YouVersion Logo
Search Icon

২ করিন্থীয় 6

6
1ঈশ্বরের সঙ্গে কাজ করছি বলেই তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, ঈশ্বরের অনুগ্রহ যেন তোমাদের জীবনে বিফল না হয়।#১ করি 3:9; ২ করি 5:20; মার্ক 16:20 2কারণ তিনি বলেছেনঃ
‘শুভলগ্নে তোমার বিনতি আমি শুনলাম,
পরিত্রাণের দিনে হলাম তোমার সহায়।’দেখ, এখনই সেই ‘অনুগ্রহের শুভলগ্ন’, আজই ‘পরিত্রাণের দিন’।#যিশা 49:8; লুক 4:19
3যে ব্রত আমরা পালন করছি, তার অপবাদ যাতে না হয়, তার জন্য আমরা কারও বিঘ্ন সৃষ্টি করি না।#২ করি 4:2; 12:10-12; ২ তিম 3:10-11 4বরং ঈশ্বরের সেবক বলে আমরা সব অবস্থায় নিজেদের যোগ্য বলে প্রমাণ করার চেষ্টা করি। বিপুল ধৈর্যে আমরা সর্বপ্রকার দুঃখকষ্ট, অনটন, বিপদ,#২ করি 11:23-28 5প্রহার, কারাবাস, গণবিক্ষোভ, কঠোর পরিশ্রম, অনিদ্রা, অনাহার সহ্য করছি। 6আমাদের শুচিতা, জ্ঞান, সহিষ্ণুতা, সদাশয়তা, পবিত্র আত্মার বর, অকৃত্রিম ভালবাসা,#১ তিম 4:12; রোমীয় 15:19; 12:9 7সত্যবাদিতা এবং ঈশ্বরের পরাক্রম দ্বারা আমরা ঈশ্বরের সেবকরূপে যোগ্যতার পরিচয় দিচ্ছি। সংগ্রামের জন্য আমরা ধার্মিকতাকে অস্ত্ররূপে ধারণ করেছি।#১ করি 2:4; ইফি 1:13; 6:11-17 8সম্মান ও অসম্মান, সুখ্যাতি ও অখ্যাতি, উভয়ই জুটছে আমাদের ভাগ্যে। প্রতাক বলে আখ্যাত হলেও আমরা সত্যনিষ্ঠ। 9কেউ যেন আমাদের চেনে না অথচ আমরা সুপরিচিত। আমরা মৃতপ্রায় অথচ জীবিত, আমরা দণ্টিত কিন্তু নিহত নই।#২ করি 4:10; গীত 118:18 10আমরা দুঃখ পাই অথচ সদাই প্রফুল্ল। আমরা দরিদ্র হলেও আনেককে করছি সমৃদ্ধ, আমাদের কিছুই নেই, অথচ আমরা সব কিছুর অধিকারী।#ফিলি 4:12-13
11করিন্থের বন্ধুগণ, তোমাদের কাছে আমরা খোলা মনে কথা বলছি। আমাদের হৃদয় উন্মুক্ত করেছি তোমাদের কাছে,#গীত 119:32; ২ করি 7:3; 11:11; 12:15 12যদি কিছু বাধা থাকে তবে তা রয়েছে তোমাদের মনে আমাদের মনে কিছু নেই। 13আমার সন্তান মনে করেই আমি তোমাদের বলছি, আমাদের উদারতার প্রতিদানে তোমরা হৃদয় উন্মুক্ত কর।#১ করি 4:14
মন্দের সঙ্গে আপস নয়
14যারা খ্রীষ্টে বিশ্বাস করে না, তাদের সঙ্গে তোমরা অসম মেলবন্ধনে আবদ্ধ হয়ো না। ধর্মের সঙ্গে অধর্মের মিল কোথায়? অন্ধকারের সঙ্গে আলোর কি সম্পর্ক?#দ্বি.বি. 7:3; যিহো 23:12; ইষ্রা 9:1-2; ১ করি 7:39; ইফি 5:7-11 15বেলিয়াল*-এর সঙ্গে কোন বিষয়ে কি খ্রীষ্টের ঐকমত্য হতে পারে? অবিশ্বাসীর সঙ্গে বিশ্বাসী কিসে অংশ গ্রহণ করতে পারে? #১ করি 10:21 16ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার সম্পর্ক কি? আমরাই সদাজাগ্রত ঈশ্বরের মন্দির, ঈশ্বর বলেছেনঃ
আমি তাদের মাঝে করব অধিষ্ঠান,
তাদেরই সঙ্গে চলবে আমার
নিত্য আসা যাওয়া। আমি হব তাদের ঈশ্বর,
আর তারা হবে আমার প্রজা।#১ করি 3:16; যাত্রা 6:7; লেবীয় 26:12; যির 31:33; যিহি 11:20; 37:26-27; সখ 8:8; প্রকা 2:1; 21:3
17সুতরাং ওদের মধ্যে থেকে বেরিয়ে এস,
পৃথক হও তোমরা ওদের কাছ থেকে,
এড়িয়ে চল অশুচিত সংস্পর্শ।
তাহলে আমি আপন করে নেব তোমাদের,
একথা বলেছেন প্রভু পরমেশ্বর।#যিহি 20:34-41; যিশা 52:11; প্রকা 18:4
18আমি হব তোমাদের পিতা,
আর তোমরা হবে আমার পুত্র-কন্যা।
সর্বনিয়ন্তা প্রভু বলেছেন এ কথা।#২ শমু 7:8; যিশা 43:6; যির 31:9; 32:38; হোশেয় 1:10; প্রকা 21:7

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for ২ করিন্থীয় 6