ইফিসীয় 2
2
ঈশ্বরের অনুগ্রহেরই পরিত্রাণ
1তোমরা এককালে, তোমাদের দুষ্কর্ম ও পাপের ফলে মৃত ছিলে।#কল 1:21; 2:13 2তখন তোমরা এ জগতের যুগের রীতি অনুসারে মন্দ পথে চলতে এবং আধিদৈবিক শক্তিসমূহের অধিপতি, যার প্রভাব ঈশ্বরদ্রোহী লোকদের মধ্যে এখনও বর্তমান, তারই অধীনে জীবন যাপন করতে।#ইফি 6:12; 5:6; তীত 3:3; যোহন 12:31; কল 3:5-6; ১ পিতর 1:14; 4:2-3 3আমরাও এককালে তাদের মতই জৈব কামনার বশে চলতাম। নিজেদের দেহ ও মনের অভিলাষ অনুযায়ী আচরণ করতাম। অন্যান্য সকলের মত আমরাও স্বভাবতঃ ছিলাম ঈশ্বরের ক্রোধের পাত্র।
4কিন্তু আমাদের প্রতি পরম করুণাময় ঈশ্বরের ভালবাসা এত অসীম যে, 5আমরা যারা দুষ্কর্মের ফলে মৃত ছিলাম, তাদের তিনি খ্রীষ্টের সঙ্গে করলেন সঞ্জীবিত। তাঁর অনুগ্রহেই তোমরা পরিত্রাণ লাভ করেছ।#লুক 15:24; রোমীয় 6:13; ইফি 2:1; 5:14 6খ্রীষ্ট যীশুর সঙ্গেই তিনি আমাদের পুনরুত্থিত করেছেন এবং স্বর্গলোকে তাঁর সঙ্গেই আমাদের আসন দান করেছেন#ইফি 1:20 7আমাদের প্রতি সদয় হয়ে তিনি খ্রীষ্ট যীশুর মাধ্যমে অপার করুণা দান করেছেন, যেন আগামী দিনেও তাঁর মাহাত্ম্য প্রকাশিত হয়।#ইফি 1:7; তীত 3:4 8তাঁর অনুগ্রহে এবং তোমাদের বিশ্বাসে তোমরা পরিত্রাণ লাভ করেছ, তোমাদের নিজেদের কৃতিত্বে নয়। এ ঈশ্বরেরই দান,#প্রেরিত 15:11; রোমীয় 3:24; গালা 2:16; ২ তিম 1:9 9কোন সুকৃতির ফল নয় যে কেউ এতে গর্ববোধ করবে।#রোমীয় 3:27; ১ করি 1:29 10আমরা তাঁরই সৃষ্টি, খ্রীষ্ট যীশুর সঙ্গে সম্মিলিত হয়ে সৎকর্ম করার জন্য সৃষ্ট। এইরকম সদাচরণের জন্যই ঈশ্বর আমাদের নির্দিষ্ট করেছেন।#কল 1:10; তীত 2:14
খ্রীষ্টেই ঐক্য
11মনে রেখ, তোমরা একসময় জন্মসূত্রে বিজাতীয় ছিলেন। যারা মানুষের কৃত সুন্নত সংস্কার হেতু ‘সু্ন্নতপ্রাপ্ত’ বলে পরিচিত, তারা তোমাদের বেসুন্নত’ বলতো। 12সেই সময়ে তোমরা খ্রীষ্টবিহীন ছিলে, ইসরায়েলীদের জাতীয় অধিকার বহির্ভূত এবং ঈশ্বরের সঙ্গে স্থাপিত সন্ধি চুক্তি ও তাঁর দেওয়া প্রতিশ্রুতির আওতার বাইরে ছিলে। তোমাদের জীবনে কোন আশা ছিল না, তোমরা ছিলে প্রকৃতপক্ষে ঈশ্বরবিহীন।#রোমীয় 9:4; ইফি 4:18; ১ থিষ 4:13 13কিন্তু খ্রীষ্ট যীশুর সঙ্গে যুক্ত হওয়ায় পূর্বে তোমরা যারা দূরে ছিলে, খ্রীষ্টের রক্তের গুণে তারা এখন কাছে এসেছ।#যিশা 52:7; 57:19; ইফি 5:8; কল 1:20 14তিনিই আমাদের শান্তি, তিনিই উভয়পক্ষকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করেছেন। আমাদের মাঝে যে বিরোধিতার প্রাচীর ছিল তা ভেঙ্গে ফেলেছেন।#যিশা 9:6; মীখা 5:5; সখ 9:10; গালা 3:28; কল 2:14 15তিনি নিজের দেহ পাত করে বিধি ও অনুশাসনসর্বস্ব বিধান বাতিল করেছেন যেন নিজের মাঝে তিনি উভয় পক্ষের সম্মিলন ঘটিয়ে এক নতুন মানব সমাজ সৃষ্টি করতে পারেন ও শান্তি স্থাপন করতে পারেন।#২ করি 5:17 16ক্রুশের উপরে তিনি আমাদের বৈরিতার অবসান ঘটিয়েছেন এবং উভয়পক্ষকে এক দেহে পরিণত করে ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত করেছন।#কল 1:20-22 17তিনি এসে তোমরা যারা দূরে ছিলে তাদের কাছে এবং আমরা যারা কাছে ছিলাম তাদের কাছেও শান্তির সুসমাচার প্রচার করেলন।#যিশা 57:19; সখ 9:10 18সেইজন্য তাঁরই মাধ্যমে আমরা উভয়পক্ষ একই আত্মার পরিচালনায় পিতার কাছে সরাসরি যেতে পারি।#রোমীয় 5:2; ইফি 3:12; হিব্রু 7:25
19অতএব তোমরা একন আর বিদেশী আপরিচিত নও, তোমরা এখন ঈশ্ব-ভক্তদের মহনাগরিক, ঈশ্বরের পরিবারভুক্ত লোক।#ইফি 3:6; গালা 6:10; ফিলি 3:20; হিব্রু 3:6; 12:22-23 20প্রেরিতশিষ্য ও নবীদের স্থাপিত ভিত্তির উপর তোমাদের গেঁথে তোলা হয়েছে, খ্রীষ্ট যীশু স্বয়ং যার কোণের ভিত্তিপ্রস্তর।#যিশা 28:16; মথি 16:18; ১ করি 3:11; ১ পিতর 2:4-6 21তাঁরই উপরে সমগ্র কাঠামোটিকে গঠিত ও সন্নিবদ্ধ করে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গিত পবিত্র এক মন্দির রূপে গড়ে তোলা হচ্ছে।#ইফি 5:16; কল 2:19,22; ইফি 3:17; ১ পিতর 2:5 22তাঁরই মাঝে সকলের সঙ্গে তোমাদেরও ঈশ্বরের আত্মিক আবাসরূপে গড়ে তোলা হচ্ছে।
Currently Selected:
ইফিসীয় 2: BENGALCL-BSI
Highlight
Share
Copy
![None](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2F58%2Fhttps%3A%2F%2Fweb-assets.youversion.com%2Fapp-icons%2Fen.png&w=128&q=75)
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.