YouVersion Logo
Search Icon

ইফিসীয় ভূমিকা

ভূমিকা
ইফিসীয় মণ্ডলীর কাছে প্রেরিত শিষ্য পৌলের এই পত্র লেখার মূল উদ্দেশ্য ছিল, সমগ্র সৃষ্টির পরিত্রাণের জন্য প্রভু পরমেশ্বরের পরিকল্পনা মণ্ডলীকে অবগত করা। “ঈশ্বর তাঁর পূর্বনির্ধারিত নিগূঢ়তত্ত্ব আমাদের কাছে ব্যক্ত করেছেন যা তিনি খ্রীষ্টের মাধ্যমে পূর্ণ করবেন। এই পরিকল্পনা সমগ্র বিশ্ব, স্বর্গ ও মর্ত্যের সবকিছুই খ্রীষ্টের মাঝে সম্মিলিত করার সঙ্কল্প, যা কাল পূর্ণ হলে খ্রীষ্টেরই মাঝে তিনি রূপায়িত করবেন” (1:10)। সেই সঙ্গে পৌল এই পত্র দ্বারা ইফিসীয় মণ্ডলীর খ্রীষ্টভক্তদের কাছে আবেদন জানিয়েছেন যেন তারা প্রভু যীশুর সঙ্গে একাত্মতার মাধ্যমে সর্বমানবের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবে নিজেদের জীবনাচরণে এই পরিকল্পনাটিকে সত্যে পরিণত করতে সক্ষম হয়।
এই পত্রের প্রথম অংশে পৌল তাঁর পত্রের মূল বক্তব্য ঐক্য প্রসঙ্গে সেই পক্ষের কথা বলেছেন যার দ্বারা পিতা ঈশ্বর তাঁর প্রজাদের মনোনয়ন করেছেন, কীভাবে তাঁর সেই প্রজারা ক্ষমালাভ করেছে, কীভাবে তাঁর পুত্র যীশু খ্রীষ্টেরর মাধ্যমে পাপের কবল থেকে মুক্তিলাভ করেছে এবং কীভাবে ঈশ্বরের মহান প্রতিশ্রুতি পবিত্র আত্মা দ্বারা সুনিশ্চিত হয়েছে। পত্রের দ্বিতীয় আংশে পাঠকদের কাছে তিনি আবেদন জানিয়েছেন যেন তারা এমনভাবে জীবনযাপন করে যাতে তাদের ঐক্যবদ্ধ জীবনে খ্রীষ্টের সঙ্গে একাত্মতা বাস্তবে রূপায়িত হয়।
খ্রীষ্টের সঙ্গে একাত্মতায় প্রভু পরমেশ্বরের প্রজাদের একাত্মতাকে বোঝাবার জন্য পৌল কতকগুলি বাক্যালঙ্কার ব্যবহার করেছেন, যেমনঃ মণ্ডলী একটি দেহস্বরূপ এবং খ্রীষ্ট সেই দেহের মস্তক, খ্রীষ্ট হলেন অট্টালিকার কোণেরর প্রধান প্রস্তর, মণ্ডলী খ্রীষ্টের স্ত্রী স্বরূপ। খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের অসীম করুণার কথা বলতে গিয়ে পৌলের চিন্তাধারা এমন এক পর্যায়ে উন্নীত হয়েছিল যার ফলে পত্রটি অত্যন্ত উচ্চস্তরের উৎকর্ষ লাভ করেছে। এই পত্রে সব কিছুকেই খ্রীষ্টের প্রেম, ত্যাগ, ক্ষমা অনুগ্রহ এবং পবিত্রতারর আলোকে দেখানো হয়েছে।
বিষয়বস্তুর রূপরেখা
ভূমিকা 1:1-2
খ্রীষ্ট এবং মণ্ডলী 1:3—3:21
খ্রীষ্টে নতুন জীবন 4:1—6:20
উপসংহার 6:21-24

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in