আদিপুস্তক 49
49
পুত্রদের সম্বন্ধে যাকোবের ভবিষ্যদ্বাণী ও আশীর্বাদ
1যাকোব পুত্রদের ডেকে বললেন, তোমরা একত্র হও, ভবিষ্যতে তোমাদের জীবনে যা ঘটবে আমি তা বলে দিচ্ছি।
2যাকোবের পুত্রগণ, সমবেত হও, শোন
তোমাদের পিতা ইসরায়েলের কথায়
কর্ণপাত কর।
3রূবেণ, তুমি আমার প্রথম সন্তান
আমার যৌবনের প্রথম ফসল,
গৌরবে তুমি সবার প্রধান,
পরাক্রমে প্রবলতম,
4বন্যার মত দুর্বার,
তবুও প্রাধান্য লাভ করবে না তুমি
কারণ তুমি উঠেছিলে তোমার পিতার পালঙ্কে,
কলুষিত করেছ আমার শয্যা।
5শিমিয়োন ও লেবি দুই সহোদর,
দৌরাত্ম্যের জন্যই তাদের অস্ত্রধারণ।
6আমি শুনব না ওদের গোপন পরামর্শ,
যোগ দেব না ওদের দলে।
ক্রোধের বশে ওরা করেছে নরহত্যা।
খেলার ছলে বৃষকে করেছে পঙ্গু।
7অভিশপ্ত হোক ওদের ক্রোধ,
যা এত প্রচণ্ড,
শাপগ্রস্ত হোক ওদের রোষ
যা এত নিষ্ঠুর।
আমি তাদের ছড়িয়ে দেব যাকোবের দেশে,
ইসরায়েলীদের মাঝে তাদের করব বিক্ষিপ্ত।
8যিহুদা, তোমার ভাইয়েরা করবে
তোমার স্তুতি,
শত্রুদের তুমি রাখবে বশে,
তোমার ভাইয়েরা নত হবে তোমার কাছে।
9সিংহশাবক যিহুদা,
বৎস, শিকার করে ফিরেছ তুমি,
সিংহের মতই তুমি ওৎ পেতে আছ।
সুপ্তা সিংহীর মত সে, কে তাকে জাগাবে?#গণনা 24:9; প্রকা 5:5
10যিহুদার হাত থেকে রাজদণ্ড,
তার ক্রোড় থেকে শাসনদণ্ড
কখনও হবে না বিচ্যুত
যতদিন না হয় প্রকৃত অধিকারীর আগমন
তাঁরই বশ্যতা স্বীকার করবে জাতিবৃন্দ।
11দ্রাক্ষালতায় সে বেঁধে রাখবে আপন গর্দভ,
সেরা দ্রাক্ষাকুঞ্জে বাঁধা থাকবে তার গর্দভশাবক।
দ্রাক্ষারসে ধৌত তার বসন
রক্তিম দ্রাক্ষানির্যাসে সিক্ত তার পরিচ্ছদ।
12দ্রাক্ষামদিরার চেয়ে রক্তিম তার আঁখি,#49:12 দ্রাক্ষামদিরা … দন্তরাজি = অথবা দ্রাক্ষামদিরা পানে রক্তিম তার আঁখি/দুগ্ধ পানে শুভ্র তার দন্তরাজি।
দুগ্ধের চেয়ে শুভ্র তার দন্তরাজি।
13সবুলুনের বসতি হবে সমুদ্র উপকূলে,
তার বেলাভূমি হবে সাগরগামী জাহাজের বন্দর,
সীদোন পর্যন্ত বিস্তৃত হবে তার সীমানা।
14ইষাখর যেন বলিষ্ঠ গর্দভ,
খোঁয়াড়ের মধ্যে শুয়ে থাকে।
15সে দেখল তার বিশ্রামের জায়গাটি
বড় আরামের, দেশটিও বেশ মনোরম
তাই সে বোঝা বইবার জন্য পেতে দিল কাঁধ,
সে হল শ্রমজীবী ক্রীতদাস।
16ইসরায়েলীদের অন্যান্য গোষ্ঠীর মতই
দান হবে তার প্রজাদের বিচারপতি।
17দান পথের পাশে পড়ে থাকা সাপের মত,
রাস্তার ধারে লুকিয়ে থাকা বিষধর সে,
ছোবল মারে সে ঘোড়ার খুরে,
ঘোড়সওয়ার উলটে পড়ে পিছন দিকে।
