২ শমুয়েলে 23
23
দাউদের শেষ কথা
1ঈশ্বর যাঁকে মহান করেছিলেন, যাকোবের ঈশ্বর যাঁকে রাজারূপে অভিষিক্ত করেছিলেন, ইসরায়েলের জন্য যিনি সুমধুর গীতসংহিতা রচনা করেছিলেন, যেশির পুত্র সেই দাউদের শেষ কথা :
22 প্রভু পরমেশ্বরের আত্মা
আমার মাধ্যমে কথা বলেন
তাঁর বাণীর অধিষ্ঠান আমার ওষ্ঠাধরে।
3ইসরায়েলের ঈশ্বর বলেছেন,
ইসরায়েলের রক্ষক আমায় বলেছেনঃ
যে রাজা ন্যায়পরায়ণতায় প্রজাশাসন করেন,
সসম্ভ্রমে ঈশ্বরের বাধ্য হয়ে
প্রজাপালন করেন,
4সেই প্রজাদের কাছে তিনি
প্রভাতের আলোকের মত,
মেঘমুক্ত প্রভাতের স্নিগ্ধ উজ্জ্বল
আলোকের মত।
তাদের কাছে তিনি যেন
বর্ষণশেষে তৃণ দলে প্রতিফলিত সূর্যালোক।
5এইভাবেই ঈশ্বর আমার কুল ধন্য করবেন
কারণ তিনি আমার সঙ্গে সম্পাদন করেছেন
চিরকালের এক চুক্তি,
এমন এক চুক্তি যা কোনদিন বদলাবে না,
এমন এক প্রতিজ্ঞা যা কখনও ভাঙ্গবে না।
এই-ই আমার একান্ত কামনা,
এতেই আমার পরিপূর্ণতা
ঈশ্বর এই কামনা পূরণ করবেন।
6কিন্তু ঈশ্বরবিমুখ লোকেরা
কাঁটা ঝোঁপের মত,
যেগুলি উপড়ে ফেলে দেওয়া হয়।
7খালি হাতে তাদের ছোঁওয়া যায় না,
লোহার কাঁটা কিম্বা বর্শার ডগা দিয়ে
তাদের খুঁচিয়ে তোলা হয়,
আগুণে তাদের পুড়িয়ে ফেলা হয় নিঃশেষে।
দাউদের বিখ্যাত যোদ্ধাদের নাম ও পরিচয়
8দাউদের বিখ্যাত যোদ্ধাদের নাম: তকহেমন নিবাসী যোশেব বসশেবেথ ছিলেন “তিনজন সেনাপতির” মধ্যে প্রধান। একটি যুদ্ধে শুধুমাত্র বর্শা দিয়ে তিনি আটশো জনকে বধ করেন। 9এই “তিনজন” সেনাপতির মধ্যে দ্বিতীয় জন অহোহ্ গোষ্ঠীর ডোডোর পুত্র ইলিয়াসর। একসময় ফিলিস্তিনীরা যুদ্ধের জন্য জমায়েত হয়েছিল। সেই সময় দাউদ ও ইলিয়াসর তাদের বিদ্রূপ করে যুদ্ধ আহ্বান করলেন। ইসরায়েলীরা তখন পালিয়ে গেল। 10কিন্তু ইলিয়াসর একা সমানে ফিলিস্তিনী সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে গেলেন। ক্লান্ত, অবসন্ন হয়ে তাঁর হাত অসাড় ও শক্ত হয়ে গেল, তাঁর হাতে তরোয়াল আটকে গেল। শেষ পর্যন্ত সেদিন প্রভু পরমেশ্বরই বিজয়ী হলেন। যুদ্ধ জয়ের পর ইসরায়েলীরা ইলিয়াসরের কাছে ফিরে এল মৃত সৈন্যদের কাছ থেকে অস্ত্র-শস্ত্র লুঠ করার জন্য।
11বিখ্যাত তিনজন বীর যোদ্ধার মধ্যে তৃতীয় জনের নাম ছিল শামমাহ্। তিনি ছিলেন হারার নিবাসী আগীর পুত্র। লেহিতে এক মসুর ডালের ক্ষেতে ফিলিস্তিনীরা ইসরায়েলীদের সাথে যুদ্ধ করার জন্য জড়ো হতেই ইসরায়েলীরা তাদের ভয়ে পালিয়ে গেল। 12শামমাহ্ তখন সেই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে একা ফিলিস্তিনীদের প্রতিহত করে ক্ষেত্র রক্ষা করলেন। যুদ্ধে সমস্ত ফিলিস্তিনী সৈন্য নিহত হল। প্রভু পরমেশ্বর সেদিনের যুদ্ধেও চূড়ান্ত জয়লাভ করলেন।
