YouVersion Logo
Search Icon

১ শমুয়েলে 2

2
হান্নার স্তব
1হান্না প্রার্থনা ও স্তুতি নিবেদন করে বললেনঃ
প্রভু পরমেশ্বর পূর্ণ করেছেন হৃদয় আমার পরম আনন্দে
উন্নত করেছেন তিনি আমার শির
শত্রুর সম্মুখে মুখরিত আমার ওষ্ঠাধর
তাঁরই কৃপায় এই আনন্দ আমার।#লুক 1:46-55
2প্রভুর মত পবিত্র কেউ নয়
তুমি বিনা প্রভু কেউ নেই আর
অনুপম আশ্রয়শৈল ঈশ্বর আমাদের
তাঁর মত কেউ নেই।
3দম্ভভরে কেউ কথা বলো না
দর্প যেন নির্গত না হয় তোমাদের মুখ থেকে
কারণ প্রভু সর্বজ্ঞ ঈশ্বর
সকল কাজই তিনি তুলাদণ্ডে পরিমাপ করেন।
4বিক্রমীদের ধনু ভেঙ্গে চুরমার হয়ে গেল
কিন্তু দুর্বল পেল অমিত পরাক্রম।
5ভোগসপুখে পরিতৃপ্তের দল
অন্নের জন্য হল মজুর
আর যারা ছিল বুভুক্ষু
তারা পেল ক্ষুধার শান্তি
বন্ধ্যা হল সপ্তপুত্রের জননী
বহুপুত্রবতী হল রিক্তা।
6প্রভুই সংহারকর্তা, প্রভুই জীবনদাতা
পাতালে নামান তিনিই, তিনিই ঊর্ধ্বে উঠান।
7দারিদ্র্য ও ঐশ্বর্য প্রভুই দেন
উন্নতি অবনতি তাঁরই অবদান
8ধূলিশয্যা থেকে দীনকে
আবর্জনাস্তূপ থেকে দরিদ্রকে
তিনিই তুলে আনেন,
অভিজাতকুলে আসন দেন তাদের,
মর্যাদার আসনে অধিকার পায় তারা।
পৃথিবীর স্তম্ভরাজির অধিকর্তা প্রভু
তাদেরই উপরেই জগত স্থাপন করেছেন তিনি।
9তিনি পদস্খলন থেকে রক্ষা করেন তাঁর ভক্তদের
কিন্তু দুর্জনেরা বিলুপ্ত হবে ঘোর অন্ধকারে,
কারণ নিজ বলে সিদ্ধিলাভ হয় না কারও।
10প্রভুর বিপক্ষে যারা, তারা হবে চূর্ণ,
আকাশ থেকে তিনি বজ্রপাত করবেন তাদের
উপর, নিখিল বিশ্বের বিচার করবেন প্রভু
তিনি তাঁর রাজাকে করবেন বলদৃপ্ত
উন্নত করবেন তাঁর অভিষিক্তের শির#2:10 হিব্রু: শৃঙ্গ
11এলকানা রামায় নিজের বাড়িতে ফিরে গেলেন, কিন্তু বালকটি পুরোহিত এলির তত্ত্বাবধানে প্রভু পরমেশ্বরের পরিচর্যা করতে থাকল।
এলির পুত্রদের ধৃষ্টতা ও তার পরিণাম
12এলির পুত্রেরা নীচ প্রকৃতির লোক ছিল। প্রভু পরমেশ্বরের প্রতি তাদের কোন ভক্তিশ্রদ্ধা ছিল না এবং জনসাধারণের প্রতি পুরোহিতের কর্তব্য ও নৈবেদ্যের ন্যায্য প্রাপ্য সম্পর্কিত বিধিবিধান অগ্রাহ্য করত। 13কোন ব্যক্তি বলি উৎসর্গ করলে মাংস সিদ্ধ হওয়ার সময় পুরোহিতের ভৃত্য একটা ত্রিশূল হাতে নিয়ে উপস্থিত হত এবং 14হাঁড়ি, কড়া, ডাবর বা গামলা ইত্যাদির মধ্যে সেই ত্রিশূল দিয়ে খোঁচা মারত এবং ত্রিশূলে গেঁথে যা উঠে আসত সবই পুরোহিত আত্নসাৎ করত। 