YouVersion Logo
Search Icon

১ করিন্থীয় 9

9
পৌলের প্রেরিত শিষ্যপদের অধিকার
1আমি কি স্বাধীন নই? আমি কি প্রেরিত-শিষ্য নই? আমাদের প্রভু যীশুকে কি আমি দেখি নি? আমিই কি প্রভুর অধীনে তোমাদের গড়ে তুলিনি?#১ করি 15:8; প্রেরিত 9:3-17; 26:16; 22:17 2অন্য লোকদের কাছে আমি যদি প্রেরিতশিষ্য বলে গণ্য নাও হই তবুও তোমাদের কাছে আমি তা-ই, কারণ খ্রীষ্টবিশ্বাসী হিসাবে তোমরাই আমার প্রেরিতশিষ্যত্বের প্রমাণ।#২ করি 3:2-3
3যারা আমাকে যাচাই করে দেখতে চায় তাদের কাছে এটাই আমার জবাব। 4ভরণপোষণ পাবার অধিকার কি আমাদের নেই?#লুক 10:7-8; ২ থিষ 3:9 5অন্যান্য প্রেরিতশিষ্যেরা, প্রভুর ভ্রাতারা এবং পিতর যেমন করে থাকেন তেমনি আমরাও কি খ্রীষ্টান কোন সহধর্মিণীকে সঙ্গে নিয়ে যেতে পারি না?#মথি 9:14 6কিম্বা জীবিকার জন্য আমাকে ও বার্ণবাকেই শুধু পরিশ্রম করতে হবে? 7কেউ কি কখনও সেনাবাহিনীতেও যোগ দিয়ে নিজের ব্যয়ভার বহন করে? দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে কে তার ফল না খায়? কোন রাখাল তার পালের গরুর দুধ খায় না?
8আমি সাধারণ মানুষের বিচার অনুযায়ী এ কথা বলছি না, শাস্ত্রীয় বিধানও কি এ কথাই বলে না? 9মোশির দেওয়া বিধানেও লেখা আছে, ‘শষ্য মাড়াই করে যে বলদ, তার মুখে তোমরা জালতি বেঁধো না। ঈশ্বর কি শুধু বলদের কথাই কি চিন্তা করেন?#দ্বি.বি. 25:4; ১ তিম 5:18 10এ কথা আমাদের পক্ষেও কি প্রযোজ্য নয়? এ কথা নিশ্চয়ই আমাদের সম্পর্কেও লেখা হয়েছে, কারণ ফসলের আশা করেই চাষী চাষ করে, আর ফসলের অংশ পাওয়ার আশাতেই মাড়াইকারী শস্য মাড়াই করে।#২ তিম 2:6 11আমরা যদি তোমাদের মাঝে আত্মিক বীজ বপন করে থাকি তাহলে তোমাদের কাছ থেকে কিছু ঐহিক ফসলের প্রত্যাশা করা কি আমাদের পক্ষে খুব বেশী কিছু চাওয়া হবে?#রোমীয় 15:27; গালা 6:6 12অন্যদের এই অধিকার যদি তোমরা মেনে নাও তাহলে আমাদের অধিকার কি আরও বেশী নয? কিন্তু আমি এই অধিকার দাবী করি নি, বরং সব কিছুই মাথা পেতে নিয়েছি যেন খ্রীষ্টের সুসমাচার প্রচারের পথে কোন বাধা সৃষ্টি না করি।#প্রেরিত 18:3; 20:34-35; ১ করি 4:12; 13:7; ২ করি 11:7-9; 12:13 13তোমরা কি জান না, যারা মন্দিরের সেবায়েত তারা মন্দির থেকেই প্রসাদ পায়? যারা বেদীর হোতা তারা বলির অংশ পায়?#গণনা 18:8,20-31; দ্বি.বি. 18:1-3 14ঠিক সেই ভাবে প্রভুও নির্দেশ দিয়েছেন যে যারা সুসমাচার প্রচার করবে তাদের ভরণপোষণ তার থেকেই হবে।#লুক 10:7; গালা 6:6
