YouVersion Logo
Search Icon

যিরমিয় 43

43
যিরমিয়কে মিশরে আনয়ন
1ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর লোকদের কাছে যে কথা বলার জন্য আমাকে পাঠিয়েছিলেন, সব আমি তাদের বললাম। 2তখন হশয়িয়ের পুত্র অসরিয় ও কারেহের পুত্র যোহানন এবং অন্যান্য সমস্ত উদ্ধত ব্যক্তিবর্গ আমাকে বলল, আপনি মিথ্যা কথা বলছেন। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের মিশরে গিয়ে বসবাস করতে নিষেধ করার জন্য আপনাকে পাঠাননি। 3লেবিয়ের পুত্র বারুক আমাদের বিরুদ্ধে আপনার মন তিক্ত করে দিয়েছে যাতে ব্যাবিলনীয়দের হাতে আমাদের তুলে দেওয়া হয়। তারা আমাদের হত্যা করবে অথবা বন্দী করে নিয়ে যাবে ব্যাবিলনে। 4তাই যোহানন বা কোনও সেনাপতি কিম্বা যিহুদীয়ায় অবশিষ্ট লোকজনদের মধ্যে কেউই প্রভু পরমেশ্বরের আদেশ পালন করল না। 5-6যিহুদীয়ায় অবশিষ্ট লোকদের এবং নানা জাতির মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা নর-নারী, শিশু এবং রাজকুমারীরা, যারা ফিরে এসেছিল, তাদের নিয়ে যোহানন ও সেনাপতিরা চলে গেল মিশর দেশে। সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন গদলিয়ের তত্ত্বাবধানে যাদের রেখে গিয়েছিলেন, তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে গেল এবং সেই সাথে আমাকে ও বারুককেও নিয়ে গেল।#২ রাজা 25:26 7প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করে তারা মিশরে চলে গেল এবং তফনহেষে#43:7 তফনহেষ–এটি নীলনদের তীরে দুর্গনগরী গিয়ে পৌঁছাল।
আসন্ন বিপর্যয়ের ঘোষণা
8-9সেখানে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ‘কতকগুলো বড় বড় পাথর নাও। তারপর শহরের রাজপ্রাসাদের প্রবেশপথে সেগুলি গেঁথে দাও। এমনভাবে গাঁথবে, যাতে ইসরায়েলীদের কিছু কিছু লোক সেগুলি দেখতে পায়। 10তারপর তাদের বল যে আমি সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, ব্যাবিলনরাজ নেবুকাডনেজারকে এই প্রাসাদে নিয়ে আসব। সে এসে এই পাথরগুলির উপরে তার সিংহাসন পাতবে এবং তার উপরে রাজকীয় শিবির স্থাপন করবে। 11নেবুকাডনেজার এসে মিশরকে পরাজিত করবে। মহামারীতে মৃত্যুই যাদের অবধারিত, তাদের মৃত্যু হবে মহামারীতেই, বন্দীত্ব যাদের চূড়ান্ত পরিণাম, বন্দী করে নিয়ে যাওয়া হবে তাদের এবং যুদ্ধে নিহত হবার জন্যই যারা নির্ধারিত, যুদ্ধেই তারা নিহত হবে। 12মিশরের দেবতাদের মন্দিরে আমি আগুন লাগিয়ে দেব এবং ব্যাবিলনরাজ হয় তাদের দেবতাদের পুড়িয়ে দেবে, না হয় দেশে নিয়ে যাবে। মেষপালক যেমন তার পোষাক পরিচ্ছন্ন করে, সেইভাবে ব্যাবিলনরাজ মিশরদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং বিজয়ীরূপে নির্বিঘ্নে প্রস্থান করবে। 13মিশরের হোলিওপোলিসে#43:13 হেলিওপোলিস–এর অর্থ সূর্যপুরী। পাথরের পবিত্র স্মৃতিস্তম্ভগুলি সে ধ্বংস করবে এবং মিশরী দেবতাদের মন্দির পুড়িয়ে দেবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 43