YouVersion Logo
Search Icon

১ শমুয়েলে 8

8
রাজতন্ত্রের প্রতিষ্ঠা
1বার্ধক্যে উপনীত হয়ে শমুয়েল তাঁর পুত্রদের ইসরায়েলের বিচারকপদে নিয়োগ করলেন। 2তাঁর জ্যেষ্ঠ পুত্রের নাম যোয়েল এবং দ্বিতীয়ের নাম অবিয়, বেরশেবাতে এরা বিচারপদে নিযুক্ত ছিল। 3তারা কিন্তু শমুয়েলের পথ অনুসরণ করত না। তারা লাভের প্রত্যাশায় বিপথগামী হয়েছিল। উৎকোচ গ্রহণ করে ন্যায়বিচারের নামে প্রহসন করত, ন্যায়বিচার করত না। 4একদিন ইসরায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি একত্র হয়ে রামায় এসে শমুয়েলকে বললেন, 5দেখুন আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার পুত্রেরাও আপনার পথ অনুসরণ করে না। অতএব আপনি অন্যান্য জাতিদের মত শাসনকার্য পরিচালনার জন্য আমাদের উপর একজন রাজা নিযুক্ত করুন।#দ্বি.বি. 17:14 6তাদের এই কথায় শমুয়েল অসন্তুষ্ট হলেন। তিনি তখন প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করলেন। 7প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, লোকে তোমাকে যা বলছে, সেই কথাই শোন, কারণ তারা তোমাকে অগ্রাহ্য করে নি,কিন্তু তাদের উপর রাজা হিসাবে আমার কর্তৃত্বই অগ্রাহ্য করেছে। 8যেদিন মিশর থেকে আমি তাদের উদ্ধার করে এনেছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত তারা আমার প্রতি যেরকম আচরণ করেছে, আমাকে পরিত্যাগ করে অন্য দেবতাদের সেবা করেছে, তোমার প্রতিও তারা সেই রকম আচরণই করেছে। 9অতএব তুমি তাদের কথা শোন, কিন্তু দৃঢভাবে তাদের সতর্ক করে দাও এবং বুঝিয়ে দাও যে, তাদের প্রতি রাজার ব্যবহার কেমন হবে।
10শমুয়েল তখন যে সব লোক তাঁর কাছে রাজা নিয়োগের দাবী জানিয়েছিল তাদের কাছে প্রভু পরমেশ্বরের সমস্ত কথা বললেন। 11তিনি বললেন, যে রাজা তোমাদের উপরে রাজত্ব করবে, তোমাদের প্রতি তার আচরণ হবে এই রকম: সে তার রথ 3 অশ্বের পরিচর্যায় তোমাদের পুত্রদের নিযুক্ত করবে। 12তারা তার রথের আগে আগে দৌড়াবে। নিজের প্রয়োজনে সে তাদের কাউকে হাজার সৈন্যের নায়করূপে কাউকে বা পঞ্চাশজন সৈনের নায়করূপে নিযুক্ত করবে। তার জমি চাষের জন্য, ফসল কাটার জন্য, যুদ্ধের অস্ত্রশস্ত্র ও রথের সরঞ্জাম তৈরীর জন্য তাদের নিযুক্ত করবে। 13সে তোমাদের কন্যাদের রান্নার কাজে এবং সুরভি ও রুটি তৈরীর কারখানায় নিযুক্ত করবে। 14তোমাদের সবচেয়ে ভাল ক্ষেত, দ্রাক্ষা ও জলপাইকুঞ্জগুলি দখল করে তার নিজের কর্মচারীদের দান করবে। 15সে তোমাদের শস্য ও আঙুর ফলের দশভাগের এক ভাগ তোমাদের কাছ থেকে নিয়ে তার নিজস্ব কর্মচারী ও ভৃত্যদের দেবে। 16তোমাদের দাসদাসী, সেরা যুবকেরা এবং গাধাগুলিকে নিয়ে সে নিজের কাজে লাগাবে। 17সে তোমাদের পশুপালের দশভাগের এক ভাগ নেবে এবং তোমরা হবে তার দাস। 18যে রাজাকে তোমরা মনোনীত করবে তারই জন্য সেদিন তোমরা হাহাকার করবে, কিন্তু প্রভু পরমেশ্বর সেদিন তোমাদের ডাকে সাড়া দেবেন না। 19কিন্তু কোন লোক শমুয়েলের কথা শুনতে রাজী হল না, তারা সকলে বলল, না, আমরা একজন রাজা চাই-ই, 20কারণ আমরা অন্যান্য জাতিদের মত হতে চাই, আমাদের রাজা আমাদের শাসন করবেন এবং যুদ্ধক্ষেত্রে আমাদের নেতৃত্ব দেবেন। 21শমুয়েল জনতার কথা শুনলেন এবং সমস্তই প্রভু পরমেশ্বরের কাছে জানালেন। 22প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, এদের কথা শোন, এদের জন্য একজন রাজা নিযুক্ত কর। তখন শমুয়েল ইসরায়েলী জনতাকে বললেন, তোমরা এখন নিজ নিজ নগরে ফিরে যাও।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in