YouVersion Logo
Search Icon

যিরমিয় 12

12
প্রভু পরমেশ্বরের কাছে যিরমিয়ের প্রশ্ন
1হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে যদি আমি অভিযোগ আনি,
তুমি ন্যায়বান, প্রমাণ করবে তার সত্যতা।
তথাপি তোমার ন্যায়বিচার সম্পর্কে আমি প্রশ্ন করতে চাই তোমাকে।
বল, দুর্জনের কেন এত শ্রীবৃদ্ধি হয়?
সাফল্য লাভ করে কেন অসৎ মানুষ?
2তুমি তাদের কর রোপণ, তারা মূল বিস্তার করে,
বৃদ্ধিলাভ করে তারা, ধারণ করে ফলসম্ভার।
সতত তারা তোমারই মহিমা গায়,
কিন্তু হৃদয়ে মানে না তোমায়।
3হে প্রভু পরমেশ্বর, তুমি তো আমায় জান,
দেখেছ তুমি আমার সকম কর্ম’,
তোমাকে আমি কত ভালবাসি, তাও জান তুমি।
কসাইখানায় যেভাবে মেষদের নিয়ে যাওয়া হয় তেমনই করে তুমি ওদের নিয়ে যাও ধরে।
যতক্ষণ না তাদের নিধন করা হয়,
একান্তে রাখ তাদের সতর্ক প্রহরায়, সেই সেদিনের প্রতীক্ষায়।
4আর কতদিন আমাদের দেশ শুষ্ক থাকবে,
মাঠের মধ্যে তৃণদল থাকবে শুকিয়ে?
পশুপাখিরও প্রাণ হয়েছে সংশয় আমাদের স্বজাতি মানুষের দুষ্টতায়।
তারা বলে, ‘আমাদের কার্যকলাপ ঈশ্বরের চোখে পড়ে না’।
5প্রভু পরমেশ্বর বলেন,
যিরমিয়, মানুষের সঙ্গে দৌড়ে যদি না পার,
যদি এত ক্লান্তি আসে তোমার, তবে কেমন করে দৌড়াবে তুমি অশ্বের সাথে?
সমতলভূমিতে যদি তুমি উছোট খাও,
তবে কি করবে তুমি জর্ডনের তীরে অরণ্যভূমিতে?
6তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে,
হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।
প্রজাদের জন্য প্রভু পরমেশ্বরের দুঃখ
7প্রভু পরমেশ্বর বলেন,
আমি পরিত্যাগ করেছি ইসরায়েলীদের,
আমার মনোনীত জাতিকে করেছি প্রত্যাখ্যান।
আমার প্রিয় সন্তানদের আমি তুলে দিয়েছি
তাদের শত্রুকুলের হাতে।
8আমারই মনোনীত প্রজারা ঘুরে দাঁড়িয়েছে
আমার বিরুদ্ধে অরণ্যের সিংহের মত তারা গর্জন করে
আমারই দিকে চেয়ে, এতে আমার চরম অসন্তোষ।
9সেই প্রজাবৃন্দ অদ্ভুত এক বাজপাখির মত,
চারিদিক থেকে অন্য বাজপাখিরা যাকে করেছে আক্রমণ।
এস বন্য পশুর দল, যোগ দাও ভোজের আসরে।
10বিদেশী রাজারা ধ্বংস করেছে আমার দ্রাক্ষাকুঞ্জ,
পদদলিত করেছে আমার শ্যামল শস্যক্ষেত্র,
অপরূপ দেশকে আমার করেছে ঊষর মরু।
11একে তারা পরিণত করেছে ধূ ধূ প্রান্তরে,
হাহাকারে কেঁদে মরে পরিত্যক্ত এই ভূমি,
মরুভূমি হয়ে গেছে এই দেশ,
আজ কেউ নেই তার তত্ত্ব নেবার।
12মরুভূমির মত উচ্চস্থানগুলি ধ্বংস করার জন্য এসেছে আক্রমণকারী,
সমগ্র দেশ আমি ধ্বংস করে দেব,
বাধিয়ে দেব যুদ্ধ, কেউ এখানে বাস করতে পারবে না শান্তিতে।
13আমার প্রজারা বুনেছিল গম কিন্তু উৎপন্ন হল কাঁটাঝোপ।
কঠোর পরিশ্রম করেছিল তারা কিন্তু পায় নি কিছুই।
কারণ আমার ভয়ঙ্কর ক্রোধে সবই হয়ে গেছে নিষ্ফলা।
ইসরায়েলের প্রতিবেশীদের কাছে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি
14প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজা ইসরায়েলীদের যে দেশ আমি দিয়েছিলাম, সেই দেশ ইসরায়েলীদের দুর্বৃত্ত প্রতিবেশীরা ধ্বংস করে দিয়েছে। তাদের সম্পর্কে আমার কিছু কথা বলার আছে। উপড়ে ফেলা গাছের মত আমি ঐ দুর্জনদের দূর করে দেব দেশ থেকে। তাদের হাত থেকে যিহুদীয়াকে উদ্ধার করব। 15উপড়ে ফেলার পর আমি তাদের করুণা করব। প্রত্যেকটি জাতিকে ফিরিয়ে নিয়ে যাব তাদের আপন বাসভূমিতে, তাদের নিজেদের দেশে। 16যদি তারা সর্বান্তঃকরণে আমার প্রজাদের অনুসৃত ধর্মপথে চলে এবং একসময় যেভাবে তারা আমার প্রজাদের বেলদেবের নামে শপথ নিতে শিখিয়েছিল, সেইভাবে তারা ‘জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য’ এই বলে যদি শপথ গ্রহণ করে, তবে তারাও আমার প্রজাদের একটি অংশ হবে এবং সমৃদ্ধিলাভ করবে। 17কিন্তু যদি কোনও জাতি এ কথা না মানে, তাহলে আমি তাকে সম্পূর্ণভাবে উৎখাত করব এবং ধ্বংস করব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for যিরমিয় 12