15ইসরায়েলের যত লোক শীলোতে আসত তাদের সকলের সঙ্গেই তারা এরকম ব্যবহার করত, এমন কি মেদ অগ্নিসাৎ হওয়ার আগেই পুরোহিতের ভৃত্য এসে বসি উৎসর্গকারীকে বলত, শল্য পাকের জন্য পুরোহিতের প্রাপ্য মাংস দাও, তিনি তোমার কাছ থেকে সিদ্ধ মাংস নেবেন না, কাঁচা মাংসই চান। 16যদি সেই ব্যক্তি বলত, আগে মেদ অগ্নিসাৎ হোক পরে তোমার ইচ্ছা মত নিও, তাহলে সে বলত, না এক্ষুণি দাও নইলে জোর করে কেড়ে নেব। 17এইভাবে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ঐ যুবকদের পাপ অত্যন্ত বেড়ে উঠল কারণ তারা প্রভু পরমেশ্বরের নৈবেদ্যও অবজ্ঞা করত।
এলি ও শমুয়েল
18বালক শমুয়েল ক্ষৌমবস্ত্রের এফোদ#2:18 এফোদ: পুরোহিতের পরিচ্ছদ পরে প্রভু পরমেশ্বরের পরিচর্যা করতেন। 19তাঁর মা প্রতি বৎসর তাঁর জন্য ছোট একটি পোষাক তৈরী করতেন এবং তিনি যখন তাঁর স্বামীর সঙ্গে বার্ষিক বলি উৎসর্গ করতে আসতেন তখন তাঁর জন্য সেটি নিয়ে আসতেন। 20এলি এলকানা ও তাঁর স্ত্রী হান্নাকে আশীর্বাদ করে বলতেন, তোমাদের প্রার্থিত ধন, যাকে প্রভু পরমেশ্বরের কাছ থেকে ভিক্ষা করে নিয়েছ চার পরিবর্তে প্রভু পরমেশ্বর তোমাকে এই স্ত্রীর গর্ভে আরও সন্তান দান করুন। 21তারপর তাঁরা বাড়ি ফিরে যেতেন। প্রভু পরমেশ্বর হান্নার প্রতি সদয় হলেন এবং হান্না তিনটি পুত্র ও দুটি কন্যার জননী হলেন। এদিকে বালক শমুয়েলও প্রভু পরমেশ্বরের সান্নিধ্যে বড় হতে লাগলেন।
22এলি যখন খুব বৃদ্ধ হলেন তখন ইসরায়েলের সমস্ত লোকের সঙ্গে তাঁর পুত্রদের দুর্ব্যবহারের কথা এবং সম্মিলন শিবিরদ্বারে পরিচর্যারত রমণীদের সঙ্গে তাদের ব্যভিচারের কথা প্রায়ই তাঁর কর্ণগোচর হত। 23তিনি তাদের বলতেন, কেন তোমরা এ রকম কাজ করছ? সব লোকের মুখেই আমি তোমাদের এই সব মন্দ কাজের খবর শুনতে পাচ্ছি। 24না, না, বৎসগণ, প্রভু পরমেশ্বরের প্রজারা যা রটনা করছে, যা আমার কানে এসেছে তা মোটেই ভাল নয়। 25যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির বিরুদ্দে পাপ করে তবে ঈশ্বর তার পক্ষে মধ্যস্থতা করেন, কিন্তু যদি কেউ প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করে তবে কে তার পক্ষে বিনতি করতে পারে? কিন্তু এলির পুত্রেরা পিতার কথায় কর্ণপাত করত না, কারণ তাদের বিনাশ করাই ছিল প্রভু পরমেশ্বরের অভিপ্রায়। 26বালক শমুয়েল ঈশ্বর ও মানুষের প্রীতির পাত্র হয়ে বয়সে ও মহত্ত্বে বেড়ে উঠতে লাগলেন।#লুক 2:52
