YouVersion Logo
Search Icon

যাত্রাপুস্তক 21

21
ক্রীতদাস সংক্রান্ত বিধি
1ইসরায়েলীদের মধ্যে তুমি এই বিধি প্রবর্তন করবে:
2তোমরা যদি কোন হিব্রু দাস কিনে আন, তাহলে সেই ক্রীতদাস ছয় বছর তোমাদের সেবা করবে। সপ্তম বছরে সে মুক্ত হবে, তার জন্য তাকে কোন মুক্তিপণ দিতে হবে না।#লেবীয় 25:39-46 3সে যদি একাই তোমাদের পরিবারে আসে, তবে যাওয়ার সময় সে একাই যাবে। কিন্তু সে যদি সস্ত্রীক এসে থাকে, তাহলে তার স্ত্রী তার সঙ্গে যাবে। 4যদি তার মনিব তার বিবাহ দেয় এবং সেই স্ত্রীর গর্ভে তার ছেলেমেয়ে হয়, তবে সেই স্ত্রী ও ছেলেমেয়েগুলি মনিবের বাড়িতেই থেকে যাবে, সে শুধু একাই চলে যাবে। 5যদি কোন ক্রীতদাস বলে, আমি আমার মনিবকে ভালবাসি, আমার স্ত্রী ও ছেলেমেয়েদেরও ভালবাসি, আমি মুক্ত হতে চাই না, তাহলে তার মনিব তাকে 6ঈশ্বরের এবং উপাসনার স্থানে নিয়ে যাবে। তাকে বাড়ির দরজা বা খুঁটির কাছে নিয়ে গিয়ে একটি সূঁচ দিয়ে তার কান ফুটো করে দেবে। তখন সে আজীবন তার মনিবের ক্রীতদাস হয়ে থাকবে।
7কেউ যদি তার কন্যাকে ক্রীতদাসীরূপে বিক্রি করে দেয়, তাহলে সেই দাসী কিন্তু ক্রীতদাসদের মত মুক্তিলাভ করবে না। 8তার মনিব যদি স্ত্রীরূপে গ্রহণ করার উদ্দেশ্যে তাকে কিনে থাকে, কিন্তু সে যদি তার মনিবকে সন্তুষ্ট করতে পারে, তাহলে মনিব তাকে মুক্তি অর্জনের সুযোগ দেবে। মনিব তাকে কোন বিদেশীর কাছে বিক্রি করতে পারবে না, তাহলে অন্যায় করা হবে। 9মনিব যদি তাকে পুত্রবধূরূপে গ্রণ করে, তাহলে সে তাকে কন্যার অধিকার দান করবে। 10সে অন্য স্ত্রী গ্রহণ করলেও প্রথমা স্ত্রীকে অন্নবস্ত্র ও দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। 11যদি মনিব তার দাসীর উক্ত তিনটি দাবী পূরণ না করে, তাহলে সে তাকে মুক্তি দিতে বাধ্য থাকবে, কিন্তু তার জন্য কোন অর্থ গ্রহণ করতে পারবে না।
প্রহার ও হত্যা সংক্রান্ত বিধি
12কারও আঘাতের ফলে কেউ যদি মারা যায়, তবে সেই ব্যক্তির অবশ্যই মৃত্যুদণ্ড হবে।#লেবীয় 24:17
13কিন্তু যদি তার হত্যার কোন উদ্দেশ্য না থাকে, আকস্মিকভাবে এই ঘটনা ঘটে যায়, তাহলে আমার নির্দিষ্ট স্থানে সে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে।#গণনা 35:10-34; দ্বি.বি. 19:1-13; যিহো 20:1-9 14কিন্তু কেউ যদি হিংসার বশে ছলনা করে তার প্রতিবেশীকে হত্যা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এমনকি সে যদি আমার বেদীতে গিয়ে আশ্রয়ও নেয়, তাহলেও এর অন্যথা হবে না।
15পিতা বা মাতাকে যে প্রহার করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।
16যদি কেউ মানুষ অপহরণ করে বিক্রি করে বা নিজের কাছে রাখে তাহলে তার প্রাণদণ্ড হবে।#দ্বি.বি. 24:7
17পিতা বা মাতাকে যে অভিশাপ দেবে তারও প্রাণদণ্ড হবে।#লেবীয় 20:9; মথি 15:4; মার্ক 7:10
18ঝগড়া বিবাদের সময় কেউ যদি কাউকে পাথর ছুঁড়ে মারে বা ঘুষি মেরে জখম করে এবং তার ফলে যদি সেই আহত ব্যক্তির মৃত্যু না হয়, যদি সে শুধু শয্যাশায়ী হয়ে থাকে, 19এবং পরে উঠে লাঠির সাহায্যে চলাফেরা করতে পারে তাহলে আঘাতকারীর কোন দণ্ড হবে না। সে শুধু আহত ব্যক্তির অযথা সময় নষ্টের জন্য ক্ষতিপূরণ দেবে ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শুধু আহত ব্যক্তির চিকিৎসার ব্যয় বহন করবে।
