২ শমুয়েলে 23:3-4
২ শমুয়েলে 23:3-4 BENGALCL-BSI
ইসরায়েলের ঈশ্বর বলেছেন, ইসরায়েলের রক্ষক আমায় বলেছেনঃ যে রাজা ন্যায়পরায়ণতায় প্রজাশাসন করেন, সসম্ভ্রমে ঈশ্বরের বাধ্য হয়ে প্রজাপালন করেন, সেই প্রজাদের কাছে তিনি প্রভাতের আলোকের মত, মেঘমুক্ত প্রভাতের স্নিগ্ধ উজ্জ্বল আলোকের মত। তাদের কাছে তিনি যেন বর্ষণশেষে তৃণ দলে প্রতিফলিত সূর্যালোক।