YouVersion Logo
Search Icon

যিশাইয় 28

28
উত্তরের রাজ্যসমূহের প্রতি সাবধানবাণী
1ইসরায়েল রাজ্যের উপরে দণ্ড নেমে এল। মত্ত নেতাদের মাথায় ফুলের মুকুটের মত এর সমস্ত গৌরব ম্লান হয়ে আসছে। তাদের গর্বিত নেতাদের সুবাসিত দেহ মাতাল হয়ে সেখানেই লুটিয়ে পড়বে, ঢলে পড়বে প্রচণ্ড মত্ততার কোলে। 2প্রভু পরমেশ্বর একজন মহাশক্তিধর ব্যক্তিকে প্রস্তুত করে রেখেছেন তাদের আক্রমণ করার জন্য। সে আসবে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির মত, মুষলধারে তুমুল বৃষ্টির মত, দুর্নিবার বেগে ভয়াবহ বন্যার মত সে ছুটে আসবে, ভাসিয়ে দেবে সমগ্র দেশ। 3পদদলিত করবে সে সুরাপানে মত্ত নেতৃবৃন্দের দর্প। 4মরশুমের ফসল ডুমুর পাকার সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে লোকে যেমন নিঃশেষে খেয়ে নেয়, তেমনি ঐ গর্বোদ্ধত নেতৃবৃন্দের সম্মান ও মর্যাদা হবে নিঃশেষিত।
5এমন একটি দিন আসছে যেদিন সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর স্বয়ং তাঁর অবশিষ্ট প্রজাদের মহিমায় ভাস্বর পুষ্পশোভিত মুকুটস্বরূপ হবেন। 6যাঁরা বিচারকের দায়িত্ব পালন করবেন, তিনি তাঁদের ন্যায়-অন্যায়ের বোধ দান করবেন এবং যাঁরা বহিঃশত্রুর আক্রমণ থেকে নগরতোরণ রক্ষায় নিয়োজিত থাকবেন, তাদের দান করবেন অমিত শক্তি ও সাহস।
যিশাইয় এবং যিহুদীয়ার সুরামত্ত পুরোহিত নবীদল
7নবী ও পুরোহিতেরা পর্যন্ত এত বেশি মাত্রায় সুরাপান করে যে তাদের পা টলে যায়, ভাল করে চলতে পারে না। বুদ্ধিতে তাদের জড়তা এসে যায়, তারা হতবুদ্ধি হয়ে পড়ে। নবীরা এত বেশী মাত্রায় সুরাপান করে যে তাদের মধ্যে জড়তা এসে যায়, ঈশ্বর প্রেরিত দর্শনের অর্থ উপলব্ধি করতে পারে না। পুরোহিতেরা অত্যধিক মাত্রায় সুরাপানে মত্ত হওয়ার ফলে তাদের কাছে বিচার নিষ্পত্তির জন্য কোন বিষয় এলে, তার যথাযথ সিদ্ধান্ত তারা নিতে পারে না। 8তাদের খাবার ও বসবার জায়গা বমিতে পূর্ণ, সামান্যতম স্থানও কোথাও পরিষ্কার থাকে না।
9লোকে আমার বিরুদ্ধে অভিযোগ করে। বলে, ও কাকে শিক্ষা দেবে? কে ওর কাছে জ্ঞান নেবে? একমাত্র ছোট শিশুই ওর কথা শুনবে, যে সবেমাত্র স্তন্যপান ত্যাগ করেছে। 10সে আমাদের অক্ষরে অক্ষরে পংক্তিতে পংক্তিতে, উপদেশের উপর উপদেশ দিয়ে শিক্ষা দেবার চেষ্টা করছে।
11তোমরা যদি আমার কথা না শোন, তাহলে ঈশ্বর তোমাদের শিক্ষা দেওয়ার জন্য এক অদ্ভুত ভাষাভাষী বিদেশীকে ব্যবহার করবেন।#১ করি 14:21 12তিনি তোমাদের সকলের জন্য বিশ্রাম ও আরামের ব্যবস্থা করলেন, কিন্তু তোমরা তাঁকে প্রত্যাখ্যান করলে, তাঁর কথা শুনতে চাইলে না। 13সেইজন্য প্রভু পরমেশ্বর অক্ষরে অক্ষরে, পংক্তিতে পংক্তিতে, উপদেশের পর উপদেশে তোমাদের উচিত শিক্ষা দিতে চলেছেন। তখন তোমরা প্রতি পদক্ষেপে হোঁচট্‌ খাবে, আহত হবে, ফাঁদে পড়বে ও শেষে বন্দী হবে।
সিয়োনের কোণের মূল প্রস্তর
