যিরমিয় 22
22
যিহুদীয়া রাজপরিবারের কাছে যিরমিয়ের বার্তা
1-2প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিহুদীয়ার রাজপ্রাসাদে যাও। সেখানে গিয়ে বল, ‘হে যিহুদীয়ারাজ দাউদের বংশধর, তুমি ও তোমার পারিষদবর্গ ও প্রজাবৃন্দ, তোমরা প্রভু পরমেশ্বরের কথা শোন। তিনি বলেছেন, 3আমি, প্রভু পরমেশ্বর, তোমাদের আদেশ করছি, তোমরা ন্যায়সঙ্গত কাজ কর। নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষকে উদ্ধার কর উৎপীড়কের হাত থেকে, ফিরিয়ে দাও তার ন্যায্য অধিকার। বিদেশী, অনাথ ও বিধবাদের উপরে অত্যাচার, উৎপীড়ন করো না এবং এই পবিত্র স্থানে কোন নিরীহ ব্যক্তির রক্তপাত ঘটিও না। 4আমার আদেশ অনুসারে তোমরা প্রকৃতই যদি চল, তাহলে দাউদবংশের রাজত্ব অক্ষুণ্ণ থাকবে। তারা তাদের রাজকর্মচারী ও প্রজাসহ রাজপ্রাসাদের এই তোরণদ্বার দিয়ে রথ ও অশ্বে আরোহণ করে মর্যাদা সহকারে যাতায়াত করবে। 5কিন্তু যদি আমার অবাধ্য হও, তাহলে আমি শপথ নিয়ে বলছি, এই প্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হবে।#মথি 23:38; লুক 13:35
6আমি প্রভু পরমেশ্বর বলছি, যিহুদীয়ার এই রাজপ্রাসাদ আমার কাছে শোভাময়ী গিলিয়দের মত, লেবাননের পর্বতশ্রেণীর মত সুন্দর অপরূপ। কিন্তু একে আমি করব জনহীন পরিত্যক্ত, যেখানে জীবনের কোন চিহ্ন নেই। 7এই রাজপ্রাসাদ ধ্বংস করার জন্য আমি লোক পাঠাব। তারা এসে এর সুন্দর সীডারের সুরম্য স্তম্ভগুলি কুঠার দিয়ে কেটে আগুনে ফেলে দেবে।
8তারপর যখন বিদেশীরা এর পাশ দিয়ে যাবে, তখন তারা সহযাত্রীকে জিজ্ঞাসা করবে, কেন প্রভু পরমেশ্বর এই মহানগরীর এমন দুর্দশা করলেন? 9তারা তখন বলবে, এরা তাদের আরাধ্য ঈশ্বরের সন্ধিচুক্তি ভঙ্গ করে অন্যান্য দেবতার পূজা-অর্চনা করেছে।
যিহোয়াহসের সম্পর্কে যিরমিয়ের বার্তা
10হে যিহুদীয়ার প্রজাবৃন্দ, কেঁদো না রাজা যোশিয়ের জন্য
তার মৃত্যুতে করো না শোক।
কিন্তু কাঁদো, তীব্রভাবে কাঁদো তার পুত্র যিহোয়াহসের জন্য।
তারা তাকে নিয়ে চলে যাচ্ছে চিরদিনের মত।
তার জন্মভূমির মুখ সে আর দেখতে পাবে না কোনদিন।
11যোশিয়ের পুত্র শাল্লুম#22:11 শাল্লুমের অপর নাম ‘যিহোয়াহস'। যে তার পিতার পরে যিহুদীয়ার রাজা হয়েছিল, তার সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেন, এখান থেকে তাকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে, কোনোদিন সে আর ফিরবে না।#২ রাজা 23:31-34; ২ বংশা 36:1-4 12তারা যেখানে তাকে নিয়ে গেছে, সেখানেই তার মৃত্যু হবে। সে আর এ দেশের মুখ কোনোদিন দেখতে পাবে না।
যিহোয়াকিম সম্পর্কে যিরমিয়ের বার্তা
13অন্যায় দিয়ে যে ঘর গড়ে, অবিশ্বস্ততা দিয়ে তার শ্রীবৃদ্ধি করে,
যে নিজের দেশবাসীকে বেগার খাটায়,
কোন পারিশ্রমিক দেয় না তাদের,
ধ্বংস হোক সেইজন।
14ধ্বংস হোক সেই ব্যক্তি যে মনে মনে ভাবে,
আমি নিজের জন্য গড়ব একটি ইমারত,
তার ওপরতলায় থাকবে অনেক প্রশস্ত কক্ষ।
তারপর সে তার ঘরের জানালা বানাল,
সীডার কাঠ দিয়ে সাজাল ঘরের দেওয়াল, তাতে দিল লাল রঙ।
15যদি তুমি তৈরী কর সীডার কাঠের অট্টালিকা,
অন্যদের চেয়েও তা যদি সুন্দর হয়,
তাতেই কি তুমি আরও বড় রাজা হতে পারবে?
