যাত্রাপুস্তক 15
15
ইসরায়েলীদের বিজয় গাথা
1মোশির সঙ্গে ইসরায়েলীরা তখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাইল এই গান:
মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর তাঁর উদ্দেশে আমি গাইব এ গান,
অশ্বসমেত আরোহীদের তিনি
নিক্ষেপ করেছেন সাগরে।#প্রকা 15:3
2প্রভুই আমার সহায় ও শক্তি,
তিনিই মুক্তিদাতা আমার,
তিনিই আমার ঈশ্বর,
আমি গাইব তাঁর জয়গান,
আমার পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তিনি,
আমি করব তাঁর গুণকীর্তন।#গীত 118:14; যিশা 12:2
3প্রভু অমিত বিক্রমী যোদ্ধা,
‘প্রভু’ তাঁর যর্থাথ নাম।
4ফারাও-এর রথ ও সৈন্যসামন্ত
তিনি নিক্ষেপ করেছেন সাগরে,
লোহিত সাগরে হয়েছে নিমজ্জিত
ফারাও-এর শ্রেষ্ঠ সেনানীকুল।
5অতল জলধি তাদের করল গ্রাস,
প্রস্তরখণ্ডের মতই তলিয়ে গেল তারা
6হে প্রভু পরমেশ্বর, মহাবলে বলীয়ান তোমার বাহু,
তোমারই বাহুবলে বিধ্বস্ত হয়েছে বৈরীদল।
7মহাবিক্রমে তোমার ভূপাতিত হল বিদ্রোহীরা,
তৃণের মতই হল দগ্ধ তোমার রোষানলে।
8তোমার ক্রুদ্ধ নিঃশ্বাসে স্তূপাকার হল জলরাশি,
প্রচীরের মত স্থাণু হয়ে রইল,
বহমান জলস্রোত,
জমাট বেঁধে গেল সুগভীর সমুদ্রের তলদেশ।
9শত্রু বলেছিল:
ওদের তাড়া করব, ধরে ফেলব,
লুটে নেব ওদের ধনসম্পদ,
যা খুশী তাই করব ওদের নিয়ে,
খাপ খোলা তরবারির আঘাতে
নিঃশেষে ধ্বংস করব ওদের।
10কিন্তু তুমি আবার বহালে তোমার নিঃশ্বাস,
ডুবে গেল তারা সাগরজলে।
সীসার মতই তলিয়ে গেল
উত্তাল তরঙ্গের উচ্ছ্বাসে।
11হে প্রভু পরমেশ্বর, দেবতাদের মাঝে
তোমার সমকক্ষ কে?
কে তোমার মত পবিত্র, গরীয়ান?
অলৌকিক কীর্তিমান, সম্ভ্রম ও স্তুতির যোগ্য?
12তুমি প্রসারণ করলে দক্ষিণ হস্ত,
আর মেদিনী তাদের করল গ্রাস।
13যাদের তুমি মুক্তিমূল্যে করেছ ক্রয়
অপার করুণায় তুমিই তাদের করছ চালনা,
আপন পরাক্রমে নিয়ে চলেছ তাদের
তোমার পবিত্র পীঠস্থানে।
14সকল জাতি একথা শুনে হল কম্পমান,
ফিলিস্তীয়াবাসীরা হল উদ্বেগে আকুল।
15ইদোমের নেতারা বিহ্বল,
কম্পজর্জর মোয়াবের যত বীরপুরুষ,
কনান নিবাসী সকলে ভয়ে হল মুহ্যমান।
16ভয় ও সন্ত্রাসে আচ্ছন্ন হল তারা,
মহাপরাক্রান্ত তোমার বাহুবলে
পাথরের মত হল নিশ্চল,
যতক্ষণ না হে প্রভু, পার হয়ে গেল
তোমার প্রজাকুল,
পার হয়ে গেল তোমার আপন জনেরা।
17তুমিই তাদের তুলে এনেছ,
রোপণ করেছ তোমার আপন পর্বতে
তোমারই সৃষ্ট বাসভূমে হে প্রভু পরমেশ্বর,
আপন হাতে গড়া তোমার মন্দিরে
হে প্রভু তুমি তাদের করেছ সংস্থাপন।
18প্রভুই করবেন রাজত্ব যুগে যুগে, চিরকাল।
19অশ্ব, অশ্বারোহী, রথসহ ফারাও-এর সৈন্যসামন্ত সমুদ্রগর্ভে নেমে গিয়েছিল। প্রভু পরমেশ্বর তখন সমুদ্রের জলরাশি ফিরিয়ে এনে তাদের নিমজ্জিত করলেন। ইসরায়েলীরা কিন্তু শুকনো মাটির উপর দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেল।
20হারোণের বোন মিরিয়াম ছিলেন সত্যদ্রষ্টা নবী। তিনি একটি মৃদঙ্গ হাতে নিলেন এবং তাঁর পিছনে অন্যান্য রমণীরা মৃদঙ্গের তালে নাচতে নাচতে বেরিয়ে এলেন, 21মিরিয়াম গান গাইতে লাগলেন,
মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর,
তাঁর উদ্দেশে গাও গান,
অশ্বসহ অশ্বারোহীদের তিনি
নিক্ষেপ করেছেন সাগরে
মারাহ্তে তিক্তজলের মিষ্ট জলে রূপান্তর
22মোশি ইসরায়েলীদের লোহিত সাগর থেকে শুরু প্রান্তরের দিকে পরিচালিত করলেন। প্রান্তরে তিন দিন চলার পরেও তারা জলের সন্ধান পেলেন না। 23পরে তারা মারাহ্ নামে একটি জায়গায় এসে পৌঁছাল। কিন্তু সেখানকার জল তারা পান করতে পারল না কারণ সেই জল ছিল তেতো। সেই জন্যই সেই জায়গার নাম হয়েছিল মারাহ্#15:23 মারাহ্= তিক্ত ।। 24ইসরায়েলীরা বিক্ষুব্ধ হয়ে মোশিকে জিজ্ঞাসা করল, আমরা এখন কি পান করব? 25মোশি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন, প্রভু তাঁকে একটি গাছ দেখিয়ে দিলেন। মোশি সেই গাছের ডাল জলে ফেলে দেওয়ার পর জল মিষ্টি হয়ে গেল। প্রভু পরমেশ্বর এইখানে ইসরায়েলীদের জন্য একটি স্থায়ী রীতি প্রবর্তন করলেন। এখানে তিনি তাদের পরীক্ষা করেও দেখলেন। 26তিনি বললেন, তোমরা যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ সম্পূর্ণভাবে পালন কর, আমার দৃষ্টিতে যা ন্যায়সঙ্গত তা-ই কর, আমার নির্দেশ মেনে চল এবং আমার সমস্ত বিধি পালন কর, তা হলে মিশরীদের যে সব ব্যাধি দিয়ে আমি আঘাত করেছিলাম, সেই সব ব্যাধির আক্রমণ আমি তোমাদের উপর ঘটতে দেব না। আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের আরোগ্যদাতা।
27এর পরে ইসরায়েলীরা এলিম-এ গিয়ে পৌঁছাল। সেখানে বারোটি ঝর্ণা ও সত্তরটি খেজুর গাছ ছিল। সেখানে জলের কাছাকাছি তারা শিবির স্থাপন করল।
Currently Selected:
যাত্রাপুস্তক 15: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.