YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 32

32
মোশির গীত
1হে আকাশ, শোন আমার কথা শুনুক পৃথিবীও আমার মুখের বাণী।
2বর্ষিত হোক বৃষ্টির মত আমার উপদেশ,
ঝরে পড়ুক আমার কথা শিশিরের মত,
নরম ঘাসের বুকে বিন্দু বিন্দু বৃষ্টিপাতের মত,
লতাপল্লবে ঝরে পড়া বারিধারার মত।
3আমি প্রভু পরমেশ্বরের স্তবগান করব,
তাঁর প্রজাবৃন্দ করবে তাঁর মহিমা কীর্তন।
4তিনি পরম আশ্রয়গিরি ন্যায়ের আধার
সকল কর্মে তিনি অভ্রান্ত নির্ভুল।
প্রতিজ্ঞায় অটল তিনি সত্যে অবিচল,
ধর্মময় তিনি যথার্থ ঈশ্বর।
5কিন্তু ভ্রষ্টাচারী তোমরা, তোমাদের অবাধ্যতায়
হারিয়েছ তাঁর সন্তানের অধিকার,
প্রবঞ্চক তোমরা, কুটিলতায় ভরা
তোমাদের মন।
6হে নির্বোধ জ্ঞানহীন জাতি!
এইভাবেই কি তোমরা
প্রভু পরমেশ্বরকে দেবে প্রতিদান?
তিনি কি পিতা নন তোমাদের?
জাতিরূপে তোমাদের সৃষ্টি ও প্রতিষ্ঠা
তাঁরই দ্বারা কি হয় নি সম্ভব?
7স্মরণ কর অতীতের দিনগুলি,
বিবেচনা কর পুরুষানুক্রমে অতিক্রান্ত
বছরগুলির কথা
জিজ্ঞাসা কর তোমার পিতা-মাতাকে
তারা তোমায় জানাবে সে কথা,
জানতে চাও প্রবীণদের কাছে,
তারা বলবে, তোমাদের অতীত কাহিনী।
8পরাৎপর ঈশ্বর যখন জাতিবৃন্দের
উত্তরাধিকার স্বরূপ ভূমি বন্টন করলেন,
মানব সন্তানদের যখন পৃথক করলেন
তিনিতখন ঈশ্বরের সন্তানদের সংখ্যানুপাতে
তিনি প্রত্যেক জাতির দেশের সীমানা
করলেন নির্দিষ্ট।#প্রেরিত 17:26
9কিন্তু যাকোবের বংশধরদের তিনি করলেন মনোনীত,
প্রজারূপে দিলেন তাদের আপন
উত্তরাধিকার।
10তিনি তাদের খুঁজে পেলেন মরুপ্রান্তরে
গর্জনমুখর জনহীন সেই উষর প্রান্তর,
তিনি তাকে রাখলেন, লালন করলেন,
11ঈগল যেমন নিজের বাসা নাড়া দিয়ে
শাবকদের বাইরে বার করে উড়তে শিখায়,
ডানার ঝাপটায় তাদের এগিয়ে নিয়ে যায়,
উড়তে অক্ষম হলে ডানা মেলে তুলে নেয়
বয়ে নিয়ে যায় উড়ন্ত ডানায়।
12প্রভু পরমেশ্বরও তেমনি একাই
নিয়ে গেলেন তাদের,
অন্য কোন দেবতা ছিল না তাঁর সঙ্গে।
13পৃথিবীর নানা উচ্চভূমিতে তাদের
আরোহণ করালেন, দিলেন প্রতিষ্ঠা,
ক্ষেতের ফসল তারা করল ভোগ
শিলাবক্ষ থেকে তাদের মধুপান
করালেন তিনি,
প্রস্তরময় ভূমিতে দিলেন তৈলদায়ী বৃক্ষ
তাদের জন্য।
14তিনি গরু ও মেষের পাল থেকে দিলেন
দুগ্ধ ও নবনী,
দিলেন নধরকান্তি ছাগ ও মেষের পাল,
তার সঙ্গে দিলেন তাদের সেরা গমের ফসল,
তৃপ্ত করলেন তাদের উত্তম দ্রাক্ষারসে।
15কিন্তু যিশূরুণ#32:15 হিব্রু: যিশুরূণ অর্থ বলবান ও ন্যায়পরায়ণ। এখানে = ইসরায়েল হৃষ্টপুষ্ট হয়ে
করল পদাঘাত,
মেদবাহুল্যে সে হল স্থূল ও মসৃণ
আর তখন সে পরিত্যাগ করল
তার স্রষ্টা ঈশ্বরকে,
তার প্রাণশৈলকে করল উপহাস।
16অজানা দেবতাদের অনুগামী হয়ে
তারা উদ্রেক করল তাঁর ঈর্ষা
ঘৃণ্য আচরণের দ্বারা তাঁকে করল রুষ্ট।
17তারা বলি উৎসর্গ করল অলীক অসার
অপদেবতাদের উদ্দেশে,
এমন দেবতাদের উদ্দেশে যাদের তারা জানত না,
নবলব্ধ সেই দেবতাদের উদ্দেশে
তোমাদের পিতৃপুরুষেরা যাদের
করে নি মান্য।#১ করি 10:20
18তাদের স্রষ্টা ও জনক ঈশ্বরের প্রতি
তারা হল উদাসীন
তাদের বিধাতা ঈশ্বরকে হল বিস্মৃত।
19প্রভু পরমেশ্বর তাঁর পুত্র-কন্যাদের এই
আচরণে বিরূপ হলেন,
প্রত্যাখ্যান করলেন তাদের।
20বললেন তিনি:
আমি এদের পরিত্যাগ করব,
দেখব এদের পরিণতি!
