YouVersion Logo
Search Icon

1 যোহন 1

1
1আদি থেকেই যা বিদ্যমান, যা আমরা শুনেছি, স্বচক্ষে দেখেছি, নিরীক্ষণ করেছি এবং আমাদের হাত যা স্পর্শ করেছে —জীবনময় সেই বাক্‌-এর কথাই আমরা লিখছি।#যোহন 1:1,4-14 2চিরন্তন যে বাক্‌ ছিল ঈশ্বরের অভিমুখী, আমাদের কাছে প্রকাশিত সেই বাক্‌-এর পরম উপলব্ধি সঞ্জাত সেই জীবনের কথা আমরা তোমাদের কাছে ঘোষণা করছি। 3আমরা যা দেখেছি এবং শুনেছি, তাই তোমাদের কাছে ঘোষণা করছি যেন তোমরাও আমাদের সঙ্গে সেই মিলনের বন্ধনে মিলিত হয়ে থাক, যে বন্ধনে আমরা পরম পিতা এবং তাঁর পুত্র যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হয়ে আছি।#১ করি 1:9 4একথা আমরা লিখছি যেন আমাদের আনন্দ পূর্ণতা লাভ করে।#যোহন 15:11; 16:24; ২ যোহন 12
5আমরা তাঁর কাছ থেকে যে বার্তা শুনেছি তা-ই তোমাদের কাছে ঘোষণা করছি: ঈশ্বর জ্যোতিস্বরূপ, তাঁর মাঝে নেই অন্ধকারের লেশ।#যাকোব 1:17 6আমরা যদি বলি যে আমরা তাঁর সাহচর্য লাভ করেছি অথচ তিমিরে বিচরণ করি তাহলে আমরা মিথ্যা কথা বলি, সত্য আচরণ করি না।#3:21; ১ যোহন 2:4 7তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি, তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তাঁর পুত্র যীশুর রক্ত সর্ব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।#হিব্রু 9:14; প্রকা 1:5; 7:14
8আমরা যদি বলি, ‘আমরা নিষ্পাপ’ তাহলে বুঝতে হবে আমরা আত্মপ্রতারণা করছি, আমরা সত্যনিষ্ঠ নই। 9কিন্তু আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তাহলে তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন। তিনি নির্ভরযোগ্য ও ধর্মময়।#হিতো 28:13 10যদি আমরা বলি, ‘আমরা পাপ করিনি’ তাহলে আমরা তাঁকে মিথ্যাবাদী প্রতিপন্ন করি, তাঁর বাক্‌ আমাদের অন্তরে স্থান পায়নি।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in