YouVersion Logo
Search Icon

যিরমিয় 40

40
গদলিয়ের আশ্রয়ে যিরমিয়
1জেরুশালেম ও যিহুদীয়ার অন্যান্য সমস্ত লোকদের সঙ্গে আমাকেও শৃঙ্খলিত অবস্থায় বন্দী করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হচ্ছিল। সৈন্যাধ্যক্ষ নেবুসর্দন রামাতে পৌঁছে আমাকে শৃঙ্খলমুক্ত করলেন। সেই সময় আমার কাছে প্রভু পরমেশ্বরের প্রত্যাদেশ এল।
2সৈন্যাধ্যক্ষ আমাকে একদিকে নিয়ে গিয়ে বললেন, প্রভু পরমেশ্বর, আপনাদের আরাধ্য ঈশ্বর এই দেশকে আসন্ন ধ্বংসের যে অমঙ্গল সঙ্কেত দিয়েছিলেন, 3আজ তিনি তাঁর সেই প্রতিজ্ঞা পূর্ণ করেছেন। এই ঘটনা ঘটেছে প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে আপনার স্বজাতির পাপের জন্য ও তাঁর অবাধ্য হওয়ার জন্য। 4এখন আমি আপনার শৃঙ্খল মোচন করলাম, মুক্তি দিলাম আপনাকে। যদি আপনি আমার সঙ্গে ব্যাবিলনে যেতে চান, যেতে পারেন। আমি আপনার সুখ-সুবিধা ও রক্ষণাবেক্ষণের ভার নেব। তবে, যদি যেতে না চান, যাবেন না। সমগ্র দেশ আপনার সামনে রয়েছে, দেশের যেখানে ইচ্ছা, আপনি সেখানে স্বচ্ছন্দে যেতে পারেন।
5আমি কোনও উত্তর দেবার আগেই#40:5 অথবা তারপর নেবুসর্দন বিদায় নেবার আগেই বললেন … নেবুসর্দন বললেন, শাফনের পৌত্র অহীকমের পুত্র গদলিয়ের কাছে আপনি ফিরে যান। তাঁকে ব্যাবিলনরাজ যিহুদীয়ার সমগ্র নগরের শাসনকর্তা নিযুক্ত করেছেন এবং আপনি তাঁর কাছে আপনার স্বজাতির মাঝে থাকতে পারবেন। অথবা আপনার যেখানে ইচ্ছা যেতে পারেন। তারপর তিনি আমাকে একটি উপহার ও কিছু খাবার সঙ্গে দিলেন এবং আমাকে যাত্রাপথে রওনা করিয়ে দিলেন। 6গদলিয়ের কাছে থাকার জন্য আমি মিসপাতে গেলাম এবং দেশের অবশিষ্ট লোকদের সঙ্গে দিন কাটাতে লাগলাম।
যিহুদীয়ার শাসনকর্তা গদলিয়
(২ রাজা 25:22-24)
7কিছু ইহুদী রাজকর্মচারী এবং সৈন্য ব্যাবিলনরাজের কাছে আত্মসমর্পণ করেনি। তারা শুনেছিল যে ব্যাবিলনে যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়নি, দেশের সেই সব অবশিষ্ট হতদরিদ্র নিঃসম্বল লোকদের শাসনভার গদলিয়ের হাতে দিয়েছেন।#২ রাজা 25:22-24 8তাই নথনিয়ের পুত্র ইশ্মায়েল, কারেহের পুত্র যোহানন, অনহূমতের পুত্র সরায়, নটোফা নিবাসী এফয়ের পুত্রগণ এবং মাকাহ্‌ নিবাসী যাসনিয় তাদের লোকজন নিয়ে মিসপাতে গদলিয়ের কাছে গেল। 9গদলিয় তাদের আশ্বাস দিয়ে বললেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে আপনাদের কোনও ভয় নেই এবং ব্যাবিলনীয়দের কাছে আত্মসমর্পণেরও কোনও প্রয়োজন নেই। এই দেশেই আপনারা স্থায়ীভাবে বসবাস করুন, ব্যাবিলনরাজের অনুগত সেবক হন। তাহলে সবই আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে। 10যখন ব্যাবিলনীয়রা এখানে আসবে, তখন আমি নিজে থাকব মিসপাতে এবং আপনাদের প্রতিনিধিত্ব করব। আপনারা সুরা, ফল ও জলপাই তেল সংগ্রহ করে মজুর করুন এবং আপনাদের অধিকৃত গ্রামে নিশ্চিন্তে বসবাস করুন। 11ইতিমধ্যে মোয়াব, আম্মোন, ইদোম এবং অন্যান্য দেশের প্রবাসী ইসরায়েলীরা শুনতে পেল যে ব্যাবিলনরাজ কিছু ইসরায়েলীকে যিহুদীয়ায় বসবাস করার অনুমতি দিয়েছেন এবং গদলিয়কে তাদের শাসনকর্তা নিযুক্ত করেছেন। 12তারা তখন সেই সমস্ত স্থান থেকে যিহুদীয়ায় ফিরে এল। মিসপাতে গদলিয়ের কাছে তারা এল এবং প্রচুর পরিমাণে সুরা ও ফল সংগ্রহ করল।
গদলিয়ের হত্যা
(২ রাজা 25:25-26)
13তারপর যোহানন এবং সেনাপতিরা, যারা আত্মসমর্পণ করেনি, তারা মিসপাতে গদলিয়ের কাছে এল। 14তাঁকে বলল, আপনি কি জানেন না, আম্মোনের রাজা বেলিস আপনাকে হত্যা করার জন্য নথনিয়ের পুত্র ইশ্মায়েলকে পাঠিয়েছেন? গদলিয় এ কথা বিশ্বাস করলেন না। 15তখন যোহানন গোপনে তাঁকে বললেন, ইশ্মায়েলকে হত্যা করে আসার অনুমতি আমাকে দিন। কেউ জানবে না কে তাকে হত্যা করেছে। আপনাকে হত্যা করার সুযোগ তাকে কেন দেবেন? তাহলে আপনার নেতৃত্বে যে ইহুদীরা ঐক্যবদ্ধ হয়েছে, তারা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে পড়বে এবং যিহুদীয়াতে যারা, অবশিষ্ট পরিত্যক্ত ছিল, তাদের উপর নেমে আসবে বিপর্যয়।
16কিন্তু গদলিয় বললেন, না ভাই, তুমি এ কাজ করো না। ইশ্মায়েল সম্বন্ধে তুমি যা বলছ, তা আমি বিশ্বাস করতে পারছি না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 40