14হে উদ্ধত, নিন্দাপরায়ণ লোকেরা, তোমরা যারা জেরুশালেমের মানুষের উপরে কর্তৃত্ব করছ, শোন তোমরা, প্রভু পরমেশ্বর কি বলছেন! 15তোমরা মৃত্যুর সঙ্গে চুক্তি করেছ এবং স্থাপন করেছ সন্ধি মৃত্যুলোকের সঙ্গে। মিথ্যা ও ছলনার উপরে নির্ভর করে তোমরা নিশ্চিন্ত হয়ে রয়েছ, ভেবেছ, দুর্দৈব ঘনিয়ে এলেও তোমাদের স্পর্শ করবে না। 16অতএব, এখন সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেছেন, আমি সিয়োনে স্থাপন করছি এক সুদৃঢ় প্রস্তর। সেটি হবে কোণের মূল প্রস্তর। এই প্রস্তরের উপরে লেখা থাকবে, “বিশ্বাস যার অটল, সে কখনও বিচলিত হবে না।”#গীত 118:22-23; রোমীয় 9:33; 10:11; ১ পিতর 2:6 17ন্যায়বিচার হবে এর মানরজ্জু এবং বিশ্বস্ততা হবে এর ওলোন সূত্র। যে মিথ্যার উপরে তোমরা নির্ভর করে আছ, সেই মিথ্যার আশ্রয়কে প্রচণ্ড শিলাবৃষ্টি ভাসিয়ে নিয়ে যাবে এবং বন্যায় ধ্বংস করে দেবে তোমাদের ঐ নিরাপত্তার মিথ্যা আশ্বাস। 18মৃত্যুলোকের সঙ্গে যে চুক্তি তোমরা স্থাপন করেছ, সেই চুক্তি লোপ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে মৃত্যুলোকের সঙ্গে তোমাদের স্থাপিত সন্ধি। দুর্দৈবের মহাপ্রলয় গ্রাস করবে তোমাদের। 19আঘাত করবে তোমাদের বার বার। দিনের পর দিন। দিনরাত এই দারুণ দুঃসহ বিপর্যয় সহ্য করতে হবে তোমাদের। সেদিন যখন ঈশ্বরের এই বাণী তোমরা উপলব্ধি করবে তখন ভয়াবহ বিভীষিকা তোমাদের ঘিরে ধরবে। 20প্রবাদের সেই মানুষটির মত দশা হবে তোমাদের, যে তার চেয়ে দৈর্ঘ্যে ছোট একটি খাটে ঘুমায়, যাতে পা মেলে শোবার জায়গা কুলায় না, তার গায়ে দেবার কম্বলটা এত ছোট যে ভাল করে গায়ে ঢাকা দেওয়া যায় না, 21পরাসীম পর্বতে#28:21 পরাসীম পর্বত: 1বংশ14:11 এবং গিবিয়োন উপত্যকায়#28:21 গিবিয়োন উপত্যকা: যিহো 10:10-14 প্রভু পরমেশ্বর যেভাবে যুদ্ধ করেছিলেন, সেইভাবে এখানেও তিনি তাঁর পরিকল্পনা রূপায়ণের জন্য যুদ্ধ করবেন। অনুপম তাঁর কার্যাবলী! তিনি সমাপ্ত করবেন তাঁর এই রহস্যময় কাজ।#যিহো 10:10-12; ২ শমু 5:20; ১ বংশা 14:11
22আমার এই সতর্কবাণীতে তোমরা ব্যঙ্গের হাসি হেসো না! যদি হাসো তাহলে অবস্থা বড় কঠিন হয়ে দাঁড়াবে, তোমাদের পলায়নের কোন পথ থাকবে না। সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরের সিদ্ধান্তের কথা আমি শুনেছি। তিনি সমগ্র দেশ ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ঈশ্বরের প্রজ্ঞা
23তোমরা আমার কথা শোন, আমি যা বলি শোন মন দিয়ে। 24কোন চাষীই ক্ষেতে বীজ বপনের উদ্দেশ্যে মাটি তৈরী করার জন্য অবিরাম লাঙ্গল চালায় না। 25একবার মাটি তৈরী হয়ে গেলে সে শুল্‌ফা বা জিরে বীজ বোনে, সারি সারি বোনে গম ও যব। তারপর ক্ষেতের চারিদিকের আলে বোনে অন্য শস্য বীজ। 26সে জানে কিভাবে কাজ করতে হয় কারণ ঈশ্বর তাকে এভাবেই কাজ করতে শিখিয়েছেন। 27শুলফা বা জিরে পিটে ঝাড়াই করার জন্য সে কখনও ভারী মুগুর ব্যবহার করে না। এই কাজের উপযুক্ত হালকা লাঠিই সে ব্যবহার করে। 28একটানা গম মাড়াই করে সে শস্য নষ্ট করে না। শস্য নষ্ট না করে মাড়াই করার কাজ সে ভালভাবেই জানে। 29সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের কাছে থেকেই এই প্রজ্ঞা আসে। ঈশ্বরের সমস্ত পরামর্শই জ্ঞানপূর্ণ, তাঁর বিবেচনা প্রজ্ঞার আধার।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for যিশাইয় 28