YouVersion Logo
Search Icon

প্রেরিত 8

8
খ্রীষ্টীয় মণ্ডলীর উপর শৌলের নিপীড়ন
1যাঁরা তাঁর এই হত্যা অনুমোদন করেছিলেন, শৌল তাঁদের মধ্যে একজন। এই সময় থেকে জেরুশালেমের মণ্ডলীর উপর নিদারুণ নির্যাতন শুরু হয়ে গেল। প্রেরিত শিষ্যেরা বাদে আর সকলে যিহুদীয়া ও শমরীয়া দেশে ছড়িয়ে পড়ল।#প্রেরিত 7:58; 22:20; 11:19 2কয়েকজন ভক্ত স্তিফানকে সমাধি দিলেন এবং তাঁর জন্য গভীর শোক প্রকাশ করলেন।
3শৌল মণ্ডলীর উপর পীড়ন চালিয়ে যেতে লাগলেন। ঘরে ঘরে হানা দিয়ে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে টেনে নিয়ে গিয়ে তিনি কারাকারে বন্দী করতে লাগলেন।#প্রেরিত 9:1; 22:4
শমরীয়া দেশে সুসমাচার প্রচার
4যে শিষ্যেরা চারিদিকে ছড়িয়ে পড়েছিলেন তাঁরা বিভিন্ন এলাকায় সুসমাচার প্রচার করতে লাগলেন। 5ফিলিপ চলে গেলেন শমরীয়া দেশে। খ্রীষ্টকে প্রচার করতে লাগলেন সেখানে।#প্রেরিত 6:5 6ফিলিপের কথা শুনে আর তাঁর সমস্ত অলৌকিক কাজ দেখে সকলে তাঁর প্রচারে আকৃষ্ট হল। 7ভূতে পাওয়া লোকদের ভিতর থেকে সমস্ত অশুচি আত্মা চীৎকার করে বেরিয়ে গেল এবং অনেক পক্ষাঘাতগ্রস্ত ও খঞ্জ ব্যক্তি সুস্থতা লাভ করল।#মার্ক 16:17 8নগরে তাই আনন্দের সাড়া পড়ে গেল।#প্রেরিত 8:39
যাদুকর শিমোন
9সেখানে শিমোন নামে এক যাদুকর ছিল। সে শহরে যাদুর খেলা দেখিয়ে শমরীয় জাতিকে মুগ্ধ করে ফেলেছিল। এদের কাছে সে নিজেকে মহাপুরুষ বলে প্রচার কর। 10ছোট বড় সকলেই তার কথা শুনত এবং বলত, ঈশ্বরের মহাপরাক্রম বললে যা বুঝায়, ইনি হলেন তাই। 11তারা সকলেই তার কথা শুনত, কারণ অনেকদিন ধরেই সে তাদের যাদু দেখিয়ে বশ করে রেখেছিল। 12কিন্তু ফিলিপ যখন ঈশ্বরের রাজের সুসমাচার ও যীশু খ্রীষ্টের নাম প্রচার করলেন তখন তাঁর কথা সকলে বিশ্বাস করল এবং নারীপুরুষ সকলেই বাপ্তিষ্ম গ্রহণ করল।#মথি 28:19; প্রেরিত 1:3; 28:31 13এমন কি শিমোন পর্যন্ত বিশ্বাস করে বাপ্তিষ্ম গ্রহণ করল ও ফিলিপের সঙ্গ নিল। নানাবিধ দিব্যদর্শন এবং অলৌকিক কাজ দেখে সেও মুগ্ধ হয়ে গেল।
14জেরুশালেমে প্রেরিত শিষ্যেরা যখন শুনতে পেলেন যে শমরীয়া দেশের লোকেরা ঈশ্বরের বাণী গ্রহণ করেছে তখন তাঁরা পিতর ও যোহনকে তাদের কাছে পাঠিয়ে দিলেন।#প্রেরিত 1:8; 8:5 15তাঁরা এসে তাদের জন্য প্রার্থনা করতে লাগলেন যেন তারা পবিত্র আত্মা লাভ করতে পারে। 16কারণ তখনও পর্যন্ত তাদের মধ্যে কেউ পবিত্র আত্মা লাভ করেনি। তারা শুধু মাত্র তখন প্রভু যীশুর নামে বাপ্তিষ্ম গ্রহণ করেছিল। 17পিতর ও যোহন তাদের মাথায় হস্তার্পণ করলে তারা পবিত্র আত্মা লাভ করল।#২ তিম 4:14; প্রেরিত 9:17; 19:6; হিব্রু 6:2
18শিমোন যখন দেখল যে প্রেরিত শিষ্যদের হস্তার্পণের ফলে লোকে পবিত্র আত্ম আপাচ্ছে তখন সে তাঁদের কাছে অর্থ এনে বলল, 19আমাকেও এই ক্ষমতা দিন, যাতে আমি যার মাথায় হস্তার্পণ করি, সে যেন পবিত্র আত্মা লাভ করে।
20পিতর তাকে বললেন, তোমার অর্থ তোমারই সঙ্গে নিপাত যাক। ঈশ্বরের দান অর্থ দিয়ে কেনা যায় ভেবেছ? 21আমাদের এই কাজের সঙ্গে তোমার কোন সম্পর্ক নেই বা কোন অধিকার নেই। কারণ তোমার চিত্ত ঈশ্বরের দৃষ্টিতে শুভ নয়।#গীত 78:37; ইফি 5:5 22সুতরাং এই অসৎ উদ্দেশ্যের জন্য তুমি অনুতাপ কর এবং প্রভুর কাছে মিনতি কর, যদি সম্ভব হয়, তোমার এই অসৎ অভিপ্রায়ের জন্য যেন তিনি ক্ষমা করেন। 23কারণ আমি দেখতে পাচ্ছি, তোমার মন তিক্ততায় পূর্ণ এবং পাপের শৃঙ্খলে এখনও আবদ্ধ।#দ্বি.বি. 29:18; যিশা 58:6
