২ রাজাবলি 21
21
যিহুদীয়ারাজ মনঃশি
(২ বংশা 33:1-20)
1মনঃশি যখন যিহুদীয়ার রাজা হন তখন তাঁর বয়স ছিল মাত্র বারো বছর। তিনি পঞ্চান্ন বছর রাজত্ব করেন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। তাঁর মায়ের নাম ছিল হেফ্সিবা। 2প্রভু পরমেশ্বর এ দেশে তাঁর প্রজাদের আনার জন্য এ দেশের যে সমস্ত জাতিকে তাড়িয়ে দিয়েছিলেন, মনঃশি তাদের অনুসৃত জঘন্য আচার-অনু্ষ্ঠান পালন করে প্রভু পরমেশ্বরের কাছে পাপ করেছিলেন।#যির 15:4 3তাঁর পিতা যে সমস্ত দেবস্থান ধ্বংস করেছিলেন তিনি সেগুলি আবার নির্মাণ করেন। ইসরায়েলরাজ আহাবের মত তিনিও বেলদেবের উপাসনার জন্য বেদী ও আশেরা দণ্ড নির্মাণ করেছিলেন। মনঃশি আকাশের সমস্ত গ্রহ-নক্ষত্রেরও পূজা করতেন। 4প্রভু পরমেশ্বর নিজের উপাসনার জন্য যে স্থান নির্দিষ্ট করেছিলেন, বলেছিলেন, ‘এই জেরুশালেমে আমার উপাসনা হবে’—সেই মন্দিরে মনঃশি গ্রহ-নক্ষত্রের পূজার জন্য কতকগুলি বেদী নির্মাণ করেছিলেন।#২ শমু 7:13 5প্রভুর মন্দিরের দুটি প্রাঙ্গণেও তিনি একই উদ্দেশ্য বেদী তৈরী করেছিলেন। 6তিনি তাঁর পুত্রকে হোমবলিরূপে উৎসর্গ করেছিলেন। তিনি মন্ত্র-তন্ত্র ও যাদুবিদ্যার অনুশীলন করতেন এবং দৈবজ্ঞ ও প্রেতসিদ্ধ লোকদের পরামর্শ নিতেন। এইভাবে তিনি মারাত্মকভাবে পাপকর্মে লিপ্ত হয়ে প্রভু পরমেশ্বরকে ভীষণ ক্রুদ্ধ করে তুলেছিলেন। 7তিনি আশেরা দেবীর প্রতিমা খোদাই করে প্রভুর মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন যে মন্দির সম্পর্কে প্রভু পরমেশ্বর দাউদ ও তাঁর পুত্র শলোমনকে বলেছিলেন, ইসরায়েলীদের সমস্ত এলাকার মধ্যে জেরুশালেম নগরীতে আমি মনোনীত করেছি। এই মন্দিরে আমারই উপাসনা হবে চিরকাল#১ রাজা 9:3-5; ২ বংশা 7:12-18 8ইসরায়েলীরা যদি আমার সমস্ত আদেশ পালন করে, আমার দাস মোশি তাদের যে সব বিধান দিয়েছিল—সমস্ত যদি তারা মেনে চলে, তাহলে তাদের পূর্বপুরুষদের যে দেশ আমি দিয়েছিলাম, সেখান থেকে আমি কোনদিন তাদের বিতাড়িত হতে দেব না। 9কিন্তু তারা শুনল না। এদেশে প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আনার জন্য যে সমস্ত জাতিকে বিতাড়িত করেছিলেন তাদের চেয়েও জঘন্য পাপে মনঃশি তাদের প্ররোচিত করলেন।
10প্রভু পরমেশ্বর তাঁর সেবক নবীদের মাধ্যমে বলেছিলেনঃ 11যিহুদীয়ারাজ মনঃশি এদেশের কনানীদের চেয়েও জঘন্য অনাচার করেছে এবং যিহুদীয়ার প্রজাদের প্রতিমা পূজায় প্রবৃত্ত করেছে। 12সেইজন্য আমি প্রভু, ইসরায়েলের পরমেশ্বর জেরুশালেম ও যিহুদীয়ার এমন দুর্দশা করব যে, তার কথা যে শুনবে সেই স্তম্ভিত হয়ে যাবে। এই আমার স্থির সিদ্ধান্ত। 13আমি শমরিয়া এবং ইসরায়েলরাজ আহাব ও তার বংশধরদের যে শাস্তি দিয়েছি, জেরুশালেমকেও তেমনি শাস্তি দেব। লোকে যেমন বাসন মেজে-ধুয়ে পরিস্কার করে উবুড় করে রাখে, আমিও তেমনি জেরুশালেমকে মেজে-ধুয়ে পরিস্কার করব। 14প্রজাদের মধ্যে যারা বাকী থাকবে, তাদের আমি পরিত্যাগ করব, তাদের শত্রুর হাতে সমর্পণ করব । তারা শত্রুর কাছে পরাজিত হবে, লুন্ঠিত হবে তাদের দেশ। 15কারণ তাদের পূর্বপুরুষেরা মিশর থেকে উদ্ধার পাওয়ার দিন থেকে আজ পর্যন্ত পাপ করে চলেছে এবং আমাকে ক্রুদ্ধ করে তুলেছে।
16তার উপরে, মনঃশি বহু নিরপরাধ লোককে হত্যা করে জেরুশালেমে রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন। যিহুদীয়ার লোকদের প্রতিমা পূজায় লিপ্ত করে প্রভুর কাছে যে পাপ তিনি করেছিলেন তার সাথে এই পাপও যুক্ত হয়েছিল।
17মনঃশির সমস্ত কীর্তি কাহিনী, তাঁর পাপ ও অনাচারের কাহিনী যিহুদীয়ার রাজবংশের ইতিহাস গ্রন্থে লেখা আছে। 18মনঃশির মৃত্যুর পর তাঁকে রাজপ্রাসাদের উজ্জার বাগানে কবর দেওয়া হয়। তাঁর পুত্র আমোন তাঁর সিংহাসনে বসেন।
যিহুদীয়ারাজ আমোন
(২ বংশা 33:21-25)
19আমোন বাইশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং দুবছর রাজত্ব কেরন। জেরুশালেম ছিল তাঁর রাজধানী। যটবা নিবাসী হারুজের কন্যা মেসহুলেমেথ ছিলেন তাঁর মা। 20পিতা মনঃশির মত তিনিও প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন। 21তিনি তাঁর পিতার পথ অনুসরণ করতেন এবং পিতার উপাস্য দেবতাদের প্রতিমা পূজা করতেন। 22তিনি তাঁর পূর্বপুরুষদের উপাস্য প্রভু পরমেশ্বরকে পরিত্যাগ করেছিলেন এবং প্রভুর আদেশ পালন করতেন না।
23আমোনের পারিষদবর্গ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজপ্রাসাদের মধ্যেই তাঁকে হত্যা করে। 24কিন্তু প্রজারা আমোনের হত্যাকারীদের হত্যা করে তাঁর পুত্র যোশিয়কে রাজপদে অভিষিক্ত করেন।
25আমোনের সমস্ত কীর্তিকাহিনী যিহুদীয়ার রাজবংশের ইতিহাস গ্রন্থে লেখা আছে। 26আমোনকে উজ্জার বাগানের সমাধিগুহায় সমাহিত করা হয়। তাঁর পুত্র যোশিয় তাঁর সিংহাসনে বসেন।
Currently Selected:
২ রাজাবলি 21: BENGALCL-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.