যাত্রাপুস্তক 1
1
মিশরে ইসরায়েলীদের দাসত্ব ও দুর্দশা
1যাকোবের পুত্রেরা তাঁর সঙ্গে সপরিবারে মিশরে গিয়েছিলেন। এঁদের নাম:#আদি 46:8-27 2রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহুদা, 3ইষাখর, সবুলুন ও বিন্যামীন, 4দান, নপ্তালি, গাদ ও আশের। 5যাকোবের সন্তান-সন্ততি ও তাঁর বংশধরেরা ছিলেন সর্বমোট সত্তর জন#1:5 একটি প্রাচীন অনুবাদে পাওয়া যায় - 75 জন, আর যোষেফ মিশরেই ছিলেন।
6কালক্রমে যোষেফ, তাঁর ভাইয়েরা এবং সেই আমলের লোকজন সকলেই গত হলেন। 7ইসরায়েলীদের জন্মের হার ছিল খুবই বেশি। তাদের লোকসংখ্যা বৃদ্ধির ফলে তারা খুব শক্তিশালী হয়ে উঠল এবং সারা দেশে ছড়িয়ে পড়ল।#প্রেরিত 7:17
8পরবর্তীকালে মিশরে এক নতুন রাজার রাজত্ব শুরু হল, ইনি যোষেফ সম্পর্কে কিছুই জানতেন না।#প্রেরিত 7:18 9তিনি তাঁর প্রজাদের বললেন, ইসরায়েলীরা সংখ্যায় অনেক বেশী ও আমাদের চেয়ে শক্তিমান। 10তাদের সম্পর্কে আমরা যদি সতর্ক ব্যবস্থা অবলম্বন না করি তাহলে তারা আরও বেড়ে উঠবে এবং যুদ্ধের সময় শত্রুপক্ষে যোগদান করে আমাদেরই বিরুদ্ধে যুদ্ধ করবে আর এদেশ পরিত্যাগ করে চলে যাবে।#1:10 পাঠান্তর: এদেশের উপর রাজত্ব করবে#প্রেরিত 7:19
11তখন ইসরায়েলীদের উৎপীড়ন করার জন্য তাদের বাধ্যতামূলক কঠোর শ্রমের কাজে নিয়োগ করা হল এবং তাদের কাজকর্ম তদারক করার জন্য তদারককারী নিযুক্ত করা হল। এইভাবেই ফারাও-এর রসদপত্র মজুত রাখার জন্য পিথোম ও রামেসিস নগর গড়ে উঠল। 12কিন্তু তারা ইসরায়েলীদের যতই নির্যাতন করতে লাগল ততই তারা সংখ্যায় বৃদ্ধিলাভ করে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল, ফলে তারা মিশরীদের চক্ষুঃশূল হয়ে উঠল।
13তারা তখন নির্দয়ভাবে ইসরায়েলীদের খাটাতে লাগল। 14তারা তাদের কাদা করা, ইঁট তৈরী করা, এবং ক্ষেতের সবরকম কঠোর পরিশ্রমের কাজে লাগিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তুলল। এইভাবে সব ব্যাপারেই তারা তাদের সঙ্গে নির্মম ব্যবহার করত।
15একদিন শিফ্রা ও পুয়া নামে দুই জন হিব্রু ধাত্রীকে ডেকে মিশর রাজ আদেশ দিলেন, 16হিব্রু নারীদের প্রসব করানোর সময় তোমরা যদি দেখ পুত্রসন্তান হয়েছে তবে তাকে মেরে ফেলবে। আর যদি কন্যাসন্তান হয় তবে বাঁচিয়ে রাখবে।
17কিন্তু এই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, তাই তারা মিশররাজের আদেশ না মেনে পুত্র সন্তানদের জীবিত রাখত। 18মিশররাজ তখন সেই ধাত্রীদের তলব করলেন, ক্রুদ্ধস্বরে বললেন, তোমরা কেন এ কাজ করছ? কেন তোমরা পুত্র সন্তানদের মেরে ফেলছ না? 19ধাত্রীরা তাঁকে বলল, হিব্রু নারীরা মিশরী নারীদের মত নয়। তারা স্বাস্থ্যবতী, প্রসব বেদনা উঠলে ধাত্রী গিয়ে পৌঁছানোর আগেই তাদের প্রসব হয়ে যায়। 20ধাত্রীদের এই কাজের জন্য ঈশ্বর তাদের মঙ্গল করলেন। ইসরায়েলীরা সংখ্যায় বৃদ্ধিলাভ করে আরও শক্তিশালী হয়ে উঠল। 21ঐ ধাত্রীরা ঈশ্বরকে সম্ভ্রম করত বলে ঈশ্বর তাদের নিজস্ব সংসারে প্রতিষ্ঠিত করলেন।
22অবশেষে ক্রুদ্ধ ফারাও তাঁর প্রজাদের আদেশ দিলেন, তোমরা হিব্রুদের নবজাত পুত্রসন্তানদের নদীগর্ভে নিক্ষেপ করবে, কিন্তু কন্যাসন্তানদের জীবিত রাখবে।#প্রেরিত 7:19
Currently Selected:
যাত্রাপুস্তক 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.