24শিমোন তাঁকে বলল, প্রভুর কাছে আমার জন্য আপনি প্রার্থনা করুন যাতে যা কিছু আপনি বললেন, তার কিছুই যেন আমার উপরে না ঘটে।
25প্রভুর বাণী প্রচার ও তাঁর সম্পর্কে সাক্ষ্য দানের কাজ শেষ হয়ে গেলে তাঁরা ফিরে গেলেন জেরুশালেমে। ফেরার পথে শমরীয়ার বহু গ্রামে তাঁরা সুসমাচার প্রচার করলেন।
একজন ইথিওপীয় রাজকর্মচারীর সঙ্গে ফিলিপের সাক্ষাৎকার
26প্রভুর দূত এসে ফিলিপকে বললেন, জেরুশালেম থেকে দক্ষিণে* যে পথ গাজার দিকে চলে গেছে, সেই রাস্তা ধরে চলে যাও। এই পথটি ছিল এক নির্জন মরুপথ। 27-28ফিলিপ তখন যাত্রা করলেন। এই সময় ইথিওপিয়াবাসী একজন নপুংসক ভদ্রলোক বাড়ি ফিরছিলেন। ইনি ছিলেন ইথিওপিয়ার কান্দাকী বা রানীর কোষাধ্যক্ষ। তিনি জেরুশালেমে গিয়েছিলেন ঈশ্বরের উপাসনা করতে। সেখান থেকে ফেরার সময় নিজের রথে বসে নবী যিশাইয়ের গ্রন্থটি তিনি পড়ছিলেন। 29পবিত্র আত্মা তখন ফিলিপকে বললেন, দৌড়ে ঐ রথের কাছে যাও।#প্রেরিত 10:19 30ফিলিপ দৌড়ে রথের কাছে গিয়ে শুনতে পেলেন, তিনি নবী যিশাইয়ের গ্রন্থ পাঠ করছেন। ফিলিপ তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি যা পড়ছেন, তা কি বুঝতে পারছেন?
31তিনি উত্তরে বললেন, কেউ যদি আমাকে বুঝিয়ে না দেয়ে, তাহলে কি করে আমি বুঝব? তিনি ফিলিপকে রথে উঠে এসে তাঁর সঙ্গে বসতে আমন্ত্রণ জানালেন।#যোহন 16:13 32শাস্ত্রের যে অংশটি তিনি পাঠ করছিলেন সেটি ছিল:'বলির মেষের মত নীত হলেন তিনি,ছেদকের সামনে মেষশাবক যেমননীরব থাকেতেমনি নীরব রইলেনকোন কথা উচ্চারণ করলেন না।#যিশা 53:7-8
33তাঁর এই অবমাননারহল না কোনও প্রতিকার।কে পারে বর্ণনা করতে তাঁর উত্তর পুরুষের কথা?কারণ পৃথিবীতে তাঁর পরমায়ুহয়েছে নিঃশেষ।’
34সেই নপুংসক ভদ্রলোক ফিলিপকে জিজ্ঞাসা করলেন, আমাকে দয়া করে বলুন, নবী কার সম্বন্ধে এ কথা বলেছেন? তাঁর নিজের না আন্য কারো সম্বন্ধে? 35ফিলিপ তখন শাস্ত্রের এই অংশ থেকে আরম্ভ করে যীশুর জীবন কাহিনীর সুসমাচার পর্যন্ত সব বলতে লাগলেন তাঁকে। 36পথে যেতে যেতে তাঁরা একটি জলাশয়ের কাছে এসে পড়তে নপুংসক ভদ্রলোক তাঁকে বললেন, এই দেখুন, এখানে জল আছে। এখানে তাহলে আমার বাপ্তিষ্ম গ্রহণ করতে বাধা কোথায়?#প্রেরিত 10:47 (37ফিলিপ বললেন, বাপ্তিষ্ম আপনি যদি সর্বান্তঃকরণে বিশ্বাস করেন, তাহলে বাপ্তিষ্ম গ্রহণ করতে পারেন। তিনি বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি যে যীশু খ্রীষ্ট ঈশ্বরের পুত্র।*)
38তিনি তখন রথ থামাতে আদেশ করলেন এবং ফিলিপ ও নপুংসক ভদ্রলোক দুজনে গিয়ে জলে নামলেন। তারপর ফিলিপ তাঁকে বাপ্তিষ্ম দান করলেন। 39তাঁরা যখন জল থেকে উঠে এলেন, প্রভুর আত্মা ফিলিপকে অপসারিত করলেন। তিনি ফিলিপকে আর দেখতে পেলেন না। তিনি তখন উৎফুল্ল মনে নিজের গন্তব্য পথে চলে গেলেন।#১ রাজা 18:12; ২ রাজা 2:11-16 40কিন্তু ফিলিপকে দেখা গেল অস্‌দোদ শহরে। তিনি বিভিন্ন এলাকায় সুসমাচার প্রচার করতে করতে সীজারিয়ায় ফিরে গেলেন।#প্রেরিত 21:8

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in