20যদি কেউ তার দাস ও দাসীকে লাঠি দিয়ে এমন প্রহার করে যে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই দণ্ডিত হবে। 21কিন্তু সে যদি দুই-একদিন বেঁচে থাকে, তাহলে মনিবের কোন দণ্ড হবে না, কারণ সে তারই সম্পত্তি। এভাবে সম্পত্তি নষ্ট হওয়ার ফলে তার যথেষ্ট ক্ষতি হয়েছে।
22মারামারির সময় কোন ব্যক্তি যদি গর্ভবতী কোন নারীকে আঘাত করে এবং তার ফলে তার গর্ভপাত হয়, কিন্তু তার আর কোন ক্ষতি না হয়, তাহলে দোষী সেই নারীর স্বামীর দাবী অনুযায়ী বিচারকদের দ্বারা নির্দিষ্ট জরিমানা দিতে বাধ্য থাকবে। 23কিন্তু কারও যদি অঙ্গহানি হয়, তাহলে তোমরা প্রাণের পরিবর্তে প্রাণ, 24চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা,#লেবীয় 24:19-20; দ্বি.বি. 19:21; মথি 5:38 25পোড়া দাগের বদলে পোড়া দাগ, ক্ষতের বদলে ক্ষত, কালশিরার বদলে কালশিরা — এই নীতিতে দণ্ড বিধান করবে।
26কেউ যদি আঘাত করে তার দাস বা দাসীর চোখ নষ্ট করে দেয়, তবে চোখের ক্ষতিপূরণ হিসাবে মালিক তাকে মুক্তি দেবে। 27যদি কারও আঘাতের ফলে তার দাস বা দাসীর দাঁত ভেঙ্গে যায়, তাহলে দাঁতের ক্ষতিপূরণ স্বরূপ মনিব তাকে মুক্তি দেবে।
28যদি কোন ষাঁড় কোন পুরুষ বা নারীকে গুঁতিয়ে মেরে ফেলে তাহলে সেই ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। তার মাংস খাওয়া চলবে না। ষাঁড়টির মালিক এর জন্য দায়ী হবে না। 29কিন্তু যদি ষাঁড়টির আগে থেকেই গুঁতানো অভ্যাস থাকে এবং যদি তার মালিককে এ বিষয়ে সাবধান করে দেওয়া সত্ত্বেও সে ষাঁড়টিকে বেঁধে না রাখে এবং সেই ষাঁড় কোন পুরুষ বা নারীকে মেরে ফেলে তাহলে ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে এবং তার মালিকেরও প্রাণদণ্ড হবে। 30তার দণ্ডমোচনের জন্য যদি কোন প্রায়শ্চিত্ত নির্ধারিত হয়, তাহলে তাকে তার প্রাণের পরিবর্তে নির্ধারিত ক্ষতিপূরণ পুরোপুরি দিতে হবে। 31ষাঁড়টি যদি কারও ছেলে বা মেয়েকে গুঁতোয়, তাহলে ঐ একই নীতিতে তার বিচার হবে। 32ষাঁড়টি যদি কারও দাস বা দাসীকে গুঁতিয়ে মারে তাহলে ষাঁড়ের মালিক ক্রীতদাসের মালিককে ত্রিশ শেকেল পরিমাণ রূপো ক্ষতিপূরণ দেবে, আর ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে।
33যদি কেউ কুয়োর মুখ খুলে রাখে, কিম্বা কুয়ো খুঁড়ে তার মুখ না ঢাকে 34এবং সেই কুয়োর মধ্যে কারও বলদ বা গাধা পড়ে মারা যায়, তাহলে কুয়োর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। পশুর মালিককে সে টাকা দেবে এবং মরা পশুটা তার হবে। 35যদি কারও ষাঁড় অন্য কারও ষাঁড়কে গুঁতিয়ে মারে, তাহলে জ্যান্ত ষাঁড়টি বিক্রি করে তার দাম দুই মালিক ভাগ করে নেবে, মরা ষাঁড়ের মাংসও দুজনে ভাগ করে নেবে। 36কিন্তু যদি জানা যায় যে ষাঁড়টির আগেও গুঁতানোর অভ্যাস ছিল এবং তার মালিক তাকে বেঁধে রাখেনি, তাহলে তার মালিককে ষাঁড়ের পরিবর্তে ষাঁড়ই ক্ষতিপূরণ দিতে হবে। মরা পশুটি তার প্রাপ্য হবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in