YouVersion Logo
Search Icon

যিশাইয় 9

9
1এই দুর্দৈবের হাত থেকে তাদের নিস্তার নাই।
আদর্শ রাজা
সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর দেশ একবার ঘোর বিপাক ও অমর্যাদার মধ্যে পড়েছিল কিন্তু আগামী দিন এই অঞ্চলের জন্য আনবে সম্মান ও প্রতিপত্তি। যেখানে বিদেশীদের বাস, সেই ভূমধ্যসাগর থেকে পূর্বে জর্ডনের ওপারের দেশ ও গালীল দেশ পর্যন্ত এই সম্মান বিস্তারলাভ করবে।#মথি 4:15
2অন্ধকারে বিচরণ করত যে জাতি,
সেই জাতি দেখেছে এক মহাদীপ্তি,
যারা বাস করত মৃত্যুর বিভীষিকাঘেরা দেশে,
তাদের উপরে উদ্ভাসিত হয়েছে জীবনের আলো।#মথি 4:16; লুক 1:79
3হে প্রভু পরমেশ্বর, তুমি তাদের দিয়েছ পরম আনন্দ,#9:3 পরম আনন্দ: হিব্রু: জাতির লোকসংখ্যা বৃদ্ধি করেছ সুখী করেছ তাদের।
তাই, ফসল কাটার সময়ে লোকে যেমন আনন্দ করে,
লুন্ঠিত ধন ভাগ করার সময় যেমন মুখরিত হয় উল্লাসে,
তেমনি তারাও আনন্দে-উল্লাসে মুখর হয়ে ওঠে।
4তুমি ভেঙ্গে দিয়েছ তাদের গুরুভার যোঁয়ালি,
ভেঙ্গেছ পীড়নের যষ্টি।
যে জাতি তোমার প্রজাদের উপরে অত্যাচার ও নিপীড়ন করত তুমি পরাজিত করেছ তাদের,
বহুকাল আগে যেমন করে তুমি পরাজিত করেছিলে মিদীয়নী সেনাদের।
5আক্রমণকারী প্রত্যেকটি সৈনিকের জুতো
এবং রক্তমাখা পোষাক-পরিচ্ছদ
পুড়িয়ে দেওয়া হবে আগুনে।
6আমাদের জন্য একটি শিশুর জন্ম হয়েছে!
একটি পুত্র দেওয়া হয়েছে আমাদের!
তিনিই হবেন আমাদের রাজা।
তাঁকে বলা হবে মহান উপদেষ্টা#9:6 আশ্চর্য অথবা জ্ঞানী
“পরাক্রমশালী ঈশ্বর’’, “সনাতন পিতা, “শান্তিরাজ’’।
7দাউদের কুলতিলক তিনি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে তাঁর রাজকীয় ক্ষমতা,
তাঁর রাজ্যে সতত বিরাজ করবে শান্তি।
ন্যায় ও ধর্মনিষ্ঠায় ভিত্তিতে শাসন পরিচালনা করবেন তিনি এখন থেকে অনন্তকাল পর্যন্ত।
সর্বাধিপতি পরমেশ্বরের এই হল স্থির সিদ্ধান্ত।#লুক 1:32-33
ইসরায়েলীদের প্রতি ঈশ্বরের দণ্ড ঘোষণা
8প্রভু পরমেশ্বর ইসরায়েলের রাজ্যের উপরে, যাকোবের বংশধরদের উপরে বিচারের রায় ঘোষণা করেছেন। 9সমগ্র ইসরায়েল জাতি, যারা শমরিয়া নগরে বাস করে, তারা জানবে যে, তিনিই এ কাজ করেছেন। এখন তারা গর্বিত ও উদ্ধত। তারা বলে, 10ইঁট দিয়ে গাঁথা অট্টালিকা ধ্বসে পড়েছে, আমরা কিন্তু তার জায়গায় পাথর দিয়ে ইমারত গড়ব। কম দামের সুকমোর কাঠের কড়ি বর্গা ভেঙ্গে গেছে, আমরা সেখানে দামী মজবুত সীডার কাঠ লাগাব।
11প্রভু পরমেশ্বর তাদের আক্রমণ করার জন্য তাদের শত্রুদের#9:11 শত্রুদের: হিব্রু: শত্রু রৎসীন উত্তেজিত করে তুলেছেন। 12পূর্বে সিরিয়া ও পশ্চিমে ফিলিস্তিয়া তাদের গ্রাস করার জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হয় নি, শাস্তিদানের জন্য এখনও তাঁর হাত উদ্যত হয়ে আছে।
13প্রভু পরমেশ্বর এত দণ্ডদান সত্ত্বেও ইসরায়েল অনুতপ্ত হয় নি, তারা ফিরে আসে নি তাঁর কাছে। 14প্রভু পরমেশ্বর একই দিনে ইসরায়েলের নেতৃবর্গ ও প্রজাদের শাস্তি দেবেন, বড় থেকে ছোট পর্যন্ত-একদিক থেকে সবাইকে সংহার করবেন। 15বড় তাদেরই বলা হচ্ছে, যারা প্রবীণ ও সম্ভ্রান্ত এবং সেই সমস্ত নবী, যারা ভ্রান্ত শিক্ষা দেয়, তারা ছোট! 16যারা এই লোকদের পরিচালনা করে, তারা তাদের ভ্রান্তপথে নিয়ে যায় এবং সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে। 17তাই প্রভু পরমেশ্বর কোন যুবককে রেহাই দেবেন না, কোন বিধবা কিম্বা পিতৃমাতৃহীন অনাথকে মমতা দেখাবেন না, কারণ এরা সবাই ঈশ্বরহীন, দুরাচার এবং তাদের মুখ কুকথায় পূর্ণ। কিন্তু এত শাস্তির পরও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হয় নি, আরও শাস্তিদানের জন্য এখনও তাঁর হাত উদ্যত হয়ে আছে।
18মানুষের পাপাচার আগুনের মত জ্বলে উঠেছে, সে আগুন শ্যাকুল ও কাঁটাবন জ্বালিয়ে দেয়, সে আগুন অরণ্যকে জ্বালিয়ে দেয়, ধোঁয়ার কুণ্ডলী উঠতে থাকে সেখান থেকে। 19তাই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ক্রুদ্ধ হয়েছেন। তাঁর শাস্তি আগুনের মত নেমে এসে সারা দেশ জ্বালিয়ে দেবে, ধ্বংস করে দেবে মানুষকে—সকলে আত্মরক্ষায় ব্যস্ত হযে উঠবে। 20দেশের সর্বত্র লোকেরা কাড়াকাড়ি, ছেঁড়াছিঁড়ি করে খাবে কিন্তু কিছুতেই তাদের পেট ভরবে না, খিদে মিটবে না। এমন কি তারা নিজেদের সন্তানদের মাংসও খাবে।! 21মনঃশি ও ইফ্রয়িমের অধিবাসীরা একে অপরকে আক্রমণ করবে, তারপর তারা একসঙ্গে যিহুদীয়াকে আক্রমণ করবে। কিন্তু তা সত্ত্বেও প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রশমিত হবে না, শাস্তিদানের জন্য এখনও তাঁর হার উদ্যত হয়ে আছে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in