দ্বিতীয় বিবরণ 19
19
আশ্রয় নগরী
(গণনা 35:9-28; যিহো 20:1-9)
1তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে জাতিসমূহকে উচ্ছেদ করে তাদের দেশ তোমাদের দেবেন, তিনি তাদের উচ্ছেদ করার পর তোমরা সেই দেশ অধিকার করে তাদের নগরসমূহে ও গৃহে বাস করবে। 2তখন যে দেশ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের দান করবেন সেই দেশের কেন্দ্রস্থলে তোমরা তিনটি নগর পৃথক করে রাখবে। 3তোমরা সেখানে রাস্তা তৈরী করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর উত্তরাধিকারস্বরূপ যে দেশ তোমাদের দিয়েছেন সেই দেশকে তিনটি অঞ্চলে ভাগ করবে, যেন নরহত্যাকারী কোন ব্যক্তি সেই নগরগুলিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারে।
4নিম্নবর্ণিত নরহত্যাকারীরা এই নগরগুলিতে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাতে পারবে: যদি কেউ পূর্বের কোন শত্রুতাবশত: নয় কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার প্রতিবেশীকে আঘাত করে তার মৃত্যু ঘটায়, 5যেমন, কেউ যদি তার প্রতিবেশীর সঙ্গে কাঠ কাটতে বনে যায় এবং সেখানে গাছ কাটার সময় যদি বাঁট থেকে কুড়ালের ফলা খসে গিয়ে প্রতিবেশীর গায়ে আঘাত লাগে এবং তার ফলেই তার মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি ঐ তিনটি নগরের কোনও একটিতে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে। 6অন্যথায় মৃত ব্যক্তির নিকট আত্মীয়, যার উপরে তার রক্তপাতের প্রতিশোধ গ্রহণ করার দায়িত্ব রয়েছে সে ক্রোধোন্মক্ত হয়ে হত্যাকারীর পিছনে তাড়া করবে এবং পথের দূরত্ব বেশী হওয়ার জন্য হয়তো তাকে ধরে ফেলে তার প্রাণ হরণ করবে। কিন্তু সেই ব্যক্তি প্রাণদণ্ডের যোগ্য নয় কারণ মৃত ব্যক্তির সঙ্গে তার পূর্বের কোন শত্রুতা ছিল না। 7এই কারণেই আমি তোমাদের তিনটি নগর পৃথক করে রাখার নির্দেশ দিচ্ছি। 8আমি আজ তোমাদের যে সব নির্দেশ দিলাম, তোমরা যদি তা পালন কর, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাস ও আজীবন তাঁর পথে চল এবং 9তার ফলে যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের কাছে দেওয়া তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী তোমাদের দেশের সীমা বিস্তৃত করেন এবং তোমাদের পিতৃপুরুষদের কাছে প্রতিশ্রুত সমস্ত দেশ তোমাদের দেন তাহলে তোমরা ঐ তিনটি নগর ছাড়াও আরও তিনটি নগর নির্দিষ্ট করে দেবে যেন 10তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশের অধিকার তোমাদের দেবেন সেই দেশে নির্দোষের রক্তপাত না হয় এবং তোমাদের উপরেও রক্তপাতের দায় না বর্তায়। 11কিন্তু যদি কেউ তার প্রতিবেশীর প্রতি শত্রুতাবশত: তাকে অতর্কিতে আক্রমণ করে সাংঘাতিক ভাবে আঘাত করে ও তার ফলে তার মৃত্যু হয় এবং তারপর যদি হত্যাকারী ঐ নগরগুলির কোনও একটিতে গিয়ে আশ্রয় নেয়, 12তাহলে সে যে নগরের অধিবাসী সেই নগরের নেতৃবৃন্দ লোক পাঠিয়ে তাকে ধরে আনাবে এবং তার প্রাণদণ্ডের জন্য সেই মৃত ব্যক্তির রক্তপাতের প্রতিশোধদাতা আত্মীয়ের হাতে তাকে সমর্পণ করবে। 13তোমরা সেই ব্যক্তির প্রতি দয়া প্রদর্শন করবে না বরং ইসরায়েলী সমাজ থেকে তোমরা নরহত্যা নির্মূল করবে।
সীমানা নির্ণয় ও সাক্ষী সম্পর্কিত বিধি
14তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাদের অধিকার করতে দেবেন সেই দেশে তোমার প্রতিবেশীর অধিকৃত জমির পূর্ব নির্দিষ্ট সীমানা নির্দেশক প্রস্তরখণ্ড তোমরা সরাবে না।#দ্বি.বি. 27:17
15কেউ কোন অপরাধ বা পাপ করলে তার বিরুদ্ধে শুধুমাত্র একজনের সাক্ষ্য গ্রাহ্য হবে না। দুই কিম্বা তিন জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে তার বিচার নিষ্পত্তি করতে হবে।#গণনা 35:30; দ্বি.বি. 17:6; মথি 18:16; যোহন 8:17; ২ করি 13:1; ১ তিম 5:19; হিব্রু 10:28 16বিদ্বেষের বশবর্তী হয়ে যদি কেউ কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে 17তাহলে বাদী ও প্রতিবাদী উভয়কেই প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরোহিত ও বিচারপতিদের কাছে উপস্থিত হতে হবে। 18বিচারপতিরা পুঙ্খানুপুঙ্খরূপে অভিযোগের তদন্ত করবে, যদি দেখা যায় যে সাক্ষীর সাক্ষ্য মিথ্যা, মিথ্যা অভিযোগে সে তার স্বজাতীয় ভাইকে অভিযুক্ত করেছে, তাহলে 19সে তার স্বজাতীয়ের প্রতি যা করতে চেয়েছিল তোমরা তার প্রতি তা-ই করবে। এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে দুর্নীতির উচ্ছেদ সাধন করবে। 20এ কথা শুনে সমাজের অন্যান্য লোকেরা ভয় পাবে এবং সেই রকম কাজ আর তারা করবে না। 21এই ব্যাপারে তোমরা কোন দয়া প্রদর্শন করবে না—প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা—এই হবে নীতি।#যাত্রা 21:23-25; লেবীয় 24:19-20; মথি 5:38
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 19: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.