YouVersion Logo
Search Icon

২ বংশাবলি 36

36
যিহুদীয়ারাজ যিহোয়াস
(২ রাজা 23:30-35)
1যিহুদীয়ার জনগণ যোশিয়ের পুত্র যিহোয়াসকে রাজপদের জন্য মনোনীত করে তাঁকে জেরুশালেমে রাজারূপে অভিষিক্ত করে। 2তেইশ বছর বয়সে যিহোয়াস যিহুদীয়ার রাজা হন এবং মাত্র তিন মাস রাজত্ব করেন। 3মিশররাজ নেকো তাঁকে বন্দী করে নিয়ে যান এবং একশো তালন্ত#36:3 একশো তালন্ত =3,4000 কিলোগ্রাম রূপো, এক তালন্ত সোনা= চৌত্রিশ কিলাগ্রাম সোনা রূপো ও এক তালন্ত সোনা কর রূপে ধার্য করেন। 4মিশররাজ নেকো যিহোয়াসের ভাই ইলিয়াকিমকে যিহুদীয়ার রাজা করেন এবং তাঁর নাম পরিবর্তন করে যিহোয়াকিম রাখেন। যিহোয়াসকে তিনি নিয়ে যান মিশরে।#যির 22:11-12
যিহুদীয়ারাজ যিহোয়াকিম
(২ রাজা 23:36—24:7)
5যিহোয়াকিম পঁচিশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন। তিনি তাঁর ঈশ্বর প্রভু পরমেশ্বরের অপ্রীতিজনক কাজ করে পাপ করেছিলেন।#যির 22:18-19; 26:1-6; 35:1-19 6ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার যিহুদীয়ার রাজ্য আক্রমণ করেন এবং যিহোয়াকিমকে শৃঙ্খলিত করে ব্যাবিলনে নিয়ে যান।#যির 25:1-38; 36:1-32; 45:1-5; দানি 1:1-2 7রাজা নেবুকাডনেজার মন্দিরের কিছু তৈজসপত্র নিয়ে যান এবং ব্যাবিলনে নিজের রাজপ্রাসাদে রাখেন। 8যিহোয়াকিমের সমস্ত কর্মের বৃত্তান্ত তাঁর ঘৃণ্য ক্রিয়াকলাপ ও দুষ্কর্মের বিবরণ ইসরায়েল ও যিহুদীয়ার রাজবংশের ইতিহাসে লিপিবদ্ধ আছে। যিহোয়াকিমের পর যিহোয়াখিন রাজা হন।
যিহুদীয়ার যিহোয়াখিন
(২ রাজা 24:8-17)
9যিহোয়াখিন আঠেরো#36:9 কোন কোন প্রাচীন অনুবাদে 18 বৎসর পাওয়া যায়। হিব্রু 8 বৎসর ২ রাজা 24:8 দ্রষ্টব্য বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং জেরুশালেমের তিন মাস দশ দিন রাজত্ব করেন। তিনিও প্রভু পরমেশ্বরের বিরুদ্ধাচরণ করে পাপ করেছিলেন। 10বসন্তকাল এলে রাজা নেবুকাডনেজার যিহোয়াখিনকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যান এবং মন্দিরের সমস্ত ধনরত্ন নিয়ে যান। নেবুকাডনেজার যিহোয়াখিনের কাকা#36:10 কোন কোন প্রাচীন অনুবাদে ‘কাকা’ পাওয়া যায়। হিব্রু ভাই। ২ রাজা 24: 17 দ্র্টব্য সেদেকিয়াহকে যিহুদীয়া ও জেরুশালেমের রাজা করে যান।#যির 22:24-30; 24:1-10; 29:1-2; 37:1; যিহি 17:12,13
যিহুদীয়ার সেদেয়াকিয়াহ্‌
(২ রাজা 24:18-20; যির 52:1-3)
11সেদেকিয়াহ একুশ বছর বয়সে যিহুদীয়ার রাজা হন এবং এগারো বছর জেরুশালেমে রাজত্ব করেন।#যির 27:1-22; 28:1-17 12তিনি প্রভু পরমেশ্বরের বিরুদ্ধাচরণ করে পাপ করেছিলেন। নবী যিরমিয় তাঁকে প্রভু পরমেশ্বরের বাণী শোনালেও তিনি সে কথায় কর্ণপাত করে নতিস্বীকার করেন নি।
জেরুশালেমের পতন
(২ রাজা 25:1-21; যির 52:3-11)
