YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 4

4
জেরুশালেম নগরীর প্রতীকী অবরোধ
1ঈশ্বর বললেনঃ হে মর্ত্যমানব, একটা মাটির ফলক নিয়ে এস। তার উপরে জেরুশালেমের ছবি আঁক। 2তারপর অবরোধের ঘটনা দেখানোর জন্য তার চারিদিকে পরিখা, বুরুজ (মাটির উঁচু ঢিবি), শিবির এবং প্রাচীর ভাঙ্গার যন্ত্রপাতি আঁক। 3এবার একটা লোহার পাত নিয়ে তোমার ও জেরুশালেমের ছবির মাঝখানে প্রাচীরের মত স্থাপন কর এবং তার দিকে মুখ করে থাক। এতে বোঝা যাবে, নগর অবরুদ্ধ হয়েছে, তুমিই যেন তার অবরোধকারী। ইসরায়েল জাতির কাছে এ হবে প্রতীক চিহ্ন।
4-5এবার বাঁ দিকে কাত হয়ে শোও। আমি তোমার উপর ইসরায়েল জাতির অপরাধ বর্তাব। 390 দিন তুমি সেইভাবেই থাকবে এবং তাদের অপরাধের এক একটি বছরের জন্য এক একটি দিন দণ্ডভোগ করবে। 6এই পর্ব শেষ হলে তুমি ডান দিকে ফিরে শোবে। এবার তোমাকে যিহুদীয়ার অপরাধের জন্য চল্লিশ দিন দণ্ডভোগ করতে হবে। তাদের জন্য দণ্ডভোগের একটি বছর হবে একটি দিনের সমান।
7জেরুশালেমের অবরোধের চিত্রের দিকে চেয়ে থাক। নগরীর দিকে মুষ্টিবদ্ধ হাত আন্দোলিত কর এবং নগরীর বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী কর। 8অবরোধের পালা শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে বেঁধে রাখব যাতে তুমি পাশ ফিরতে না পার।
9এবার কিছু গম, যব, মাষকলাই, মুসুরী, জোয়ার-বাজরার আটা নিয়ে একসঙ্গে মেখে রুটি তৈরী কর। যখন তুমি 390 দিন ধরে বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকবে তখন এই-ই হবে তোমার আহার্য। 10সারাদিনে কুড়ি শেকেল#4:10 বর্তমান হিসাব:230 গ্রাম। ওজনের রুটি তোমার জন্য বরাদ্দ হবে 11এবং জল খাবে এক হিনের ছয়ভাগের এক ভাগ#4:11 বর্তমান হিসাব: 0:6 লিটার অথবা 2 পেয়ালা। 12মানুষের শুকনো বিষ্ঠা দিয়ে আগুন জ্বেলে তুমি রুটি তৈরী করে খাবে। এমন জায়গায় এ কাজ করবে যেন সবাই তোমায় দেখতে পায়।
13ইসরায়েল জাতিকে আমি যখন নানা দেশে ছড়িয়ে দেব তখন তাদের এমনি অশুচি ও শাস্ত্র বিরুদ্ধভাবে খাওয়া-দাওয়া করতে হবে।
14আমি তখন বললাম: হে প্রভু পরমেশ্বর, এভাবে আমি নিজেকে অশুচি করতে পারব না। শিশুকাল থেকে আমি কখনও মরা জন্তু বা অন্য পশুর মারা জন্তুর মাংস খাইনি। অশুচি কোন খাবার আমি কোনদিন খাইনি।
15ঈশ্বর তখন বললেনঃ ঠিক আছে। তাহলে গোবরের ঘুঁটের আগুনে রুটি তৈরী করে খাওয়ার অনুমতি আমি তোমায় দিলাম।
16শোন মর্ত্যমানব, জেরুশালেমে খাবারের যোগান আমি বন্ধ করে দেব। সেখানকার মানুষ দুর্দশায় জর্জরিত হবে। ভয়ে, সংশয়ে রুটি, জল মেপে মেপে খাবে। 17তারপর একসময় তাদের খাদ্য পানীয় সব শেষ হয়ে যাবে। হতাশায় তারা বিমূঢ় হয়ে পড়বে। পাপের ফলে এমনি করে একদিন তারা শুকিয়ে মরে যাবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in