাঁর সম্মানে এক ভোজসভার আয়োজন করা হয়েছিল। এই ভোজে মার্থা পরিবেশন করছিল এবং লাসার বসেছিল যীশু ও আমন্ত্রিতদের সঙ্গে।#লুক 10:40 3মরিয়ম তখন জটামাংসী লতার বিশুদ্ধ এবং বহুমূল্য আধ সের পরিমাণ সুগন্ধি নির্যাস নিয়ে এল, মাখিয়ে দিল যীশুর দুখানি পায়ে। তারপর নিজের চুল দিয়ে মুছিয়ে দিল পা দুখানি। সারা ঘর ভরে গেল মধুর সুরভিতে।#লুক 7:37-38 4যিহুদা ইষ্করিয়োত নামে যীশুর অন্যতম শিষ্য-যে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে-এই দেখে বলল, 5এই সুগন্ধি নির্যাস তিনশো টাকায় বিক্রী করে গরীবদের দান করা হল না কেন? 6গরীবদের জন্য তার খুব দরদ ছিল বলে যে সে একথা বলেছিল তা নয়। সে নিজে ছিল চোর। সাধারণ তহবিলের দায়িত্ব তার উপরেই ছিল বলে টাকার বাক্স তার কাছেই থাকত। এই তহবিল থেকে সে টাকা সরাত।#যোহন 13:29
7কিন্তু যীশু বললেন, থাক, থাক, ও যা করছে করুক। আমার শেষকৃত্যের কাজ ওকে করতে দাও। 8গরীবরা সবসময়ই তোমাদের কাছে আছে কিন্তু আমাকে তোমরা সবসময় কাছে পাবে না।#দ্বি.বি. 15:11
লাসারের বিরুদ্ধে ষড়যন্ত্র
9যীশু বেথানিতে আছেন শুনে ইহুদীদের বিরাট এক জনতা সেখানে গেল। তারা যে শুধু যীশুকেই দেখতে গিয়েছিল তাই নয়। সেই সঙ্গে যীশু যাকে মৃত্যুলোক থেকে তুলে পুনর্জীবন দিয়েছিলেন, সেই লাসারকেও দেখতে গিয়েছিল। 10পুরোহিতদের নেতৃবৃন্দ তখন লাসারকেও হত্যা করার ষড়যন্ত্র করল। 11কারণ এই লাসারের জন্যই বহু ইহুদী যীশুর কাছে গিয়ে তার উপর বিশ্বাস স্তাপন করছিল।
জেরুশালেমে যীশু বিজয় যাত্রা
(মথি 21:1-11; মার্ক 11:1-11; লুক 19:28-40)
12তারণোৎসবে যোগ দেওয়ার জন্য বিরাট এক তীর্থযাত্রী দল এসেছিল, তারা শুনল যে যীশু জেরুশালেমের দিকে আসছেন।#মথি 21:1-11; মার্ক 11:1-10; লুক 19:29-40 13তারা তখন খেজুর পাতা হাতে নিয়ে তাঁকে স্বাগত জানাতে গেল। উচ্চকন্ঠে তারা বলতে লাগল:হোশান্না- ধন্য, যিনি প্রভুর নামে আসছেনঈশ্বরের আশিসযাত্রা বর্ষিত হোকইসরায়েলের সেই রাজার উপর।#গীত 118:25-26
14-15যীশু একটি গাধার পিঠে চড়ে আসছিলেন। শাস্ত্রে যেমন লেখা আছেঃআর ভয় নেই ওগো সিয়োন কন্যেদেখ তোমার রাজা আসছেনগর্দভশাবক বাহনে আসীন হয়ে।#সখ 9:9
16যীশুর শিষ্যেরা প্রথমে এর তাৎপর্য বুঝতে পারেন নি কিন্তু যীশু যখন মহিমান্বিত হলেন তখন তাঁদের স্মরণে এল যে শাস্ত্রে তাঁর সম্বন্ধে যে কথা লেখা আছে, সেই ঘটনাই তাঁর জীবনে এই দিনে সফল হল।#মার্ক 9:32; লুক 9:45; 18:34; যোহন 7:39
