YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 6

6
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, ফারাও এর কি দশা আমি করি তা তোমরা এবার দেখতে পাবে। সে ইসরায়েলীদের মুক্তি দিতে বাধ্য হবে। এমন কি তাদের বিতাড়নের জন্য সে নিজেই ব্যস্ত হয়ে উঠবে। 2ঈশ্বর মোশিকে বললেন, আমি সেই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর#6:2 দ্রষ্টব্য : যাত্রা: 3 অধ্যায়ের পাদটীকা। #আদি 17:1; 28:3; 35:11; যাত্রা 3:13-153অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে সর্বশক্তিমান ঈশ্বররূপে দর্শন দিয়েছিলাম। আমার এই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর নাম আমি তাদের কাছে ব্যক্ত করি নি। 4আমি তাদের কাছে সত্যবদ্ধ হয়েছিলাম যে তারা যে দেশে প্রবাসী ছিল সেই কনান দেশ আমি তাদের দেব। 5মিশরীদের দাসত্বশৃঙ্খলে আবদ্ধ ইসরায়েলীদের আর্তনাদ শুনে আমি সেই সত্যের কথা স্মরণ করছি। 6ইসরায়েলীদের তুমি বল, আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর শ্রম থেকে নিষ্কৃতি দেব। মিশরীদের দাসত্ব থেকে তোমাদের মুক্ত করব। আমার প্রসারিত বাহুর পরাক্রমে মিশরীদের চরম দণ্ড বিধান করে তোমাদের উদ্ধার করব। 7আমি তোমাদের নিজস্ব প্রজারূপে গ্রহণ করব, আমি হব তোমাদের ঈশ্বর। আর তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর নির্যাতন থেকে নিষ্কৃতি দিয়েছি। 8অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে যে দেশ দেওয়ার একান্ত শপথ করেছিলাম, সেই দেশের স্বত্বাধিকার তোমাদের দেব। আমিই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর।
9মোশি এ সমস্ত কথা ইসরায়েলীদের কাছে বললেন, কিন্তু দাসত্বের নিপীড়নে অধৈর্য হয়ে ইসরায়েলীরা মোশির কথায় কর্ণপাত করল না। 10প্রভু পরমেশ্বর মোশিকে আবার বললেন, 11তুমি মিশর-রাজ ফারাওকে গিয়ে বল যেন সে ইসরায়েলীদের এ দেশ ছেড়ে চলে যেতে দেয়। 12কিন্তু মোশি প্রভু পরমেশ্বরের কাছে নিবেদন করলেন, ইসরায়েলীরাই আমার কথা শুনল না, ফারাও কি অর আমার মত তোৎলা লোকের কথা শুনবেন?
13প্রভু পরমেশ্বর মোশি ও হারোণের সঙ্গে কথা বলে তাঁদের নির্দেশ দিলেন যেন তারা মিশররাজ ফারাও-এর কাছে যান এবং ইসরায়েলীদের উদ্ধার করার ব্যবস্থা করেন।
মোশি ও হারোণের বংশপরিচয়
14নিম্নলিখিত ব্যক্তিরা বিভিন্ন কুল ও গোষ্ঠীর প্রধান। ইসরায়েলের জ্যেষ্ঠপুত্র রুবেণের সন্তান: হনোক, পল্লু, হিষ্‌রোণ ও কর্মি। এরা রুবেণের গোষ্ঠী।
15শিমিয়োনের সন্তান: যিমুয়েল, যামিন, ওহাদ, যাখিন, সোহর এবং কনানী স্ত্রীর পুত্র শৌল। এরা শিমিয়োনের গোষ্ঠী।
16জন্মের ক্রম অনুযায়ী লেবির সন্তানদের নাম: গের্শোন, কোহাৎ ও মরারি। লেবি একশ’ সাঁইত্রিশ বছর বেঁচে ছিলেন।#গণনা 3:17-20; 26:57-58; ১ করি 6:16-19
17গের্শোনের সন্তান: লিব্‌নি, শিমিয়ি ও তাদের পরিবারবর্গ।
18কোহাৎ-এর সন্তান: অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েল। কোহাৎ একশ’ তেত্রিশ বছর বেঁচেছিলেন।
19মরারির সন্তান: মহলি ও মুশি। বংশাবলি অনুসারে এঁরা লেবির গোষ্ঠী।
20অম্রম তাঁর পিসিমা যোকেবেদকে বিবাহ করেছিলেন। এঁরই গর্ভে হারোণ ও মোশির জন্ম হয়। অম্রম একশ সাঁইত্রিশ বছর বেঁচে ছিলেন।
21যিষ্‌হরের সন্তান: কোরহ্, নেফেগ ও সিক্রি।
22উষিয়েলের সন্তান: মিশায়েল, ইলসাফন ও সিথ্রি।
23হারোণ বিবাহ করেছিলেন ইলিশেবাকে। ইনি ছিলেন অম্মিনাদবের কন্যা ও নাহ্‌শোনের ভগিনী। এঁর গর্ভে নাদব, অবিহু, ইলিয়াসর ও ইথামরের জন্ম হয়।
24কোরহের সন্তান: আসির, ইল্‌কানা ও অবিয়াসফ। এঁরা কোরহ‌্‌র গোষ্ঠী।
25হারোণের পুত্র ইলিয়াসর পুটিয়েলের এক কন্যাকে বিবাহ করেছিলেন। এঁর গর্ভে পিনহসের জন্ম হয়। এঁরাই লেবিকুলের বিভিন্ন গোষ্ঠীর প্রধান।
26হারোণ ও মোশি, এই দুজনকেই প্রভু পরমেশ্বর ইসরায়েলী গণবাহিনীকে সংগঠিত করে মিশর থেকে উদ্ধার করে আনার নির্দেশ দিয়েছিলেন। 27এঁরাই সেই মোশি ও হারোণ, যাঁরা মিশররাজ ফারাও-এর কাছে ইসরায়েলীদের মিশর থেকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন।
মোশি ও হারোণকে ঈশ্বরের আদেশ
28-29মোশি যখন মিশরে ছিলেন তখন প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, আমি প্রভু পরমেশ্বর, আমি তোমাকে যা বলছি, তুমি গিয়ে মিশর রাজ ফারাওকে সব কথা বলবে। 30মোশি প্রভু পরমেশ্বরের কাছে আবার নিবেদন করলেন, আমি তোৎলা, ফারাও কি আমার কথা শুনবেন?

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in