হিব্রু 10
10
প্রকৃত প্রায়শ্চিত্ত
1ইহুদীদের বিধিবিধান আগামী উত্তম বিষয়গুলির ছায়া মাত্র তা প্রকৃত বিষয়ের পূর্ণরূপ নয়। সেইজন্যই বিধিবিধান অনুযায়ী বছরের পর বছর একই ভাবে যে বলি উৎসর্গ করা হয় তা উপাসকদের সিদ্ধি দান করতে পারে না।#হিব্রু 8:5; 7:19; 9:9; কল 2:17 2যদি তা পারত তবে সেই বলিদান কি বন্ধ হত না? কারণ উপাসকেরা একবার সম্পূর্ণভাবে শুচি হলে পাপ সম্পর্কে কোন চেতনা তাদের আর থাকত না। 3কিন্তু ঐসব বলি বছরের পর বছর পাপের কথা স্মরণ করিয়ে দেয়,#লেবীয় 16:34 4কারণ বৃষ কিম্বা ছাগের রক্ত কখনও পাপাস্খালন করতে পারে না।
5এই জন্যই জগতে আবির্ভূত হওয়ার সময় তিনি বলেছেনঃ “বলিদান ও নৈবেদ্য তুমি চাওনি, আমার জন্য তুমি প্রস্তুত করেছ এই দেহ,#গীত 40:6-8
6পূর্ণাহুতি ও পাপস্খালত বলিতেসন্তোষ নেই তোমার।
7তখন আমি বললাম, এই যে আমি,শাস্ত্রে যেমন আমার বিষয়ে লেখা হয়েছে –তেমনি হে ঈশ্বর, আমি এসেছিতোমার ইচ্ছা পালন করতে।”
8প্রথমে তিনি বলেছেন, ‘বলিদান, নৈবেদ্য, পূর্ণাহুতি কিম্বা পাপস্খালক বলি তুমি চাওনি, তাতে তোমার সন্তোষ নেই’ (যদিও এ সবই বিধিব্যবস্থা অনুযায়ী উৎসর্গ করা হয়)। 9তারপরে তিনি বলছেন, ‘আমি এসেছি তেআমার ইচ্ছা পালন করতে’। তিনি প্রথম বিষয়টি বর্জন করলেন দ্বিতীয়টি প্রতিষ্ঠা করার জন্য। 10ঈশ্বরের সেই ইচ্ছা অনুসারেই যীশু খ্রীষ্টের দেহ চিরকালের মত একবার উৎসর্গ করা হয়েছে বলেই আমরা শুচিশুদ্ধ হয়েছি।#হিব্রু 9:12-28; যোহন 6:51; ১ থিষ 4:3
11প্রত্যেক পুরোহিত প্রতিদিন উপাসনায় ব্যাপৃত হয় এবং একই ধরণের বলি বার বার উৎসর্গ করে যা কখনও পাপের বন্ধন তেকে মুক্ত করতে পারে না।#যাত্রা 29:38; গণনা 28:3 12কিন্তু খ্রীষ্ট একবার মাত্র পাপস্খালক বলি চিরতরে উৎসর্গ করে ঈশ্বরের দক্ষিণে পার্শ্বে উপবেশন করেছেন এবং 13অপেক্ষা করছেন যে পর্যন্ত শত্রুরা তাঁর পদানত না হয়।#গীত 110:1; হিব্রু 1:13 14কারণ এইভাবে যারা শুচিশুদ্ধ হয় একবার মাত্র বলি উৎসর্গের দ্বারা তিনি তাদের চিরতরে সিদ্ধি দান করেছেন।
15পবিত্র আত্মা এ বিষয়ে আমাদের কাছে সাক্ষ্য দিচ্ছেন, তিনি আগে বলেছিলেন,
16‘প্রভু বলেন, সেই কালের শেষেআমি তাদের সঙ্গে সন্ধি স্থাপনেরএই শর্ত স্থির করব,আমি আমার সমস্ত বিধানপ্রতিষ্ঠিত করব তাদের অন্তরে,তাদের হৃদয় ফলকে করব উৎকীর্ণ।#হিব্রু 8:8-11; 13:14; যির 31:33
17তাদের পাপ ও উচ্ছৃঙ্খলতাআর কখনও স্মরণ করব না।#হিব্রু 8:12; যির 31:34 18যেখানে এ সবই ক্ষমা করা হয় সেখানে পাপস্খালক বলি উৎসর্গের আর প্রয়োজন হয় না।
অবিচল বিশ্বাস
19সুতরাং বন্ধুগণ, যীশুর আত্মবলিদানের রক্তের গুণে আমরা এখন মহাপবিত্র স্থানে প্রবেশ করার অধিকার পেয়েছি। কারণ যীশু জীবনময় মন্দিরের যবনিকার অন্তরাল ভেদ করে, তাঁর মানবসত্তার মধ্য দিয়ে#মথি 27:51 20এক নূতন পথ উন্মুক্ত করেছেন।#হিব্রু 9:8 21তাছাড়া ঈশ্বরের বন্ধুদের জন্য নিযুক্ত একজন প্রধান পুরোহিত যখন আমাদের রয়েছেন, 22তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।