২ পিতর 1
1
মঙ্গলাচরণ
1ঈশ্বর এবং আমাদের পরিত্রাতা যীশু খ্রীষ্টের ধার্মিকতার গুণে যারার আমাদের ধর্মবিশ্বাসের অধিকারী হয়েছ তোমাদের সকলের কাছে আমি শিমোন পিতর, যীশু খ্রীষ্টের সেবক ও প্রেরিতশিষ্য এই পত্র লিখছি।#যিহুদা 2
2ঈশ্বর এবং আমাদের প্রভু যীশু খ্রীষ্টের বিষয়ে জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে তোমরা প্রচুর অনুগ্রহ ও শান্তি লাভ কর।
খ্রীষ্টানুগামীদের অধিকার ও দায়িত্ব
3যিনি আপন গৌরব ও মাহাত্ম্যে আমাদের আহ্বান করেছেন তাঁরই ঐশীশক্তিবলে আমরা তাঁর সম্পর্কে জ্ঞানলাভ করেছি এবং জীবনযাপন ও ধর্মাচরণ সংক্রান্ত সমস্ত বিষয় আমরা জানতে পেরেছি। 4এর দ্বারাই আমাদের কাছে ব্যক্ত হয়েছে তাঁর মহামূল্য ও সুমহান প্রতিশ্রুতি যাতে সেগুলির সাহায্যে তোমরা জাগতিক কামনা-বাসনা সঞ্জাত মালিন্যের স্পর্শ এড়িয়ে ঐস্বরিক প্রকৃতি লাভ করতে পার। 5এইজন্যই তোমরা বিশেষভাবে চেষ্টা কর যাতে তোমাদের বিশ্বাসের সঙ্গে সদাচরণের, সদাচরণের সঙ্গে প্রজ্ঞার, 6প্রজ্ঞার সঙ্গে আত্মসংযমের, আত্মসংযমের সঙ্গে ধৈর্যের, ধৈর্যের সঙ্গে নিষ্ঠার, 7নিষ্ঠার সঙ্গে ভ্রাতৃস্নেহের এবং ভ্রাতৃস্নেহের সঙ্গে প্রেমের ঘনিষ্ঠ সংযোগ স্থাপিত হয়।#রোমীয় 12:10; গালা 6:10 8কারণ এই গুণগুলি যদি তোমাদের থাকে ও বিকশিত হয়, তাহলে এগুলিই তোমাদের প্রভু যীশু খ্রীষ্ট সংক্রান্ত জ্ঞান লাভে সাহায্য করবে, তোমাদের নিষ্ক্রিয় ও বিফল হতে দেবে না। 9এগুলি যার নেই সে অদূরদর্শী, অন্ধ। তার বিগত জীবনের পাপ যে ক্ষমা করা হয়েছে সেকথা ভুলে গেছে। 10সেইজন্যই, বন্ধুগণ, তোমাদের আহ্বান ও মনোনযন সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য তোমরা আরও বেশী সচেষ্ট হও। চেষ্টা করলে তোমরা কখনও বিফল হবে না। 11এভাবে চললে তোমরা লাভ করবে আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রীষ্টের শাশ্বত রাজ্যে প্রবেশ করার অবাধ অধিকার।#যোহন 3:5; কল 1:13
নবীদের দৃষ্টান্ত
12সেইজন্য এ সব কথা বারবার তোমাদের স্মরণ করিয়ে দিতে আমি ইতস্ততঃ করি না। যদিও এ সবই তোমরা জান এবং যে সত্য তোমরা জেনেছ সেই সত্যেই তোমরা এখন সংস্থিত।#যিহুদা 5 13যতদিন এই দেহ শিবিরে আমার আবাস ততদিন তোমাদের সচেতন করার জন্য এসব কথা স্মরণ করিয়ে দেওয়া আমার কর্তব্য বলে মনে করি।#২ করি 5:1; ২ পিতর 3:1 14আমাদের প্রভু যীশু খ্রীষ্ট এ কথা আমার কাছে প্রকাশ করেছেন বলে আমি জানি যে শীঘ্রই আমাকে এ শিবির ছেড়ে যেতে হবে।#যোহন 21:18-19 15আমি বিশেষভাবে চেষ্টা করব যেন আমি গত হওয়ার পরও তোমরা এসব কথা সর্বদা স্মরণে রাখতে পার।
16কাল্পনিক কোন রূপকথার উপর ভিত্তি করে আমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পরাক্রম ও পুনরাগমনের কথা তোমাদের কাছে বলিনি। আমরা তাঁর মহিমার প্রত্যক্ষদর্শী। 17তিনি যখন পিতা ঈশ্বর কর্তৃক সম্মানিত ও গৌরবান্বিত হয়েছিলেন তখন মহাপ্রতাপ ও মহিমাদৃপ্ত কণ্ঠে এই দৈববাণী উচ্চারিত হয়েছিল, ‘উনিই আমার প্রিয় পুত্র, আমার পরম প্রীতিভাজন’।#মথি 17:1-5 18স্বর্গ থেকে ঘোষিত এই বাণী আমরা শুনেছিলাম কারণ আমরা তখন তাঁর সঙ্গে সেই পবিত্র পর্বতে ছিলাম।
19এর দ্বারা আমাদের কাছে নবীদের বাণীতে আমাদের প্রত্যয় আরও সুদৃঢ় হয়েছে। তোমরা তাতে মনোনিবেশ করলে ভালই হবে, কারণ যতদিন না দিনের আলো ফুটে ওঠে এবং তোমাদের হৃদয়াকাশে প্রভাতী তারার উদয় হয় ততদিন এই বাণীই হবে অন্ধকারে প্রদীপের মত।#২ করি 4:6; ১ পিতর 1:10; ২ তিম 3:16-17 20প্রথমে জেনে রাখ, শাস্ত্রে নবীদের যে সব উক্তি আছে, কোন ব্যক্তি তার নিজের কোন ব্যাখ্যা দিতে পারে না। 21কারণ ঐশীবাণী কখনও কোন মানুষের কল্পনা অনুযায়ী উচ্চারিত হয়নি। পবিত্র আত্মা দ্বারা নিয়ন্ত্রিত মানুষেরাই ঈশ্বরের বাণী ঘোষণা করেছেন।
Currently Selected:
২ পিতর 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.