YouVersion Logo
Search Icon

যাকোব 4

4
সংসারের প্রতি আসক্তি
1তোমাদের মধ্যে যে বিরোধ ও কলহ-বিবাদ হয়, তার উৎস কোথায়? তোমাদের সত্তার গভীরে দৈহিক কামনা-বাসনার যে অন্তর্দ্বন্দ্ব চলেছে সেখানে নয় কি?#রোমীয় 7:23; ১ পিতর 2:11 2তোমরা যা কামনা কর তা পাও না। তাই তোমরা হত্যা কর। তোমরা ঈর্ষান্বিত হও। কিন্তু তাতেও তোমাদের অভীষ্ট লাভ হয় না। তোমরা বিরোধ কর। বাদপ্রতিবাদ কর। কিন্তু যা চাও তা পাও না, কারণ তোমরা তার জন্য প্রার্থনা কর না। 3তোমরা প্রার্থনা করলেও তা পাও না। কারণ তোমরা মন্দ উদ্দেশ্যে, তোমাদের কামনা-বাসনা পূরণের জন্য প্রার্থনা করে থাক। 4নষ্টভ্রষ্টের দল, তোমরা কি জান না যে সংসারের প্রতি আসক্তি ঈশ্বরের সঙ্গে শত্রুতারই নামান্তর? সুতরাং সংসারের সঙ্গে যে মৈত্রী স্থাপন করতে চায় সে নিজেকে ঈশ্বরের শত্রু করে তোলে।#মথি 6:24; লুক 6:26; রোমীয় 8:7; ১ যোহন 2:15 5কিম্বা তোমরা কি মনে কর শাস্ত্রের এই বাণী মিথ্যা? ঈশ্বর যে আত্মা আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করেছেন তার জন্য তিনি আগ্রহে আকুল।#১ করি 6:19; ২ করি 6:16; গালা 5:17 6তাই তাঁর অনুগ্রহের দান আরও বেশী। তাই শাস্ত্রে বলা হয়েছে,'ঈশ্বর অহঙ্কারীদের প্রতিরোধ করেনকিন্তু নম্রদের করেন করুণা।’#হিতো 3:34; ইয়োব 22:29; মথি 23:12; ১ পিতর 5:5
7সুতরাং তোমরা ঈশ্বরের বাধ্য হও। শয়তানকে প্রতিহত কর। তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে।#ইফি 4:27; 6:11; ১ পিতর 5:8-9 8ঈশ্বরের সান্নিধ্যে আসবেন। পাপীরা, তোমরা হাতের মলিনতা ধুয়ে ফেল। হে কপট চিত্তেরা, তোমরা অন্তর শুদ্ধ কর।#সখ 1:3; মালা 3:7; যিশা 1:16 9তোমরা পাপের জন্য অনুশোচনা কর, শোক ও বিলাপ কর। তোমাদের হাসি পরিণত হোক কান্নায় এবং আনন্দ পরিণত হোক বিষাদে। 10প্রভুর সম্মুখে মাথা নত কর, তিনি তোমাদের উন্নত করবেন।#১ পিতর 5:6
11বন্ধুগণ, তোমরা অপরের নিন্দা করো না। যে ভাইয়ের নিন্দা করে, তার বিচার করে, সে বিধানেরই নিন্দা করে, তার বিচার করে, সে বিধানেরই নিন্দা করে ও বিধানের বিচার করে। তুমি যদি বিধানের বিচার কর তাহলে তুমি আর তা মানছ না, কিন্তু তার বিচারক হয়ে পড়েছ।#মথি 7:1 12বিধানদাতা ও বিচারক একজনই আছেন। উদ্ধার ও বিনাশ করার ক্ষমতা কেবলমাত্র তাঁরই আছে। কিন্তু তুমি কে, যে তোমার প্রতিবেশীর বিচার করতে যাও?#মথি 10:28; রোমীয় 2:1; 14:4
13শোন, তোমরা যারা বলে থাক, আজকালের মধ্যেই আমরা অমুক শহরে গিয়ে এক বছর থাকব এবং ব্যবসাবাণিজ্য করে অর্থ-উপার্জন করব।#হিতো 27:1 14কিন্তু আগামীকাল তোমাদের জীবনে কি ঘটবে তা তোমরা জান না। তোমরা কুয়াশার মতই ক্ষণস্থায়ী, ক্ষণকাল পরেই যা মিলিয়ে যায়।#লুক 12:20; গীত 39:5-11 15তোমাদের বরং বলা উচিত, প্রভুর ইচ্ছা হলে আমরা বেঁচে থাকব এবং এই সমস্ত কাজ করব।#প্রেরিত 18:21; ১ করি 4:19 16কিন্তু তা না বলে তোমরা এখন তোমাদের সৌভাগ্যের বড়াই করছ। এ ধরণের গর্ব করা অন্যায়।
17সৎকাজ করতে জেনেও যে করে না, সে পাপ করে।#লুক 12:47

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in