১ পিতর 2:11-12
১ পিতর 2:11-12 BENGALCL-BSI
প্রিয় বন্ধুগণ, এ জগতে তোমরা নিজেদের পরবাসে ভিন্দেশী মনে করে আত্মহানিকর জৈব কামনা-বাসনা থেকে দূরে থাক। অন্যান্যদের দৃষ্টিতেও তোমাদের আচরণ হোক উত্তম। তারা যদিও তোমাদের দুর্জন বলে অপবাদ দেয়, তাহলেও তারা তোমাদের সৎকর্মের মর্ম বুঝে আগমনের দিনে ঈশ্বরের প্রশস্তি করবে।