17মৃত্যুলোক থেকে পুনর্জীবন দিয়ে যীশু যখন লাসারকে সমাধির বাইরে ডেকে এনেছিলেন, সেই সময় সেখানে যারা উপস্থিত ছিল তারা যা দেখেছিল ও শুনছিল সেই কথা সকলের কাছে প্রচার করেছিল। 18তাঁর এই ঐশী নিদর্শনযুক্ত কাজের কথা শুনেই জনতা গিয়েছিল তাঁকে স্বাগত জানাতে। 19ফরিশীরা তখন নিজেদের মধ্যে বলতে লাগল, দেখ তো, কিছুই করতে পারছ না তোমরা। সারা জগত সংসার ছুটে চলেছে ওর পিছনে।#যোহন 11:48
যীশু সন্ধানে কয়েকজন গ্রীক
20তারণোৎসবের উপাসনায় কয়েকজন গ্রীকও যোগ দিতে গিয়েছিল।#যোহন 7:35; মার্ক 7:26; প্রেরিত 17:4 21গালীল প্রদেশের বেথসৈদা নিবাসী ফিলিপের কাছে গিয়ে তারা অনুরোধ করে বলল, মহাশয় আমরা যীশুর দর্শন পেতে চাই।#যোহন 1:44; লুক 19:3; 23:8
22ফিলিপ আন্দ্রিয়েক কাছে গিয়ে একথা বললেন। তারপর দুজনেই গিয়ে যীশুকে বললেন একথা। 23যীশু তখন বললেন, মানবপুত্রের মহিমান্বিত হবার লগ্ন উপস্থিত। 24আমি তোমাদের এই সত্য বলছি, একটি গমের দানা মাটিতে পড়ে না মরা পর্যন্ত সেটি এককই থাকে কিন্তু মরলে পর তা হয় অজস্র ফসলদায়ী।#১ করি 15:36 25নিজের জীবনের প্রতি যে আসক্ত সে তার জীবন হারাবে কিন্তু এই জগতে নিজ প্রাণকে যে তুচ্ছ করে, সে লাভ করবে অনন্ত জীবনের নিরাপত্তা।#মথি 10:39; মার্ক 8:35; লুক 9:24; 14:26; 17:33 26যে আমার সেবক হতে চায় তাকে হতে হবে আমার অনুগামী। তাহলে আমি যেখানে থাকব আমার সেবকও সেইখানেই থাকবে। যে আমার সেবক হবে তাকে আমার পিতা সম্মানিত করবেন।#যোহন 14:3; 17:24
নিজের মৃত্যু সম্বন্ধে যীশুর দ্বিতীয়বার ভবিষ্যদ্বাণী
27অন্তর আমার গভীর উদ্বেগে অস্থির। কি বলব আমি? পিতা এই বিষম লগ্ন থেকে আমাকে নিষ্কৃতি দাও? না। এই লগ্নের জন্যই তো আমার আগমন। পিতা, তোমারই নাম হোক মহিমান্বিত।#যোহন 11:33; 13:21; গীত 6:3; 42:5; মথি 26:38 28তখন অন্তরীক্ষে শোনা গেল দৈববাণী: আমি মহিমান্বিত করেছি সে নাম এবং মহিমান্বিত করব আবার!#যোহন 5:37; মথি 3:17; 17:5; মার্ক 1:11; 9:7; লুক 3:22; 9:35
29সেখানে দাঁড়িয়েছিল যে জনতা, তারা সেই বাণী শুনে বলল,বজ্রধ্বনি হচ্ছে। অন্যেরা বলল, একজন স্বর্গদূত ওঁর সঙ্গে কথা বললেন।#লুক 22:43
30যীশু বললেন, এই বাণী ধ্বনিত হল তোমাদেরই জন্য, আমার জন্য নয়।#যোহন 11:42 31এ জগতের বিচারের লগ্ন সমুপস্থিত। এ জগত যার অধীন সে এখন বিতাড়িত হবে।#যোহন 14:30; 16:11; লুক 10:18; ইফি 2:2; 6:12 32আমি যখন ঊর্ধ্বে উন্নীত হব তখন সমস্ত মানুষকে আমার দিকে আকৃষ্ট করব।#যোহন 8:28 33কিভাবে তাঁকে মৃত্যুবরণ করতে হবে, এই কথায় তারই আভাস তিনি দিয়েছিলেন।
34লোকেরা তাঁকে বলল, শাস্ত্র থেকে আমরা জেনেছি যে মশীহ চিরজীবি। তাহলে ‘মানবপুত্রকে ঊর্ধ্বে উন্নীত হতে হবে'-এ কথায় আপনি কি বুঝাতে চাইছেন?#গীত 110:4; দানি 7:14; যিশা 9:7