বিদ্রোহী প্রজন্ম এরা অবিশ্বস্ত সন্তান!
21যারা ঈশ্বর নয় তাদের অনুগামী হয়ে
এরা সৃষ্টি করেছে আমার অন্তর্দাহ,
এদের অলীক প্রতিমাগুলি
আমাকে করেছে কুপিত,
তাই আমিও এমন লোকদের দ্বারা এদের
ঈর্ষার উদ্রেক করব,
যারা জাতি হিসাবে নগণ্য,
সেই বর্বর জাতির দ্বারা
এদের করব প্ররোচিত।#১ করি 10:22; রোমীয় 10:19
22এবার আমার রোষানল হয়েছে প্রজ্বলিত,
পাতালের তলদেশও জ্বলে উঠবে তার দহনে,
পৃথিবী ও তার সমস্ত ফসল পতিত হবে
তার গ্রাসে,
পর্বতশ্রেণীর মূলদেশও গ্রাস করবে সেই
ভয়াবহ অগ্নি।
23তাদের উপর আমি চাপিয়ে দেব অন্তহীন
অমঙ্গলের বোঝা,
নিক্ষেপ করব আমার শরজাল
তাদের দিকে।
24প্রচণ্ড দুর্ভিক্ষে শীর্ণ হবে তারা,
দারুণ দহনে, ভয়ঙ্কর মহামারীতে
তারা হবে আক্রান্ত।
আমি পাঠাব হিংস্র জন্তু ও বিষধর সরীসৃপদের,
তারা দংশন করবে তাদের।
25বাইরে খড়্গাঘাতে, ঘরে মহাত্রাসে
জর্জরিত হবে তারা,
তরুণ, তরুণী, পতিত হবে মৃত্যুর করাল গ্রাসে
দুগ্ধপোষ্য শিশু ও শুক্লকেশ বৃদ্ধ—কেউ
পাবে না নিস্তার।
26আমি সঙ্কল্প করেছিলাম,
ওদের নিপাত করব,
মুছে দেব তাদের নাম মানব সমাজ থেকে।
27কিন্তু ভাবলাম, ওদের শত্রুপক্ষ হয়তো
উপহাস করে, বলবে আমায়,
বলবে গর্বভরে:
একাজ হয়েছে সম্ভব আমাদেরই বাহুবলে
এ কীর্তি নয় প্রভু পরমেশ্বরের।
28কারণ ওরা নির্বোধ জাতি,
বুদ্ধি বিবেচনাহীন।
29জ্ঞানবান হলে ওরা নিশ্চয়ই বুঝতো এ কথা,
করত বিবেচনা নিজেদের পরিণাম,
30একজন কি করে পিছু ধাওয়া করে সহস্রজনের,
দশসহস্রকে বিতাড়িত করে মাত্র দুজনে?
যদি না পরাক্রমী প্রভু পরমেশ্বর স্বয়ং
তাদের করতেন সমর্পণ শত্রু হস্তে।
31শত্রুরাও একথা মানে,
ইসরায়েলীদের ঈশ্বরের মত
শৈলপ্রতিম কোন ঈশ্বর নেই তাদের।
32তাদের শত্রুকুল সদোম ও ঘমোরার মত দুরাচার,
সেই দ্রাক্ষাকুঞ্জের মত,
যে কুঞ্জের ফল তিক্ত ও বিষাক্ত।
33ওদের সুরা সাপের গরল
কালনাগিনীর তীব্র হলাহল।
34এ সবই রয়েছে সঞ্চিত আমার কাছে,
সংরক্ষিত আমার ভাণ্ডারে।
35প্রতিশোধ গ্রহণ ও প্রতিফল দান আমারই কর্ম,
ওদের পদস্খলনের সময় আসন্ন,
আসন্ন ওদের বিপত্তির দিন,
অবিলম্বে নেমে আসছে ওদের নিরূপিত দণ্ড।#রোমীয় 12:19; হিব্রু 10:30
36প্রভু পরমেশ্বর প্রজাদের পক্ষে ন্যায়বিচার করবেন,
নিজ সেবকদের প্রতি হবেন সদয়,
কারণ তিনি দেখবেন, তাদের শক্তি নিঃশেষিত,
বন্দী অথবা মুক্ত, কেউ আর অবশিষ্ট নেই।#গীত 135:14
37তিনি তখন বলবেন,
কোথায় ওদের দেবতারা?
