YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 25

25
সম্মিলন শিবির ও তার আসবাবপত্র নির্মাণের নির্দেশ
(যাত্রা 37:1-9)
1প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, 2ইসরায়েলীদের তুমি আমার উদ্দেশে অর্ঘ্য নিবেদন করতে বল। স্বেচ্ছায় যে যা নিবেদন করবে তা-ই তুমি আমার অর্ঘ্যরূপে গ্রহণ করবে। 3তাদের কাছ থেকে তুমি অর্ঘ্যস্বরূপ সোনা, রূপো, পিতর, 4নীল, বেগুনী ও লাল সুতো, ক্ষৌমবস্ত্র, ছাগলের লোম, 5ভেড়ার পাকানো চামড়া, শুশুকের চামড়া, শিটিম কাঠ, 6প্রদীপের তেল, অভিষেকের তেল, সুগন্ধি ধূপের জন্য গন্ধ দ্রব্য, 7এফোদ#25:7 এফোদ = যাজকের পরিধেয় পবিত্র পোষাক। ও রক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ ও অন্যান্য মণি গ্রহণ করবে। 8তাদের মাঝে আমার বসতির জন্য তারা যেন আমার উদ্দেশে একটি পবিত্র আবাস নির্মাণ করে। 9সেই শিবির ও তার আসবাবপত্র ও সাজসরঞ্জামের যে নক্‌শা আমি তোমাকে দেখাব, সেই মত তুমি সব কিছু তৈরী করবে।
চুক্তি সিন্দুক
(যাত্রা 37:10-16)
10তোমরা শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করবে। সেটি হব আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া এবং দেড় হাত উঁচু। 11তার ভিতরে ও বাইর এতুমি নিখাদ সোনা দিয়ে মুড়ে দেবে এবং উপরে চারিধারে সোনার বেড় লাগিয়ে দেবে। 12চারটি সোনার আঙটা ঢালাই করে তুমি তা চার পায়াতে জুড়ে দেবে। সেটার দুই ধারে দুটি করে আঙটা থাকবে। 13শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে তুমি সেগুলি সোনা দিয়ে মুড়ে দেবে। 14সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি ঐ দণ্ড দুটি সিন্দুকের দুই দিকের আঙটাতে লাগিয়ে দেবে।
15দণ্ড দুটি সিন্দুকের আঙটায় লাগানো থাকবে, কখনও বার করা হবে না। 16আমি তোমাকে আমার দশ অনুশাসন সংবলিত যে প্রস্তরফলক দেব, তা তুমি ঐ সিন্দুকে রাখবে।
17তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি আবরণ তৈরী করবে। এই আবরণটি হবে পাপ আচ্ছাদক আবরণ।#হিব্রু 5:9 18তার দুই প্রান্তে পেটাই সোনা দিয়ে দুটি করূব#25:18 করূব = স্বর্গদূত বিশেষ। মূর্তি গড়বে। 19মূর্তি দুটি আবরণের সঙ্গে সংলগ্ন থাকবে। 20করূব দুটির পাখা উপরের দিকে বিস্তার করা থাকবে এবং তার দ্বারা তারা আবরণটি ঢেকে রাখবে। তারা মুখোমুখি থাকবে এবং তাদের দৃষ্টি আবরণের উপর নিবন্ধ থাকবে।
21এই আবরণটি তুমি সিন্দুকের উপরে স্থাপন করবে এবং আমি তোমাকে দশ অনুশাসন খোদিত যে প্রস্তরফলক দেব তা তুমি ঐ সিন্দুকের মধ্যে রাখবে। 22আমি সেখানে তোমাকে দর্শন দেব। উপরে স্থাপিত দশ অনুশাসন সংবলিত সন্দুকের আবরণের সঙ্গে সংলগ্ন দুই করূব মূর্তির মাঝখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলব এবং ইসরায়েলীদের প্রতি আমার সকল নির্দেশ তোমাকে জানিয়ে দেব।
নৈবেদ্যের বেদী
(যাত্রা 37:10-16)
23তুমি শিটিম কাঠের একটি বেদী তৈরী করবে। সেটি হবে দুহাত লম্বা, একহাত চওড়া এবং দেড় হাত উঁচু। 24খাঁটি সোনা দিয়ে এটি মুড়বে এবং এর চারিধারে সোনার পাটি লাগিয়ে দেবে। 25এর চারিদিকে তুমি চার আঙুল চওড়া একটি বেড় তৈরী করে দেবে এবং তার চারিধারে সোনা পটি লাগাবে। 26চারটি সোনার আঙটা তৈরী করে বেদীর চার কোণে চারটি পায়ার সঙ্গে জুড়ে দেবে। 27বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি এই আঙটাগুলির মধ্য পরিয়ে দিতে হবে এবং এই আঙটাগুলি বেড়ের কাছে লাগানো থাকবে।
28বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি শিটিম কাঠের হবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়তে হবে। 29তুমি পানীয় নৈবেদ্য উৎসর্গের জন্য থালা, বাটি ও কলস তৈরী করবে। এগুলি সবই খাঁটি সোনা দিয়ে গড়তে হবে। 30আমার উদ্দেশে সর্বদা এই বেদীর উপরে ভোগ নৈবেদ্যের#25:30 প্রাচীন অনুবাদ: ‘দর্শন রুটি’। রুটি রাখতে হবে।#লেবীয় 24:5-8; মথি 12:4; লুক 6:3-4
দীপাধার
(যাত্রা 37:27-28)
31তুমি নিখাদ সোনা দিয়ে একটি দীপাধার তৈরী করবে সোনার পুরু পাত দিয়ে দীপাধারের তলদেশ, কাণ্ড ও শাখা তৈরি করবে। কুঁড়ি সমেত ফুল কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে গড়বে। 32দীপাধারের দুইদিকে তিনটি করে ছয়টি শাখা থাকবে। 33এই ছয়টি শাখার প্রত্যেকটিতে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত একটি করে পাত্র থাকবে। 34দীপাধারের কাণ্ডে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত চারটি পাত্র থাকবে। 35দীপাধার থেকে নির্গত ছয়টি শাখার প্রত্যেক জোড়ার নীচে একটি করে কুঁড়ি থাকবে। 36কুঁড়ি ও শাখাগুলি কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে জোড়া থাকবে। এক খণ্ড সোনার পাত দিয়ে এগুলি গড়তে হবে। 37দীপাধারের জন্য সাতটি প্রদীপ তৈরী করবে এবং দীপাধারের উপরে স্থাপন করবে। প্রদীপগুলি জ্বালানো হলে সম্মুখভাগ আলোকিত হবে। 38দীপাধারের চিমটা ও ছাইদান খাঁটি সোনা দিয়ে তৈরী করবে। 39এক তালন্ত পরিমাণ#25:39 এক তালন্ত সোনা = বর্তমানে প্রায় দেড় মণ ওজনের সমান। সোনা দিয়ে দীপাধার ও তার যাবতীয় সরঞ্জাম তৈরী করবে। 40পর্বতের উপরে তোমাকে এগুলির যে নকশা দেখানো হল ঠিক সেই অনুযায়ী তুমি সবকিছু তৈরী করবে।#প্রেরিত 7:44; হিব্রু 8:5

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in