YouVersion Logo
Search Icon

১ শমুয়েলে ভূমিকা

ভূমিকা
বিচারপতিদের যুগ থেকে রাজতন্ত্রের যুগে ইসরায়েল জাতির উত্তরণের কাহিনী লিপিবদ্ধ হয়েছে শমুয়েলের প্রথম পুস্তকে। ইসরায়েলের জাতীয় জীবনের এই পরিবর্তন আবর্তিত হয়েছিল মূলতঃ তিনজনকে কেন্দ্র করে, শেষ মহান বিচারপতি শমুয়েল, ইসরায়েলের প্রথম রাজা শৌল এবং দাউদ, রাজক্ষমতা লাভের আগে যাঁর রোমাঞ্চকর ঘটনাবলী শমুয়েল ও শৌলের বিবরণের সঙ্গে গাঁথা হয়ে গেছে।
এই পুস্তকের মূল কথা, বাইবেলের পুরাতন নিয়মের অন্যান্য ইতিহাস পুস্তকগুলি মতই—ঈশ্বরের প্রতি নিষ্ঠা ও আনুগত্য সফলতা আনে, অন্যথায় আনে বিপর্যয়। এ কথা পুরোহিত এলির কাছে ঈশ্বরের প্রত্যাদেশের মধ্যেই সুস্পষ্টভাবে বলা হয়েছে। “যারা আমাকে মান্য করবে, আমিও তাদের গৌরবান্বিত করব, আর যারা আমাকে অবজ্ঞা করবে, তারা হবে অবমানিত” 2:30।
এই পুস্তকে রাজতন্ত্র প্রতিষ্ঠা সম্পর্কে মিশ্র অনুভূতির কথা বর্ণিত হয়েছে। প্রভু পরমেশ্বর স্বয়ং ইসরায়েল জাতির রাজারূপে পূজিত ছিলেন কিন্তু প্রজাদের অনুরোধের উত্তরেপ্রভু পরমেশ্বর তাদের জন্য একজন রাজা মনোনীত করলেন। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, রাজা এবং ইসরায়েলী প্রজাবৃন্দ—উভয়তঃই ঈশ্বরের সার্বভৌম অধিকার ও বিচারের অধীন ছিলেন (2:7-10)। ঈশ্বরের বিধানে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের সামন অধিকার—এ অধিকার অব্যাহত রাখতে হবে।
বিষয়বস্তুর রূপরেখা
ইসরায়েলের বিচারপতিরূপে শমুয়েল 1:1—7:17
শৌলের রাজ্যভিষেক 8:1—10:27
শৌলের রাজত্বের প্রথম বৎসর 11:1—15:35
দাউদ এবং শৌল 16:1—30:31
শৌল ও তাঁর পুত্রদের মৃত্যু 31:1-13

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in