কোথায় সেই শৈল যার শরণ নিয়েছিল ওরা?
38যারা ভোজন করত ওদের বলির মেদ
যারা পান করত ওদের পেয় নৈবেদ্যের দ্রাক্ষারস।
তারাই এখন উঠে তোমাদের সাহায্য করুক
তারাই দিক তোমাদের আশ্রয়।
39এখন দেখ, আমি—আমিই তিনি,
আমি ছাড়া নেই আর কোন ঈশ্বর,
আমি সংহার করি, আমিই করি জীবন দান,
আমিই আঘাত করি, আবার সুস্থও করিআমিই।
আমার হাত থেকে উদ্ধার করার শক্তি কারো নেই।
40স্বর্গের দিকে হাত তুলে আমি বলি:
আমি চির অনন্ত—এ যেমন ধ্রুব সত্য,
41তেমনি সত্য এ কথা—
আমার ঝল্‌সে ওঠা তরবারিতে
আমি যদি শান দিই
যদি বিচারের জন্য করি হস্তক্ষেপ
তাহলে আমার বিপক্ষদের অবশ্যই
দণ্ড দান করব,
আমার শত্রুদের নিশ্চয়ই দেব প্রতিফল।
42আমার শরসমূহকে কবর প্রমত্ত
নিহত ও বন্দীদের শোণিত পানে,
তাদের মাংস ভক্ষণ করবে আমার তরবারি,
শত্রু সেনানীর মস্তক করবে লেহন।
43হে জাতিবৃন্দ, জয়ধ্বনি কর
তাঁর প্রজাদের সঙ্গে,
কেননা নিজ সেবকদের রক্তপাতের প্রতিশোধ
গ্রহণ করবেন তিনি,
দণ্ড দেবেন তাঁর বিপক্ষদের।
তাঁর প্রজাদের স্বদেশের জন্য
করবেন প্রায়শ্চিত্ত সাধন।#রোমীয় 15:10; প্রকা 19:2
44এইভাবে মোশি ও নূনের পুত্র যিহোশূয় ইসরায়েলীদের কাছে গানের মাধ্যমে সমস্ত বিষয় ব্যক্ত করলেন। 45ইসরায়েলীদের কাছে মোশি সমস্ত কথা শেষ করে বললেন, 46তোমাদের সাবধান করে দেওয়ার জন্য আমি আজ যে সব কথা বললাম সেগুলির প্রতি মনোযোগ দিও। তোমাদের সন্তান-সন্ততিদের তোমরা নির্দেশ দিও যেন তারাও সযত্নে এই বিধানের সব কথা মেনে চল। 47এইগুলিকে তোমরা অর্থহীন কথা বলে মনে করো না, কারণ এতেই তোমাদের জীবন। জর্ডন পার হয়ে তোমরা যে দেশে যাচ্ছ সেখানে এগুলি পালন করেই তোমরা দীর্ঘ জীবন লাভ করতে পারবে।
48সেইদিনই প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,#গণনা 27:12-14; দ্বি.বি. 3:23-27 49তুমি অবারিম পাহাড়ে অর্থাৎ যিরিহোর পূর্বদিকে মোয়াব দেশের নবো পাহাড়ে আরোহণ কর এবং সেখান থেকে ইসরায়েলীদের যে দেশ আমি দিতে মনস্থ করেছি, সেই কনান দেশ দর্শন কর। 50তোমার ভাই হারোণ হোর পাহাড়ে লোকান্তরিত হয়ে তার পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হয়েছিল, তোমারও দেহাবসান হবে ঐ নবো পাহাড়ে এবং স্বজনদের সঙ্গে সম্মিলিত হবে। 51কারণ সীন প্রান্তরে কাদেশ-এর মরিবা জলস্রোতের কাছে ইসরায়েলীদের সামনে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পার নি, ইসরায়েলীদের কাছে আমার পবিত্রতার মর্যাদা রক্ষা কর নি। 52তাই তুমি দূর থেকে সেই দেশ শুধু দেখবে কিন্তু ইসরায়েলীদের কাছে আমার প্রতিশ্রুত সেই দেশে প্রবেশ করতে পারবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in