তোমার পিতাও জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করেছেন,
কিন্তু তিনি ছিলেন ন্যায়বান ও ধর্মনিষ্ঠ।
যা কিছু তিনি করেছেন,
তাতেই তিনি লাভ করেছেন শ্রী ও সমৃদ্ধি।
16তিনি ন্যায়বিচার করেছেন দরিদ্রের প্রতি,
সব কিছুই চলেছে সুশৃঙ্খলভাবে।
কিন্তু এরই মধ্যে ছিল প্রভু পরমেশ্বরকে জানার সম্যক পরিচয়।
17কিন্তু তুমি স্বার্থান্বেষী, নিজের অভিলাষ পূরণেই তুমি ব্যস্ত,
নিরপরাধকে হত্যা কর তুমি হিংস্র
নিপীড়নে জর্জরিত কর প্রজাবৃন্দকে।
প্রভু পরমেশ্বর বলেছেন এই কথা।
18তাই যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের বিষয়ে প্রভু পরমেশ্বর বলেন,
কেউ তার মৃত্যুতে করবে না শোক, অথবা বলবে না
‘হায় আমার বন্ধু, হায় আমার ভ্রাতা’!
কেউ কাঁদবে না তার জন্য, ফেলবে না চোখের জল,বলবে না,
‘হায় আমার প্রভু, কোথায় তোমার মহিমা?’#২ রাজা 23:36—24:6; ২ বংশা 36:5-7
19একটা গাধার সঙ্গে সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টি,
টেনে নিয়ে যাওয়া হবে তাকে,
জেরুশালেমের তোরণ দিয়ে ছুঁড়ে ফেলা হবে বাইরে।
জেরুশালেমের ভবিতব্য সম্বন্ধে যিরমিয়ের বাণী
20হে জেরুশালেমবাসী, লেবাননে যাও,
চীৎকার কর সেখানে গিয়ে, যাও বাশান দেশে,
সেখানে চীৎকার কর মোয়াবের পর্বতশ্রেণী থেকে ডাক দাও
কারণ পরাজিত হয়েছে তোমার সমস্ত মিত্রপক্ষ।
21তুমি যখন সমৃদ্ধিশালী ছিলে,
তোমায় সতর্ক করেছিলেন প্রভু পরমেশ্বর।
তবু তুমি শোন নি, করেছিলে প্রত্যাখ্যান।
সারাটি জীবন তুমি কাটিয়ে দিলে এমনি করেই,
প্রভু পরমেশ্বরের বাধ্য হলে না কোনদিন।
22ঝড়ের মুখে তোমার নেতারা যাবে উড়ে,
যুদ্ধবন্দীরূপে নিয়ে যাওয়া হবে তোমার মিত্রপক্ষের লোকদের।
লজ্জা ও অপমানে জর্জরিত হবে
তোমার নগরী কারণ যত মন্দ থাকতে পারে, সব করেছ তুমি।
23লেবানন থেকে আনা সীডারের উপরে ছিল তোমার ভরসা,
কিন্তু যখন তুমি বেদনায় আতুর হয়ে ওঠ, তখন অসহায় হয়ে ওঠ তুমি,
প্রসববেদনাতুরা নারীর মত তোমার এ যন্ত্রণা।
যিহোয়াখিনের উপরে ঈশ্বরের দণ্ডাদেশ
24যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের পুত্র রাজা যিহোয়াখিনকে প্রভু পরমেশ্বর বলেলন, আমি জাগ্রত ঈশ্বর, এ যেমন ধ্রুব সত্য, এও তেমনি সত্য যে, তুমি আমার দক্ষিণ হস্তের সীল মোহরের আংটি হলেও আমি তোমাকে খুলে ফেলব এবং #২ রাজা 24:8-15; ২ বংশা 36:9-10 25যাদের তুমি ভয় কর, যারা তোমাকে হত্যা করতে চায়, তাদের হাতে তোমাকে তুলে দেব। আমি তোমাকে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ও তার সৈন্যবাহিনীর হাতে সমর্পণ করব। 26আমি তোমাকে ও তোমার জননীকে জোর করে নির্বাসনে পাঠাব। এমন একটি দেশে তোমাদের পাঠাব, যেখানে তোমাদের কারও জন্ম হয়নি। তোমাদের দুজনেরই মৃত্যু হবে সেখানে। 27এ দেশ দেখার জন্য তোমাদের আকাঙ্ক্ষা জাগবে, কিন্তু কোনদিন আর এখানে ফিরতে পারবে না।
28আমি বললাম, যিহোয়খিন কি ভাঙ্গা পাত্রের মত হয়েছে, যে পাত্রটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর কেউ-ই সেটি চায় না? সেই জন্যই কি তাকে ও তার সন্তানদের অজানা এক দেশে নিয়ে যাওয়া হচ্ছে?
29ও আমার দেশ, জন্মভূমি আমার!
শোন, তুমি, প্রভু পরমেশ্বর কি বলেছেনঃ
30এ ব্যক্তি হারাবে তার সন্তানদের, সে হবে এমন একজন,
যার জীবনে আসবে না সফলতা কোনদিন, এই তার বিধিলিপি।
থাকবে না তার কোনও বংশধর, দাউদের উত্তরাধিকারীরূপে
যে ধারণ করবে যিহুদীয়ার শাসনদণ্ড।
আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Currently Selected:
যিরমিয় 22: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.