18হে প্রভু পরমেশ্বর তোমার পরিত্রাণের
প্রতীক্ষায় রয়েছি আমি।
19গাদ আক্রান্ত হবে দস্যুদের দ্বারা,
কিন্তু সেও তাদের আক্রমণ করবে পিছন থেকে।
20আশের উৎপাদন করবে উৎকৃষ্ট খাদ্য সম্ভার,
সরবরাহ করবে সে রাজকীয় ভোজ্যবস্তু।
21নপ্তালি প্রসারণশীল তার্পিন তরু,
মনোরম শাখা বিস্তার করে সে।
22যোষেফ ঝর্ণার ধারে ফলন্ত বৃক্ষ,
প্রাচীর ডিঙিয়ে যায় তার শাখাগুলি।
23তীরন্দাজদের নিষ্ঠুর আক্রমণের লক্ষ্য হল
সে শরাঘাতে হল জর্জরিত
24কিন্তু তার ধনুক রইল অটুট
বাহুতে হল শক্তির সঞ্চার,
যাকোবের আরাধ্য বীরেশ্বর
ইসরায়েলের যিনি পালক ও আশ্রয়গিরি,
তাঁরই পরাক্রমে
25তোমার পিতার আরাধ্য ঈশ্বরের দ্বারা,
সর্বশক্তিমান ঈশ্বরের দ্বারা,
তিনি হবেন তোমার সহায়।
তিনিই করবেন তোমাকে আশীর্বাদ-
ঊর্ধ্বে আকাশ থেকে বর্ষিত,
নিম্নে বিস্তৃত জলধি থেকে উৎসারিত,
স্তন ও গর্ভ থেকে নিঃসৃত সকল আশিসে।
26তোমার পিতার আশীর্বাদ
শাশ্বত গিরিশ্রেণীর আশিসের চেয়ে,
চিরস্থায়ী পর্বতমালার সম্পদের চেয়েও শ্রেয়।
সে সবই বর্ষিত হবে যোষেফের শিরে
ভ্রাতৃগণের মধ্যে পৃথক ভাবে উৎসর্গিত যে
তারই ললাটে।
27বিন্যামীন যেন হিংস্র নেকড়ে বাঘ
সকালে সে গ্রাস করে শিকার,
সন্ধ্যায় ভাগ করে নেয় লুঠের অংশ।
28এরাই হচ্ছে ইসরায়েলীদের বারো গোষ্ঠী। তাদের পিতা আশীর্বাদ করার সময় তাদের সম্পর্কে এই সব কথা বলেছিলেন। তিনি প্রত্যেককে যথাযোগ্য আশীর্বাদ করছিলেন।
যাকোবের মৃত্যু
29এর পরে তিনি তাদের নির্দেশ দিলেন, আমি আমার পিতৃপুরুষদের সঙ্গে মিলিত হতে চলেছি। 30হিত্তীয় এফ্রোনের জমিতে যে গুহায় আমার পিতৃপুরুষদের কবর আছে সেখানে আমাকে কবর দিও। কনান দেশে মাম্রের পূর্ব দিকে মক্পেলার প্রান্তরে সেই গুহা।#আদি 23:3-20 31অব্রাহাম সমাধিভূমির জন্য জমিসমেত ঐ গুহাটি হিত্তীয় এফ্রোনের কাছ থেকে কিনেছিলেন। অব্রাহাম ও তাঁর স্ত্রী সারাকে সেখানে কবর দেওয়া হয়েছিল। ইস্হাক ও তাঁর স্ত্রী রেবেকাকেও সেখানে কবর দেওয়া হয়েছে। আমি লেয়াকে সেখানে কবর দিয়েছি।#আদি 25:9-10; 35:29 32সেখানকার জমি ও গুহাটি হিত্তীয়দের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল।
33যাকোব তাঁর পুত্রদের উক্ত নির্দেশ দিয়ে শয্যা গ্রহণ করলেন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন।#প্রেরিত 7:15
Currently Selected:
আদিপুস্তক 49: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.