যিরমিয় 25
25
উত্তর দেশ থেকে আগত শত্রু
1যোশিয়ের পুত্র যিহোয়াকিম যিহুদীয়ার রাজা হবার পর চতুর্থ বৎসরে যিহুদীয়ার অধিবাসীদের সম্বন্ধে প্রভু পরমেশ্বরের কাছ থেকে আমি এক বার্তা পেলাম।(নেবুকাডনেজারের ব্যাবিলনের রাজা হওয়ার এটাই ছিল প্রথম বছর)।#২ রাজা 24:1; ২ বংশা 36:5-7; দানি 1:1-2 2যিহুদীয়া ও জেরুশালেমের সমস্ত লোককে আমি বললাম, 3আমনের পুত্র যিহুদীয়ার রাজা যোশিয়ের রাজত্বের ত্রয়োদশ বৎসর থেকে আজ পর্যন্ত তেইশ বৎসর ধরে প্রভু পরমেশ্বর আমার কাছে সতর্ক বার্তা দিয়ে আসছেন এবং তাঁর এই বার্তা তোমাদের কাছে বার বার পৌঁছে দিতে আমার কোনদিন ভুল হয়নি, কিন্তু তোমরা সে কথা গ্রাহ্য করনি। 4প্রভু পরমেশ্বর তাঁর সেবক নবীদের ক্রমাগত তোমাদের কাছে পাঠানো সত্ত্বেও তাঁর কথা তোমরা শোননি, মনোযোগ দাওনি তাতে। 5তাঁরা তোমাদের মন্দ জীবন ও কর্মের পথ থেকে ফিরে আসতে বলেছিলেন, যাতে প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের যে দেশ চিরস্থায়ী অধিকাররূপে দিয়েছিলেন সেই দেশে তোমরাও স্থায়ীভাবে বসবাস করতে পার। 6তাঁরা তোমাদের অন্যান্য দেবতাদের সেবা ও আরাধনা করতে নিষেধ করেছিলেন এবং তোমাদের হাতে গড়া অসার প্রতিমাকে পূজা করে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত করতে নিষেধ করেছিলেন। তোমরা যদি প্রভু পরমেশ্বরের কথা শুনতে, তাহলে তিনি তোমাদের শাস্তি দিতেন না। 7কিন্তু প্রভু পরমেশ্বর স্বয়ং বলেন যে, তোমরা তাঁর কথা শুনতে অস্বীকার করেছ। পরিবর্তে, তোমরা তোমাদের অসার প্রতিমা দিয়ে তাঁর ক্রোধ প্রজ্বলিত করে তুলেছ এবং তাঁর শাস্তি নিজেদের উপর নামিয়ে এনেছ।
8-9সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, যেহেতু তোমরা আমার কথা শোননি, তাই আমি উত্তর দেশ থেকে জাতিবৃন্দকে ডাকছি এবং আমার সেবক, ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারকে আনতে পাঠাচ্ছি। যিহুদীয়া ও তার অধিবাসীদের বিরুদ্ধে এবং তার প্রতিবেশী জাতিগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তাদের আনছি। এই জাতি ও তার প্রতিবেশীদের আমি ধ্বংস করতে চলেছি এবং সেই ধ্বংসস্তূপের মাঝে তাদের পরিত্যাগ করতে চলেছি। এ হবে এক ভয়ঙ্কর মর্মন্তুদ দৃশ্য। আমি, প্রভু পরমেশ্বর, এ কথা বললাম। 10আমি তাদের হাসি আনন্দ ও বিবাহের উৎসবধ্বনি স্তব্ধ করে দেব। আলো জ্বালাবার জন্য তাদের তেল থাকবে না। খাদ্যশস্যও থাকবে না তাদের।#যির 7:34; 16:9; প্রকা 18:22-23 11সারা দেশ ধ্বংসস্তূপে পরিণত হবে। এ হবে এক আতঙ্কজনক দৃশ্য এবং এর প্রতিবেশী জাতিগুলি সত্তর বছর ব্যাবিলনের দাসত্ব করবে।