YouVersion Logo
Search Icon

যিরমিয় 5

5
জেরুশালেমের পাপ
1হে জেরুশালেমবাসী, রাস্তায় বেরিয়ে পড়,পথে পথে দৌড়াও,
খোঁজ চারিদিকে। বাজারে চাঁদনীচকে খুঁজে দেখ, এমন কাউকে পাও কি না,
যে ন্যায্য কাজ করে এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করে।
যদি তেমন কাউকে খুঁজে বার করতে পার,
তাহলে প্রভু পরমেশ্বর জেরুশালেমকে মার্জনা করবেন।
2তোমরা নিজেদের প্রভু পরমেশ্বরের ভক্ত বলে শপথ কর,
জেনো, তোমাদের এ মিথ্যা শপথ।
3প্রভু পরমেশ্বর চান বিশ্বস্ততা,
তিনি আঘাত করলেন তোমাদের,
তবু তোমরা গ্রাহ্য করলে না।
তিনি তোমাদের বিপর্যস্ত করলেন, তবু তোমরা সংশোধন করলে না নিজেদের।
চরম ঔদ্ধত্যে একগুঁয়েমি করলে, ফিরে এলে না পাপের পথ থেকে।
4তখন আমি ভাবলাম, এরা নেহাতই অসহায়,
অজ্ঞ! কিছুই বোঝে না,
মূর্খের মত ব্যবহার করে,
এরা জানে না, ঈশ্বর কি চান তাদের কাছে।
5আমি ক্ষমতাসীন ব্যক্তিদের কাছে যাব,
এ কথা বলব তাদের সকলের কাছে।
তারা নিশ্চয় জানে ঈশ্বরের নির্দেশ কি,
জানে প্রভু পরমেশ্বর কী চান তাদের কাছে,
কিন্তু তারা সকলে অস্বীকার করল ঈশ্বরের কর্তৃত্ব,
চাইল না তাঁর বাধ্য থাকতে।
6সেইজন্যই অরণ্যের সিংহ হত্যা করবে তাদের,
মরুভূমির নেকড়ের দল তাদের ছিঁড়ে টুকরো টুকরো করবে,
তাদের শহরগুলিতে হানা দেবে চিতাবাঘ,
ঘরের বাইরে বার হলেই ঐ পশুরা তাদের ছিঁড়ে ফেলবে,
কারণ অসংখ্য তাদের পাপ,
বার বার তারা দূরে সরে গেছে ঈশ্বরের কাছ থেকে।
7প্রভু পরমেশ্বর জিজ্ঞাসা করছেন,
কেন আমি আমার প্রজাদের পাপ ক্ষমা করব?
তারা আমায় পরিত্যাগ করে করছে অলীক দেবতাদের আরাধনা।
সম্পূর্ণভাবে পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত আমি তাদের আহার জুগিয়েছি।
কিন্তু তারা ব্যভিচার করেছে, দিন কাটিয়েছে বারবণিতাদের সঙ্গে।
8হৃষ্টপুষ্ট অশ্বের মত কামপ্রবৃত্তিপূর্ণ তারা,
পরস্ত্রীর প্রতি তাদের অদম্য আসক্তি।
9এসবের জন্য কি আমি তাদের শাস্তি দেব না?
এসব আচরণের জন্য কি এই জাতির উপর নেব না প্রতিশোধ?