15কিন্তু আমি এই সুযোগ-সুবিধা কিছুই দাবী করি নি। এ সব পাওয়ার জন্যও এ কথা লিখছি না। এটাই আমার অহঙ্কার আমার এ গর্ব কেউ বৃথা প্রতিপন্ন করে কেড়ে নিলে আমার মরণই ভাল।#১ করি 4:12; 9:12; ২ করি 11:10 16আমি যদি সুসমাচার প্রচার করি তবে তার জন্য আমার গর্ব করার কিছু নেই, কারণ আমি তা করতে বাধ্য। ধিক আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি।#যির 20:9 17স্বেচ্ছায় আমি এ কাজ করি তাহলে পুরস্কার আমার প্রাপ্য, যদি স্বেচ্ছায় নাও করি তাহলেও আমার উপরে দায়িত্ব আছে বলেই বাধ্য হয়ে আমাকে তা করতে হবে।#১ করি 4:1 18তাহলে আমার পুরস্কার কি? সকলের কাছে বিনামূল্যে সুসমাচার প্রচার করতে পারার পরিতৃপ্তির সেই পুরস্কার। তাই আমি সুসমাচার প্রচারের জন্য প্রাপ্য কোন সুযোগ-সুবিধা ভোগ করি না।#১ করি 9:9-12
19আমি স্বাধীন তবুও আমি সকলের অধীনতা স্বীকার করেছি যাতে অনেককে পেতে পারি।#মথি 20:26-27 20ইহুদীদের পাওয়ার জন্য আমি তাদের কাছে ইহুদীসুলভ আচরণ করেছি মোশির বিধানের অধীন যারা, তাদের লাভ করার জন্য আমি কোন ব্যবস্থার অধীন না হওয়া সত্ত্বেও মোশির বিধানের অধীন হয়েছি।#প্রেরিত 16:3; 21:20-26 21কিন্তু আমি ঈশ্বরের বিধানহীন নই বরং খ্রীষ্টের বিধির অধীন, তবুও বিধি-ব্যবস্থাহীন যবনদের পাওয়ার জন্য আমি যবনের মত হয়েছি।#গালা 2:3 22যারা দুর্বল তাদের লাভ করার জন্য আমি দুর্বল হয়েছি। অন্ততঃ কিছু লোক যাতে আমার দ্বারা পরিত্রাণ লাভ করতে পারে, তার জন্য আমি সকলের কাছে সম্ভাব্য সবরকম উপায়ই গ্রহণ করেছি।#রোমীয় 14:1,11-14; ১ করি 10:24-33; ২ করি 11:29
23এ সবই আমি করি খ্রীষ্টের সুসমাচারের জন্য যেন আমি সেই কাজের গৌরবের অংশীদার হতে পারি। 24তোমরা কি জান না যে খেলার মাঠে দৌড় প্রতিযোগিতায় সকলেই দৌড়ায় কিন্তু একজনই পুরস্কার পায়? তোমরা এমনভাবে দৌড়াও যেন পুরস্কার লাভ করতে পার।#২ তিম 4:7; ফিলি 3:14; হিব্রু 12:1 25প্রতিযোগীরা প্রত্যেকেই সর্ববিষয়ে কঠোর সংযম অভ্যাস করে, কিন্তু তারা করে নশ্বর জয়মাল্যের জন্য আর আমরা করি অবিনশ্বর জয়মাল্যের জন্য।#২ তিম 2:4-5; 4:8; ১ পিতর 5:4; যাকোব 1:12 26আমি নির্দিষ্ট লক্ষ্যে ছুটে চলেছি, আমি সেই মুষ্টিযোদ্ধা যার আঘাত কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না। 27আমি আমার দেহকে কঠিন সংযমের বশে রাখি, যাতে অন্যান্যদের প্রতিযোগিতায় আহ্বান করার পর আমি নিজেই অযোগ্য প্রতিপন্ন না হই।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in