13ফসল কাটার মরশুমে “ত্রিশজন” প্রধানের মধ্যে তিনজন অদুল্লম গুহায় দাউদের কাছে গেলেন। সেই সময় ফিলিস্তিনী সৈন্যদল রফায়িম উপত্যকায় শিবির সন্নিবেশ করেছিল 14তখন দাউদ ছিলেন একটি পার্বত্য দুর্গে। আর এদিকে একদল ফিলিস্তিনী সৈন্য বেথলেহেম দখল করে রেখেছিল। 15এই সময় দেশের জন্য দাউদের খুব মন খারাপ করাতে তিনি বললেন, যদি কেউ বেথলেহেমের তোরণদ্বারের পাশের কুয়ো থেকে জল এনে আমায় খাওয়াত-তাহলে কি ভালই না হত। 16সেই তিনজন যোদ্ধা তাঁর কথা শুনে ফিলিস্তিনীদের শিবিরের ভিতর দিয়ে জোর করে বেথলেহেমে গিয়ে তোরণের পাশের কুয়ো থেকে জল তুলে এনে দাউদকে দিল। তিনি কিন্তু সেই জল খেলেন না। প্রভু পরমেশ্বরের কাছে নৈবেদ্যরূপে সেই জল ঢেলে দিলেন। 17বললেন, হে প্রভু পরমেশ্বর, এই জল আমি খেতে পারি না। এই জল খাওয়ার অর্থ, যারা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে জল এনেছে, তাদের রক্ত পান করা। তাই তিনি জল খেতে চাইলেন না। এইভাবে তিনজন বীর সৈনিক এই দুঃসাহসিক কাজ করেছিল। 18যোয়াবের ভাই অবিশয় (এঁদের মা সরূয়া) এই “বিখ্যাত ত্রিশজনের” দলপতি#23:18 হিব্রু: তিনজন। সম্ভাব্য পাঠ ছিলেন। তিনি একাই বর্শা হাতে তিনশো জনের সঙ্গে যুদ্ধ করে তাদের বধ করেন এবং এই ত্রিশজনের মধ্যে খুবই বিখ্যাত হয়ে পড়েন ও তাদের নেতা হন। 19ত্রিশজনের দলের মধ্যে তিনি সুবিখ্যাত হলেও ঐ তিন বীর যোদ্ধার সমকক্ষ ছিলেন না। 20কাবজীল নিবাসী যিহোয়াদার পুত্র বনায় ছিলেন আর একজন নামজাদা যোদ্ধা। তিনি অনেক সাহসিকতার কাজ করেছিলেন। দুজন মোয়াবী বীর যোদ্ধাকে হত্যাও তাঁর এই কাজের মধ্যে পড়ে। একবার এক তুষার ঝরা দিনে তিনি একটা গর্তের মধ্যে ঢুকে একটা সিংহ মেরেছিলেন। 21বিরাটাকায় এক মিশরী ব্যক্তিকেও তিনি হত্যা করেছিলেন। মিশরীর হাতে ছিল বর্শা। বনায় একটা মুগুর হাতে তার কাছে গিয়ে তার বর্শাটা কেড়ে নেন এবং তারই বর্শা দিয়ে তাকে হত্যা করেন। 22এই সমস্ত দুঃসাহসিক কাজ করে বনায় ঐ ত্রিশজনের একজন হতে পেরেছিলেন। 23কিন্তু এদের মধ্যে তিনি খুব নাম করলেও ঐ “বিখ্যাত তিনজনের” সমকক্ষ হতে পারেন নি। দাউদ তাঁকে তাঁর দেহরক্ষী দলের প্রধানের দায়িত্ব দিয়েছিলেন।
24-39যোয়াবের ভাই অসাহেল, বেথলেহেম নিবাসী ডোডোর পুত্র ইলহানন, হারোদ নিবাসী শামমাহ্ ও ইলিকা, পেলেত নিবাসী হেলেস, টেকোয়ার ইককেশের পুত্র ইরা, আনাথোত নিবাসী অবিয়েশর, হুশাহ্ নিবাসী মবুননয়, অহোহ্ নিবাসী সাল্মোন, নটোফা নিবাসী বানাহ্-এর পুত্র হেলব, বিন্যামীন গোষ্ঠীর এলাকা গিবিয়ার রিবায়-এর পুত্র ইত্তয়, পিরিয়াথন নিবাসী বেনাইয়াহ্, গাশ্ উপত্যকার অধিবাসী হিদ্দয়, অরাবার অবিয়ালবোন, বহুরিমের আসমাবেত, শালবনের এলিয়াহবা, যাশেনের পুত্রেরা, যোনাথন, হরারের শাম্মাহ। হরার নিবাসী অহিয়ামের পুত্র শরব, মাকাহ্ নিবাসী অহসবায়ের পুত্র ইলিফেলট, গিলো নিবাসী অহিথোফলের পুত্র ইলিয়াম কার্মেলের হেষ্রো, অর্বের পারই, সোবাহ্ নিবাসী নাথানের পুত্র জিগাল, গাদ নিবাসী বানী, আম্মোন নিবাসী সেলেক, বিরোথ নিবাসী নহরয়, ছিলেন সরূয়ার পুত্র যোয়াবের অস্ত্রবাহক। যিত্রো নিবাসী ইরা ও গারেব, হিত্তিয় উরিয়।
দাউদের সৈন্যদলে সবসমেত সাঁইত্রিশজন বিখ্যাত যোদ্ধা ছিলেন।
Currently Selected:
২ শমুয়েলে 23: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.