হিব্রু 6
6
1সুতরাং এস, খ্রীষ্টধর্ম সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলি ছেড়ে আমরা পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য এগিয়ে চলি। আমরা যেন আবার অতীতের প্রাণহীন আচার অনুষ্ঠান থেকে মন ফিরানো এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের জন্য#ফিলি 3:13; হিব্রু 9:14 2বাপ্তিষ্ম, হস্তার্পণ, মৃতদের পুনরুত্থান এবং শেষ বিচার সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপৃত না থাকি। 3বরং ঈশ্বরের ইচ্ছা যদি হয় তাহলে আমরা এগিয়ে চলব।
4যারা একবার আলোকপ্রাপ্ত হয়েছে, স্বর্গীয় অনুগ্রহের রসাস্বাদন করেছে, পবিত্র আত্মা লাভ করেছে#হিব্রু 10:26-27; মথি 12:31; ১ যোহন 5:16; ২ পিতর 2:21 5এবং ঈশ্বরের বাণীর মাধুর্য ও ভাবী কালে ঐশ্বরিক পরাক্রম সম্পর্কে অবহিত হয়েছে,#১ পিতর 2:3 6তারা যদি ধর্মভ্রষ্ট হয় তাহলে পুনর্বার তাদের হৃদয়ের পরিবর্তন ঘটানো অসম্ভব। কারণ তারা ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশবিদ্ধ করে এবং প্রকাশ্যে তাঁর অবমাননা করে।
7যে ভূমি তার উপরে পতিত বৃষ্টিধারা শোষণ করে নেয় এবং যাদের জন্য কর্ষিত সেই ভূমি তাদের পক্ষে উপযোগী ফসল ফলায় তবে তা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে।#আদি 1:11-12 8কিন্তু সেই ভূমি যদি আগাছা আর কাঁটাঝোপ উৎপন্ন করে তবে তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং ঈশ্বরের অভিশাপ নেমে আসে তার উপর, পুড়ে শেষ হয়ে যাওয়াই তার পরিণতি।#আদি 3:17-18
9প্রিয় বন্ধুগণ, আমরা এ সব কথা বললেও তোমাদের সম্পর্কে আমাদের এই বিস্বাস আছে যে তোমাদের অবস্থা এর চেয়ে ভাল এবং পরিত্রাণ লাভের অনুকূল। 10কারণ ঈশ্বর এমন অবিচার করবেন না যে, তোমরা অতীতে তাঁর ভক্তদের যে সেবা করেছ এবং এখনও করছ ও তার দ্বারা তাঁর প্রতি যে ভালবাসা প্রকাশ করেছ তা তিনি ভুলে যাবেন।#হিব্রু 10:30-34; ২ তিম 1:18 11আমরা চাই, তেআমরা প্রত্যেকে তোমাদের প্রত্যাশা পূর্ণ না হওয়া পর্যন্ত সমান আগ্রহ বজায় রাখ।#হিব্রু 3:14; ফিলি 1:6 12তোমরা শিথিল হয়ো না, বরং যাঁরা বিশ্বাস ও ধৈর্য অবলম্বন করে প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেছেন তাঁদের আদর্শ অনুকরণ কর।#হিব্রু 10:36; 13:7
ঈশ্বরের নিশ্চিত প্রতিশ্রুতি
13ঈশ্বর যখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করলেন তখন নিজের নামেই শপথ করলেন কারণ তাঁর চেয়ে মহত্তর কেউ ছিল না যার নামে তিনি শপথ করতে পারেন।#আদি 22:16-17 14তিনি বলেছিলেন, আমি নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করব, বহুগুণে তোমার বংশবৃদ্ধি করব। 15সেই অনুসারে অব্রাহাম ধৈর্য ধরে প্রতীক্ষা করার পর প্রতিশ্রুত আশীর্বাদ লাভ করেলন। 16মানুষ নিজের চেয়ে মহত্তর কারও নামে দিব্য করে এবং তার দ্বারা তাদের সমস্ত তর্কের নিষ্পত্তি হয়।#যাত্রা 22:10-11 17ঈশ্বরও তেমনি তাঁর প্রতিশ্রুত আশীর্বাদের উত্তরাধিকারীদের কাছে তাঁর সঙ্কল্প যে অপরিবর্তনীয় সে কথা যখন আরও সুস্পষ্ট ভাবে প্রকাশ করতে ইচ্চুক গলেন তখন তিনি শপথের দ্বারা সেই প্রতিশ্রুতি সুনিশ্চিত করলেন। 18সুতরাং এই দুটি বিষয় অপরিবর্তনীয় এবং এই বিষয়ে মিথ্যাচরণ করা ঈশ্বরের পক্ষে অসম্ভব। এরই দ্বারা আমরা তাঁর শরণাগত, আমরা সুদৃঢ় আশ্বাস লাভ করে আগামী প্রত্যাশা সম্পর্কে সুনিশ্চিত হই।#গণনা 23:19; ১ শমু 15:29; রোমীয় 5:5; তীত 1:2 19এই প্রত্যাশাই আমাদের অবলম্বন, সুদৃঢ় ও নিরাপদ নোঙ্গরের মত আমাদের জীবনকে ধারণ করে আছে। এই প্রত্যাশা যবনিকার অন্তরাল ভেদ করে ঈশ্বরের মন্দিরের মহাপবিত্র স্থানে প্রবেশ করে,#লেবীয় 16:2,12-15; মথি 27:51 20যেখানে আমাদের অগ্রগামীরূপে যীশু প্রবেশ করেছেন এবং মেলকিষেদেকের সমমর্যাদাভুক্ত প্রধান পুরোহিতরূপে চিরকালের জন্য প্রতিষ্ঠিত হয়েছেন।#হিব্রু 4:14; 5:6
Currently Selected:
হিব্রু 6: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.