13রাজা নেবুকাডনেজার সেদেকিয়াহকে ঈশ্বরের নামে শপথ করিয়ে তাঁর অনুগত থাকতে বাধ্য করেছিলেন কিন্তু সেদেকিয়াহ নেবুকাডনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি ঔদ্ধত্যে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসতে অস্বীকার করেন।#যিহি 17:15 14উপরন্তু যিহুদীয়ার নেতৃবৃন্দ, পুরোহিতবৃন্দ এবং জনসাধারণ প্রতিবেশী জাতিবৃন্দের অনুকরণে প্রতিমাপূজা করে সেই মন্দিরকে অপবিত্র করে, যে মন্দির স্বয়ং প্রভু পরমেশ্বর পবিত্র করেছিলেন। 15ইসরায়েলের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তাঁর নবীদের তাদের কাছে পাঠাতেন তাঁর প্রজাদের সাবধান করার জন্য কারণ তিনি তাদের ও তাঁর মন্দিরকে রক্ষা করতে চেয়েছিলেন। 16কিন্তু তারা তাঁর সংবাদবাহক নবীদের উপহাস করত, তাঁদের কথা তুচ্ছ করে তাঁদের বিদ্রূপ করত। এইভাবে শেষ পর্যন্ত অবস্থা চরমে পৌঁছালে প্রভু পরমেশ্বরের প্রডণ্ড ক্রোধের হাত থেকে তাঁর প্রজাদের মুক্তির কোন পথ থাকল না।
17প্রভু পরমেশ্বর তাদের আক্রমণ করার জন্য ব্যাবিলনরাজকে নিয়ে এলেন। রাজা যিহুদীয়ার যুবকদের হত্যা করতে লাগলেন, মন্দিরের মধ্যেও তাদের হত্যা করা হল। যুবক-বৃদ্ধ, নর-নারী, সুস্থ-অসুস্থ নির্বিশেষে তিনি সকলকে হত্যা করলেন, কারও প্রতি তাঁর কোন দয়া-মায়া ছিল না।#যির 21:1-10; 34:1-5 18ব্যাবিলনরাজ মন্দির লুন্ঠন করলেন, মন্দিরের কোষাগার এবং রাজা ও তাঁর পারিষদবর্গের যাবতীয় ধনরত্ন নিয়ে ব্যাবিলনে চলে গেলেন। 19তিনি মন্দির, সমস্ত ধনসম্পদ ও রাজপ্রাসাদসহ নগরীকে আগুনে পুড়িয়ে দিলেন এবং নগরের প্রাচীর ভেঙ্গে দিলেন। 20অবশিষ্ট লোকদের তিনি বন্দী করে ব্যাবিলনে নিয়ে গেলেন। সেখানে তারা ক্রীতদাসরূপে রাজার ও তাঁর পরিবারের সকলের সেবা করতে লাগল। যতদিন না পারস্য সাম্রাজ্যের অভ্যুথ্থান হয় ততদিন এই অবস্থা চলতে লাগল। 21নবী যিরমিয়ের মাধ্যমে প্রভু পরমেশ্বর যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এইভাবে তা পূর্ণ হল। তিনি বলেছিলেনঃ দেশে সাব্বাথ দিনের বিশ্রাম#36:21 সাব্বাথ দিনের বিশ্রাম =বিধান পুস্তকের নির্দেশ আছে যে প্রতি সপ্তম বছরে দেশের ভূমিতে চাষ আবাদ করা যাবে না–লেবীয় 25:1-7 দ্রষ্টব্য। যতদিন প্রতিপালিত হয়নি, সেই বিশ্রাম ততদিন ভোগ করার জন্য দেশ সত্তর বছর উৎসন্ন অবস্থায় পড়ে থাকল।#যির 25:11; 29:10
ইহুদীদের দেশে প্রত্যাবর্তনের জন্য সাইরাসের আদেশ
(ইষ্রা 1:1-4)
22সাইরাস পারস্য#36:22 সাইরাস: পারস্য সম্রাট খ্রীষ্টপূর্ব 539 অব্দে ব্যাবিলন অধিকার করেন এবং ব্যাবিলনের সম্রাটরূপে রাজত্ব আরম্ভ করেন। সাম্রাজ্যের সম্রাট হবার প্রথম বছরে প্রভু পরমেশ্বর নবী যিরমিয়ের মাধ্যমে যে কথা বলেছিলেন, সেই কথা সফল হল। তিনি সাইরাসের মনে প্রেরণা দিলেন যাতে তিনি লিখিতভাবে এই নির্দেশ দেন এবং তাঁর সাম্রাজ্যের সর্বত্র সেই নির্দেশ পাঠ করা হয়:
23পারস্য সম্রাট সাইরসের আদেশ, স্বর্গের ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে সারা পৃথিবীর শাসনকর্তা করেছেন এবং যিহুদীয়ার জেরুশালেম নগরীতে তাঁর জন্য একটি মন্দির নির্মাণ করার দায়িত্ব দিয়েছেন। অতএব, তোমরা যারা ঈশ্বরের প্রজা, তারা সেখানে ফিরে যাও। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের সঙ্গে থাকুন।#যিশা 44:28

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ২ বংশাবলি 36