#যিহি 36:25; ১ করি 6:11; ইফি 5:26 23অবিচলভাবে আমাদের প্রত্যাশার কথা ব্যক্ত করি, কারণ যিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নির্ভরযোগ্য।#হিব্রু 4:14 24এস আমরা পরস্পরের জন্য চিন্তা করি যেন সকলকে ভালবাসা এবং ভাল কাজে অড়ুপ্রাণিত করতে পারি।#হিব্রু 13:1 25কেউ কেউ যেমন সভায় সম্মিলিত হতে চায় না, অবহেলা করে, আমরা যেন তেমন না করি, বরং পরস্পরকে আরও বেশী উৎসাহ দিই, বিশেষ করে যখন দেখতেই পাচ্ছি যে প্রভুর বিচারের দিন ক্রমশই এগিয়ে আসছে।#হিব্রু 3:13; রোমীয় 8:34
26সত্যের পরিচয় লাভ করার পর যদি আমরা স্বেচ্ছায় পাপ করি তাহলে সেই পাপ স্খালনের জন্য কোন বলিদানের ব্যবস্থা নেই।#হিব্রু 6:4-8; ২ পিতর 2:21; ১ যোহন 5:16 27থাকে শুধু বিচারের ভয়াবহ প্রতীক্ষা এবং বিদ্রোহীদের গ্রাস করার জন্য নির্দিষ্ট অগ্নিরর প্রচণ্ড দহন।#যিশা 26:11 28মোশির বিধান যে লঙ্ঘন করে, দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় নির্দয় মৃত্যুদণ্ডে সে দণ্ডিত হয়।#গণনা 15:30; 35:30; দ্বি.বি. 17:6 29তাহলে ঈশ্বরের পুত্রকে যে চরম অগ্রাহ্য করেছে তার দশা কি হবে? যাঁর রক্তে ঈশ্বরের সঙ্গে তার সম্বন্ধ স্থাপিত হয়েছে, যাঁর দ্বারা সে পবিত্রীকৃত হয়এছে, সেই রক্ত যে তুচ্ছ করেছে এবং ঈশ্বরের অনুগ্রহদায়ী আত্মার অবমাননা যে করেছে তার দণ্ড আরও কতই না বেশী কঠোর হবে।#যাত্রা 24:8; ১ করি 11:27; হিব্রু 2:3; 12:25 30কারণ ‘প্রতিশোধ নেওয়ার অধিকার আমার, আমিই প্রতিফল দেব’ —এ কথা কে বলেছেন আমরা জানি। তিনি আরও বলেছেন, প্রভুই তাঁর প্রজাদের বিচার করবেন।#দ্বি.বি. 32:35-36; রোমীয় 12:19; গীত 135:14 31জাগ্রত ঈশ্বরের বিচারের সম্মুখীন হওয়া অত্যন্ত ভয়াবহ।*
32তোমাদের আগেকার অবস্থা তোমরা স্মরণ কর। ঈশ্বরের আলোক লাভ করার পর তোমরা কঠোর সংগ্রামে অনেক দুঃখকষ্ট বরণ করেছিলে,#ফিলি 1:30 33কখনও কখনও তোমরা জনসাধারণের সামনে লাঞ্ছিত অপমানিত হয়েছ। কখনও বা এভাবে নির্যাতিত লোকদের প্রতি তোমরা সহানুভূতি দেখিয়েছ।#১ করি 4:9 34বন্দীদের প্রতি তোমরা সমবেদনা প্রকাশ করেছ। মহত্তর ও স্থায়ী এক সম্পদ তোমাদের আছে এ কথা জেনে তোমরা তোমাদের পার্থিব সহায় সম্পদের লুণ্ঠন হাসিমুখে মেনে নিয়েছ।#মথি 6:20 35সেইজন্যই তোমরা সাহস হারিও না কারণ এর জন্য রয়েছে মহামূল্য পুরস্কার।#হিব্রু 11:6-26 36তোমরা ঈশ্বরের ইচ্ছা পালন করে প্রতিশ্রুত ফল যদি লাভ করতে চাও তাহলে তোমাদের ধৈর্য ধারণ করতে হবে।#হিব্রু 6:12; 12:1; লুক 21:9; রোমীয় 12:12 37কারণ শাস্ত্রে লেখা আছে,
‘আর ক্ষণকাল মাত্র, ক্ষণকাল পরেই আসবেন তিনি,
যাঁর আবির্ভাব সুনিশ্চিত,তিনি বিলম্ব করবেন না,#হবক্ 2:3; ১ করি 16:22; ফিলি 4:5; যাকোব 5:8
38আর আমার ধার্মিক দাসবিশ্বাসের জোরেই বাঁচবে।
যে এ পথ ত্যাগ করে চলে যাবে,
আমি অপ্রসন্ন হব তার প্রতি।’#হবক্ 2:4; রোমীয় 1:17; গালা 3:11
39যারা ফিরে চলে যায় ও ধ্বংস হয় আমরা তাদের দলে নই, আমাদের বিশ্বাস অবিচল, সেই জন্যই আমরা বাঁচব।#১ থিষ 5:9
Currently Selected:
হিব্রু 10: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.