#২ বংশা 36:21; যির 29:10; দানি 9:2 12সত্তর বছর পূর্ণ হলে পর আমি ব্যাবিলন ও তার রাজাকে তাদের পাপের জন্য শাস্তি দেব। সেই দেশকে ধ্বংস করে চিরকালের জন্য তাকে পরিত্যক্ত এক ধ্বংসস্তূপে পরিণত করব। 13জাতিবৃন্দের উপর যত রকমের বিপর্যয় আনব বলে আমি হুমকি দিয়েছিলাম, সেই সব বিপর্যয় আমি তাদের উপর আনব, —এই পুস্তকে সমস্ত বিপর্যয়ের কথা লিপিবদ্ধ আছে। 14ব্যাবিলন যা করেছে, তার জন্য আমি তাকে উপযুক্ত শাস্তি দেব এবং বহু জাতি ও মহান রাজারা তাদের ক্রীতদাসে পরিণত করবে।
ঈশ্বরের ক্রোধের পানপাত্র
15প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর আমাকে বললেন, আমার রোষে পূর্ণ এই সুরাপাত্র। যে সমস্ত জাতির কাছে আমি তোমাকে পাঠাচ্ছি, এটি সকলের কাছে নিয়ে যাও এবং এই পাত্র থেকে সকলকে পান করাও। 16পান করবার পর তারা টলতে থাকবে এবং তাদের মন আর তাদের বশে থাকবে না, কারণ তাদের মধ্যে আমি যুদ্ধ পাঠাচ্ছি। 17তখন প্রভু পরমেশ্বরের হাত থেকে আমি পানপাত্রটি তুলে নিলাম এবং যে জাতিসমূহের কাছে তিনি আমাকে পাঠিয়েছিলেন, তাদের ঐ পাত্র থেকে পান করালাম। 18জেরুশালেম ও যিহুদীয়ার সমস্ত নগর-জনপদ, সেইসাথে তার সমস্ত রাজা ও নেতৃবৃন্দকে এই পাত্র থেকে পান করালাম, যাতে সব জনমানবশূন্য হয়ে যায়, এক ভীষণ আতঙ্কজনক দৃশ্যে পরিণত হয়, যাতে তাদের নাম করে লোকে অপরকে অভিসম্পাত দেয়—এবং আজও লোকে তাই করছে। 19-26যারা পানপাত্র থেকে সুরা পান করেছিল তাদের নামের তালিকা:
মিশরের রাজা, সমস্ত পারিষদবর্গ ও রাজ্যের নেতৃবৃন্দ,
সমস্ত মিশরবাসী ও মিশরে প্রবাসী বিদেশীরা,
উস দেশের রাজন্যবর্গ,
ফিলিস্তিয়ার নগরী আসকেলন, গাজা,
এক্রোন এবং অসদোদের অবশিষ্ট অংশের সমস্ত রাজারা,
ইদোম, মোয়াব ও আম্মোনের অধিবাসীগণ,
টায়ার ও সীদোনের রাজন্যবর্গ,
ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমস্ত রাজা,
দেদান, তেমা ও বুস্ নগরীর সকল অধিবাসী,
যারা চুল ছোট করে ছাঁটে,
আরবদেশের সমস্ত রাজা,
মরুভূমির উপজাতিদের রাজপুরুষগণ,
সিম্রি, এলাম ও মিডিয়ার সমস্ত রাজা,
দূরে বা নিকটে উত্তর দেশের রাজন্যবর্গ
এবং পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত জাতি
এই পাত্র থেকে একের পর এক সুরাপান করবে।
সবশেষে এই পাত্রে পান করবে ব্যাবিলনের রাজা।