27একদিন এলির পরিবারের একজন ঈশ্বরপরায়ণ ব্যক্তি এলির কাছে এসে বললেন, প্রভু পরমেশ্বর বলেছেনঃ তোমার পিতৃপুরুষেরা যখন মিশরে ফারাও-এর শাসনাধীন ছিল, তখন আমি নিজেকে তোমার পিতৃকুলের কাছে প্রকাশ করেছিলাম এবং আমার যাজক হতে, আমার বেদীতে বলি উৎসর্গ করতে, 28ধূপ জ্বালাতে এবং এফোদ পরিধান করে আমার পরামর্শ গ্রহণ করতে আমি ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে তাদেরই বেছে নিয়েছিলাম। আমার উদ্দেশে উৎসর্গিত ইসরায়েলের সমস্ত হোম নৈবেদ্য গ্রহণ করার অধিকার আমি তোমার পিতৃবংশকেই দিয়েছিলাম।#যাত্রা 28:1-4; লেবীয় 7:35-36 29তবে আমার নিজ নিকেতনে আমার নির্দেশিত বলি ও নৈবেদ্য কেন অবজ্ঞা করছ? আমার প্রজা ইসরায়েল প্রদত্ত সমস্ত নৈবেদ্যের শ্রেষ্ঠাংশ আত্মসাৎ করতে দিয়ে তুমি কেন আমার চেয়েও তোমার পুত্রদের বেশী গুরুত্ব দিচ্ছ? 30অতএব ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ঘোষণা এই: আমি তোমার পরিবার এবং তোমার পিতৃকুলকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা চিরকাল যাজকরূপে আমার সেবক#2:30 হিব্রু: আমার সম্মুখে যাতায়াত করবে হয়ে থাকবে। কিন্তু এখন প্রভু পরমেশ্বর বলেন, সেই প্রতিশ্রুতি আমি প্রত্যাহার করলাম। যারা আমাকে মান্য করবে আমিও তাদের গৌরবান্বিত করব, আর যারা আমাকে অবজ্ঞা করবে তারা হবে অবমানিত। 31শোন, অদূর ভবিষ্যতে আমি তোমার পরিবার ও তোমার বংশের শক্তি এমনভাবে নিঃশেষ করব যে তোমার বংশে পরিণত বয়স পর্যন্ত কেউই বেঁচে থাকবে না। 32আপন দুর্দশার মধ্যে তুমি ঈর্ষার দৃষ্টিতে ইসরায়েলের সমস্ত শ্রীবৃদ্ধি লক্ষ্য করবে। তোমার বংশে অপরিণত বয়সেই সকলের মৃত্যু হবে। 33তবে যাজকরূপে আমার সেবার জন্য যদি কাউকে বাঁচিয়ে রাখি তবে সে হবে দৃষ্টিহারা এবং তার জীবন হবে বিষাদময়।#2:33 গ্রীক : হিব্রু- মানুষের মত মরবে। তোমার বংশধরেরা সকলেই হবে অক্ষম ও অকালমৃত্যু হবে তাদের। 34তোমার দুই পুত্র হফনি ও পিনহসের জীবনে যা ঘটবে তা হবে তোমার পক্ষে চিহ্নস্বরূপ, তারা দুইজনেই একই দিনে মৃত্যুমুখে পতিত হবে।#১ শমু 4:11 35আমি নিজের জন্য একজন বিশ্বস্ত যাজক উত্থাপন করব। তার আচরণ হবে আমার মনের মত এবং আমি তার জন্য স্থায়ী বংশ প্রতিষ্ঠা করব। সে আজীবন আমার অভিষিক্তজনের অনুগ্রহভাজন হবে#2:35 হিব্রু অভিষিক্ত জনের সম্মুখে যাতায়াত করবে।36তোমার বংশে যারা অবশিষ্ট থাকবে তাদের প্রত্যেকে একটি রৌপ্যমুদ্রা ও একখণ্ড রুটির জন্য তাঁর কাছে এসে প্রণিপাত করে বলবে, এক খণ্ড রুটি যাতে খেতে পাই তার জন্য অনুগ্রহ করে পৌরোহিত্যের যে কোন কাজে আমাকে নিযুক্ত করুন।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in