দ্বিতীয় বিবরণ 21
21
গুপ্তহত্যার অপরাধ স্খালন
1তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন, সেই দেশে উন্মুক্ত প্রান্তরে যদি কোন নিহত ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায় এবং কে তাকে হত্যা করল তা যদি জানা না যায়, 2তাহলে তোমাদের নেতৃবৃন্দ ও বিচারপতিরা এসে নিহত ব্যক্তির কাছ থেকে আশেপাশের নগরগুলির দূরত্ব নির্ধারণ করবে। 3নিহত ব্যক্তির সবচেয়ে কাছে যে নগর, সেখানকার নেতৃবৃন্দ একটি গোবৎস সংগ্রহ করবে যেটিকে কোন কাজে ব্যবহার করা হয় নি এবং যেটি জোয়াল বহন করে নি। 4পরে সেই নগরের নেতৃবৃন্দ ঐ গোবৎসটিকে একটি উপত্যকায় নিয়ে যাবে যেখানে জলস্রোত আছে এবং যেখানে কৃষিকাজ হয় না। সেখানে তারা ঐ গোবৎসের ঘাড় ভেঙ্গে ফেলবে। 5তারপর লেবির বংশধর পুরোহিতেরা, যাদের তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর পরিচর্যা ও প্রভুর নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য মনোনীত করেছেন, তারা এগিয়ে আসবে। সমস্ত বিবাদ ও সংঘর্ষের বিচারে তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। 6মৃতদেহের নিকটবর্তী নগরের নেতৃবৃন্দ সেই উপত্যকায় ঘাড়ভাঙ্গা গোবৎসটির দেহের উপরে নিজেদের হাত ধুয়ে ফেলবে এবং বলবে, 7আমাদের হাত এই রক্তপাত করে নি এবং আমরা এই হত্যাকাণ্ড চোখে দেখি নি। 8হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজা যে ইসরায়েলীদের তুমি মুক্তি সাধন করেছে, তাদের ক্ষমা কর, নিজ প্রজা ইসরায়েলীদের উপর তুমি নিরপরাধের রক্তপাতজনিত দোষ আরোপ করো না। তাহলে তারা এই রক্তপাতের দোষ থেকে মুক্ত হবে।’ 9এইভাবে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য তা-ই করে তোমরা নিজেদের মধ্যে থেকে নিরপরাধের রক্তপাতজনিত দোয় স্খালন করবে।
10তোমরা যখন শত্রুদের বিরদ্ধে যুদ্ধযাত্রা করবে তখন তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যদি তাদের তোমাদের হাতে সমর্পণ করেন তাহলে তোমরা হয়তো তাদের বন্দী করবে। 11সেই বন্দীদের মধ্যে কোন সুন্দরী নারীর প্রতি আসক্ত হয়ে যদি তোমাদের কেউ তাকে বিবাহ করতে চায়, 12তাহলে সে তাকে নিজের বাড়িতে নিয়ে যাবে এবং সেই নারী তার মাথা মুড়িয়ে ফেলবে ও নখ কাটবে, 13এবং বন্দীর পোষাক পরিত্যাগ করবে। তারপর সে তার বাড়িতে থেকে নিজের পিতামাতার জন্য এক মাস কাল শোক পালন করবে। এরপরে সেই ব্যক্তি ঐ নারীকে গ্রহণ করতে পারবে। তখন সে ঐ নারীর স্বামী হবে এবং ঐ নারী তার স্ত্রী হবে। 14কিন্তু পরে ঐ নারীর প্রতি তার যদি প্রীতি না থাকে তবে সে তাকে তার যেখানে ইচ্ছা সেখানে যেতে দেবে, কিন্তু তাকে বিক্রয় করতে পারবে না কিম্বা তাকে ক্রীতদাসীর মত ব্যবহার করতে পারবে না, কারণ সে তার মর্যাদা হরণ করেছে। 15যদি কোন ব্যক্তির দুই স্ত্রী থাকে এবং সে যদি তাদের একজনকে ভালবাসে এবং অন্যজনকে উপেক্ষা করে, আর উভয় স্ত্রীর গর্ভেই যদি তার পুত্র সন্তান হয়ে থাকে এবং উপেক্ষিতা স্ত্রীর পুত্র সন্তানই যদি হয় জ্যেষ্ঠ পুত্র, 16তাহলে সেই ব্যক্তি তার সন্তানদের মধ্যে সম্পত্তি বন্টন করার সময় উপেক্ষিতা স্ত্রীর গর্ভজাত পুত্র বর্তমানে সে তার প্রেয়সী স্ত্রীর গর্ভজাত পুত্রকে জ্যেষ্ঠাধিকার দিতে পারবে না। 17উপেক্ষিতা স্ত্রীর পুত্রকেই তাকে জ্যেষ্ঠপুত্র বলে স্বীকার করতে হবে এবং তার সমুদয় সম্পত্তির দুই অংশ সে সেই পুত্রকে দেবে, কারণ সে তার পৌরুষের প্রথম ফসল, জ্যেষ্ঠাধিকার তারই প্রাপ্য।
18যদি কোন ব্যক্তির পুত্র জেদী ও অবাধ্য হয়, পিতা কিম্বা মাতার কথা না শোনে, শাসন করা সত্ত্বেও তাদের অমান্য করে, 19তাহলে তার পিতামাতা তাকে ধরে নগরের তোরণ দ্বারে বিচারস্থানে নগরের নেতৃবৃন্দের কাছে নিয়ে যাবে। 20তারা তাদের কাছে এই বলে অভিযোগ করবে: আমাদের এই পুত্র অত্যন্ত জেদী এবং অবাধ্য, আমাদের কথা শোনে না। সে অমিতাচারী ও মদ্যপায়ী। 21তখন নগরের সমস্ত লোক পাথর মেরে তাকে বধ করবে। এইভাবে তোমরা নিজেদের সমাজ থেকে দুষ্কর্ম লোপ করবে, আর ইসরায়েলীরা সকলে একথা শুনে ভয় পাবে।
22যদি কোন ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য অপরাধ করে এবং যদি তার প্রাণদণ্ড হয়, 23তাহলে তোমরা তাকে গাছে ঝুলিয়ে ফাঁসী দেবে। কিন্তু তার মৃতদেহ রাত্রে গাছে ঝুলিয়ে রাখবে না, সেই দিনই তাকে কবর দেবে। কারণ যে ব্যক্তিকে গাছে ঝুলানো হয় সে ঈশ্বর কর্তৃক অভিশপ্ত। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশ তোমরা অশুচি করবে না।#গালা 3:13
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 21: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.