27প্রভু পরমেশ্বর আমাকে বললেন,লোকদের বল, আমি সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর তাদের আদেশ করছি, যতক্ষণ না তারা সুরাপানে মত্ত হয়ে উঠবে, বমন করবে, পড়ে যাবে মাটিতে এবং উঠবার শক্তি পর্যন্ত থাকবে না, ততক্ষণ যেন তারা পান করে, কারণ তাদের মাঝে আমি বিধ্বংসী যুদ্ধ পাঠাচ্ছি। 28তারা যদি তোমার হাত থেকে পানপাত্র নিয়ে সুরাপান না করে, তাহলে তাদের বল যে একদিন না একদিন তাদের পান করতেই হবে। 29আমার নিজের নগরী থেকে ধ্বংসকার্য শুরু করব। তারা কি ভেবেছে যে তারা অদণ্ডিত থাকবে? না, দণ্ড তারা পাবেই। পৃথিবীর সমস্ত মানুষের মাঝে আমি যুদ্ধ পাঠাচ্ছি, আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
30যিরমিয়, আমি তোমাকে যা বললাম, সব কথা ঘোষণা কর, এদের বল:
প্রভু পরমেশ্বর স্বর্গ থেকে গর্জন করবেন,
উচ্চতম আকাশমণ্ডল থেকে ছাড়বেন বজ্রনিনাদ,
হুংকার দিয়ে উঠবেন তাঁর প্রজাদের বিরুদ্ধে।
দ্রাক্ষাদলনের সময় লোকে যে ভাবে চীৎকার করে
সেইভাবে চীৎকার করবেন তিনি
পৃথিবীর প্রত্যেকটি মানুষ শুনবে তাঁর চীৎকার,
31পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছাবে তার প্রতিধ্বনি।
জাতিগণের বিরুদ্ধে প্রভু পরমেশ্বর অভিযোগ আনবেন,
তিনি সমস্ত লোককে এনে দাঁড় করাবেন বিচারের কাঠগড়ায়,
দুর্জনকে দেবেন মৃত্যুদণ্ড–—প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন।
32প্রভু পরমেশ্বর বলেছেন, এক এক করে প্রতিটি জাতির উপর নেমে আসবে চরম বিপর্যয়। পৃথিবীর প্রান্ত সীমায় জমছে প্রচণ্ড ঝড়। 33সেদিন, ঈশ্বর যাদের বধ করেছেন, তাদের মৃতদেহর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে যাবে। তাদের নিয়ে গিয়ে কেউ কবর দেবে না, তাদের জন্য কেউ শোক করবে না। সারের স্তূপের মত মাটিতে পড়ে থাকবে তাদের দেহ।
34হে নেতৃবৃন্দ, কাঁদো, আমার প্রজাদের পালকবৃন্দ চীৎকার করে কাঁদো তোমরা! শোক কর, ধূলায় গড়াগড়ি দাও। তোমাদের নিহত হবার সময় আসন্ন,#25:34 হিব্রু অর্থ অস্পষ্ট। ভেড়ার মত তোমাদের বধ করা হবে।#25:34 ‘ভেড়ার হিব্রু শব্দের অপর এক অর্থ ‘পাত্র'। 35তোমাদের পালাবার কোনও রাস্তা থাকবে না। 36-37দুর্দশায় জর্জরিত হয়ে তোমরা গুমরাবে, কাঁদবে। কারণ প্রভু পরমেশ্বর নিদারুণ ক্রোধে তোমাদের জাতিকে ধ্বংস করেছেন এবং তোমাদের শান্তিপূর্ণ দেশকে পরিণত করেছেন ধ্বংসস্তূপে। 38প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের গুহাবাসী সিংহের মত পরিত্যাগ করেছেন। যুদ্ধের বিভীষিকা এবং প্রভু পরমেশ্বরের ভয়াবহ ক্রোধ দেশটিকে করে দিয়েছে জনহীন মরুপ্রান্তর।
Currently Selected:
যিরমিয় 25: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.