10আমার প্রজাদের দ্রাক্ষাবন কেটে ফেলার জন্য পাঠাব শত্রুদল,
কিন্তু ধ্বংস করব না সম্পূর্ণভাবে।
আমি তাদের বলব ছেঁটে দিতে দ্রাক্ষালতার শাখাগুলি,
কারণ ঐ শাখাগুলি আমার নয়
11ইসরায়েল ও যিহুদীয়ার মানুষ
আমার সঙ্গে করেছে চরম বিশ্বাসঘাতকতা।
আমি প্রভু পরমেশ্বর এ কথা বলছি।
প্রভু পরমেশ্বরের কাছে পরিত্যক্ত ইসরায়েল
12প্রভু পরমেশ্বরের প্রজারা তাঁকে অস্বীকার করেছে। তারা বলেছে, সত্যি সত্যিই তিনি কিছুই করতে পারবেন না।#5:12 ‘সত্যি সত্যিই তিনি কিছুই করতে পারবেন না–অথবা তাঁর সঙ্গে আমরা কিছু করতে চাই না। আমাদের জীবনে দুর্দিন আসবে না। যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না। 13-14প্রবক্তা ঋষিরা বাতাসভরা ফানুস ছাড়া আর কিছুই নয়, ওরা প্রভু পরমেশ্বরের কাছ থেকে কোনও বার্তাই পায়নি। সর্বশক্তিমান প্রভু আমাকে বলেছেন, যিরমিয়, যেহেতু এই লোকেরা এই ধরণের কথা বলেছে, সেইহেতু আমি তোমার মুখে অগ্নিময় ভাষা দেব। সেই আগুনে ঐ সব লোকেরা কাঠের মত পুড়ে যাবে।
15হে ইসরায়েল, তোমাদের আক্রমণ করার জন্য প্রভু পরমেশ্বর দূর দেশ থেকে একটি জাতিকে আনছেন। এরা একটি শক্তিশালী সুপ্রাচীন জাতি, এদের ভাষা তোমরা জান না। 16তাদের ধনুর্ধরেরা শক্তিমান যোদ্ধা, নির্মমভাবে তারা মানুষকে হত্যা করে। 17তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্‌নছ্‌ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।
18প্রভু পরমেশ্বর বলেন, সেই সময় আমি অবশ্য তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করব না। 19তারা যখন জিজ্ঞাসা করবে, কেন আমি তাদের এই অবস্থা করেছি, তখন তুমি তাদের বলবে, যেহেতু তারা আমাকে পরিত্যাগ করে নিজেদের দেশে বিদেশীদের পূজিত দেবতাদের আরাধনা করেছে, সেই হেতু যদিও সে দেশ তাদের নয়, কিন্তু সেই দেশে তারা বিদেশীদের দাসত্ব করবে।
প্রজাদের প্রতি ঈশ্বরের সাবধান বাণী
20প্রভু পরমেশ্বর বলেন, যাকোবের বংশধরদের কাছে ঘোষণা কর, ঘোষণা কর যিহুদাকুলের কাছে এই কথা, 21শোন, নির্বোধ, মূর্খের দল, তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও বধির।#যিশা 6:9-10; যিহি 12:2; মার্ক 8:18 22আমি প্রভু পরমেশ্বর, কেন তোমরা আমাকে সম্ভ্রম কর না? কেন কম্পিত হও না আমার সম্মুখে? আমিই বালুকারাশি দিয়ে সমুদ্রের সীমানা বেঁধে দিয়েছি, চিরস্থায়ী সেই সীমা, সমুদ্র কখনও তা পার হয়ে আসতে পারবে না। সমুদ্র বিক্ষুব্ধ উত্তাল হবে, কিন্তু অতিক্রম করতে পারবে না তার সীমা। তার তরঙ্গ গর্জন করবে, কিন্তু ভাঙ্গতে পারবে না তার সীমানার বাঁধ।#ইয়োব 38:8-11 23কিন্তু তোমরা, জেদী বিদ্রোহী, আমাকে পরিত্যাগ করে তোমরা নিজেদের পথে দূরে চলে গেছ। 24তোমরা কখনও আমাকে সম্ভ্রম করার কথা ভাবতে পারনি। প্রতি বছর আমি হেমন্ত ও বসন্তকালে বর্ষা পাঠিয়েছি, এনে দিয়েছি ফসল কাটার মরশুম, তবুও এ সব কথা তোমাদের মনে পড়ে না। 25তাই তোমাদের পাপের ফলে প্রকৃতির এসব নিয়ম বদলে গেছে, সম্পদ থেকে তোমরা বঞ্চিত হয়েছ।
26আমার প্রজাদের মধ্যে দুর্জনেরা বাস করে, পাখিধরাদের#5:26 পাখি ধরা–হিব্রু অস্পষ্ট। মত তারা জাল পেতে অপেক্ষা করে মানুষ ধরার জন্য। 27পাখিধরারা যেমন পাখি ধরার পর খাঁচা ভর্তি করে নিয়ে যায়, এরাও তেমনি অপরের জিনিস লুটপাট করে। লুণ্ঠিত দ্রব্যে পূর্ণ করে নিজেদের আবাস। এই জন্যেই তারা হবে ধনী, হৃষ্টপুষ্ট ও শক্তিমান, 28কারণ তারা পুষ্টিকর খাদ্য খায়। তারা অনাথ পিতৃমাতৃহীনদের ন্যায্য পাওনা দেয় না, ন্যায়বিচারও করে না নিপীড়িতদের প্রতি।
29এই জন্য আমি, প্রভু পরমেশ্বর, তাদের শাস্তি দেব, প্রতিশোধ নেব এই জাতির উপর। 30এক ভয়ানক আতঙ্কজনক ঘটনা ঘটেছে এই দেশে, 31নবীরা মিথ্যা ছাড়া কিছু বলে না, পুরোহিতেরা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলে, আর আমার প্রজারা তার কোন প্রতিবাদই করে না। কিন্তু সেই অন্তিম দিনে তারা কি করবে?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিরমিয় 5