35কে এই মানবপুত্র? যীশু তাদের উত্তর দিলেন, তোমাদের মাঝে এখনও জ্যোতি রয়েছেন কিন্তু আর অল্পকাল মাত্র। যতক্ষণ জ্যোতি আছে, এগিয়ে যাও নিজেদের পথে যাতে আঁধার তোমাদের আচ্ছন্ন করতে না পারে। অন্ধকারে যে পথ চলে, সে জানে না কোথায় সে যাচ্ছে।#যোহন 8:12; 9:5; 11:10 36যতক্ষণ তোমরা জ্যোতির সান্নিধ্যে আছ, বিশ্বাস কর সেই জ্যোতিকে, যেন তোমরাও হতে পার জ্যোতির সন্তান। এই কথা বলে যীশু তাদের কাছ থেকে চলে গেলেন একটি গোপন স্থানে।#ইফি 5:8
ইহুদীদের অবিশ্বাস
37সকলের সামনে বহু ঐশী নিদর্শনযুক্ত কাজ করা সত্ত্বেও তারা যীশুকে বিশ্বাস করল না। 38এই ভাবেই সফল হল নবী যিশাইয়র ভবিষ্যদ্বাণী:আমাদের কথা কে বিশ্বাস করেছে প্রভু,কার কাছেই বা প্রকাশিত হয়েছেপ্রভুর পরাক্রম?#যিশা 53:1; রোমীয় 10:16
39তারা বিশ্বাস করতে পারল না-কারণ এ সম্বন্ধে নবী যিশাইয় আরও বললেনঃ
40তিনি অন্ধ করবেন তাদের নয়নরুদ্ধ করলেন তাদের হৃদয়ের দ্বার
নইলে তারা চোখে দেখত এবং অন্তরে
উপলব্ধি করে ফিরে আসত
আর তিনি তাদের করতেন আরোগ্যদান।#যিশা 6:9-10; মথি 13:14-15
41যিশাইয় তাঁর মহিমাদর্শন করেছিলেন বলেই তাঁর সম্বন্ধে এ কথা বলে গেছেন।#যিশা 6:1
42তা সত্ত্বেও ইহুদী নেতৃবৃন্দের অনেকে তাঁর উপরে বিশ্বাস স্থাপন করেছিল কিন্তু ফরিশীদের ভয়ে তাঁকে স্বীকৃতি দিতে পারছিল না। তাহলে তাদের সমাজচ্যুত করা হত।#যোহন 7:13-31,48; 9:22; 16:2 43কারণ ঈশ্বরের দেওয়া সম্মানের চেয়ে মানুষের দেওয়া সম্মানকেই তারা বেশি মূল্যবান মনে করত।#যোহন 5:44
44যীশু উচ্চকন্ঠে ঘোষণা করলেন, যে আমাকে বিশ্বাস করে সে শুধু আমাকেই নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাঁকেই বিশ্বাস করে।#মথি 10:40 45যে আমাকে দর্শন করে, আমাকে যিনি পাঠিয়েছেন তাঁকেই সে দর্শন করে।#যোহন 14:9; 17:11 46আমি জ্যোতিরূপে এ জগতে এসেছি। যে আমাকে বিশ্বাস করে সে অন্ধকারে থাকবে না।#যোহন 8:12; 12:35 47কেউ যদি আমার কথা শুনে তা পালন করে, তার বিচার আমি করব না। কারণ আমি এই পৃথিবীতে বিচার করতে আসি নি, এসেছি পৃথিবীকে উদ্ধার করতে।#যোহন 3:17; 8:15; লুক 9:56 48যে আমার বাণী গ্রহণ না করে আমাকে প্রত্যাখ্যান করে তার বিচার হবে অন্যভাবে। শেষের দিনে আমার মুখনিঃসৃত সেই বাণীই হবে তার বিচারক।#হিব্রু 4:12; ইফি 6:17; প্রেরিত 1:16; 2:12 49আমি নিজে থেকে কিছু বলি না কিন্তু পিতা, যিনি আমাকে পাঠিয়েছেন তিনি স্বয়ং কি বলতে হবে এবং কিভাবে বলতে হবে, তার নির্দেশ আমাকে দিয়েছেন।#যোহন 7:16; 8:26-28; 14:10 50আমি জানি তাঁর নির্দেশেই নিহিত আছে অনন্ত জীবন। পিতা আমাকে যা শিক্ষা দিয়েছেন সেই কথাই আমি বলি।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in