YouVersion Logo
Search Icon

১ করিন্থীয় 12

12
বিভিন্ন আত্মিক বর
1বন্ধুগণ, আমি চাই বিভিন্ন আত্মিক বর সম্পর্কে যেন তোমাদের সম্যক জ্ঞান থাকে। 2তোমরা জান যে তোমরা যখন বিধর্মী ছিলে তখন কীভাবে তোমরা নিষ্প্রাণ প্রতিমার প্রতি আকৃষ্ট হয়ে বিপথে গিয়েছিলে।#হবক্ 2:18-19; ১ থিষ 1:9 3সেইজন্য আমি তোমাদের বলছি, ঈশ্বরের আত্মার আবেশে যে চলে সে বলতে পারে না ‘ধিক্‌ যীশু’, এবং পবিত্র আত্মার প্রভাব ছাড়া কেউ বলতে পারে না ‘যীশুই প্রভু’।#মথি 7:21; মার্ক 9:39; রোমীয় 10:9; ১ যোহন 4:2-3
4আত্মিক বর বিভিন্ন ধরণের, কিন্তু বর যিনি দেন সেই আত্মা একই,#রোমীয় 2:6-7; হিব্রু 2:4 5সেবা বিভিন্ন ধরণের কিন্তু যাঁর সেবা করা হয় সেই প্রভু একই,#ইফি 4:11; ১ করি 8:6 6কাজ নানা ধরণের কিন্তু যে ঈশ্বর সকলকে দিয়ে সবকিছু করিয়ে নেন তিনি এক।#ইফি 4:6; ফিলি 2:13 7বিভিন্ন ব্যক্তির মধ্যে পবিত্র আত্মার শক্তি বিভিন্নভাবে প্রকাশিত হয় সকলের মঙ্গলের জন্যই।#১ করি 14:26 8পবিত্র আত্মার বরে কেউ জ্ঞানগর্ভ ভাষণ দেয়, সেই একই আত্মার বরে কেউ বা প্রকাশ করে প্রজ্ঞার নিগূঢ়তত্ত্ব।#রোমীয় 12:6 9সেই একই আত্মা আর একজনকে দেন প্রত্যয়, অন্যজনকে দেন নিরাময়ের শক্তি, 10কাউকে দেন অলৌকিক কার্যসাধনের ক্ষমতা, কাউকে দেন নবীর বূমিকা, আবার কাউকে দেন সু এবং কু আত্মা চিনে নেবার শক্তি, কাউকে দেন বিভিন্ন ভাষায় কথা বলার শক্তি এবং কাউকে দেন সেই ভাষার অর্থ বিশ্লেষণ করার বুদ্ধি। 11এ সবই সেই এক ও অদ্বিতীয় আত্মার সাধন করেন। তিনিই নিজের ইচ্ছামত বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন বর দান করেন।#ইফি 4:7; ১ করি 7:7
মণ্ডলী খ্রীষ্টের দেহ
12খ্রীষ্ট হলেন এক দেহস্বরূপ। একই দেহে অঙ্গপ্রত্যঙ্গ যেমন অনেক, তেমনই অনেক অঙ্গপ্রত্যঙ্গ সত্ত্বেও দেহ এক।#রোমীয় 12:4; ১ করি 10:17 13ইহুদী কি গ্রীক, ক্রীতদাস কি স্বাধীন নির্বিশেষে আমরা সকলেই একই আত্মার দ্বারা দীক্ষিত হয়ে একই দেহের অঙ্গ হয়েছি এবং একই আত্মার অমৃতধারা আমরা সকলে পান করেছি।#গালা 3:28
14দেহ একটি অঙ্গমাত্র নয়, অনেক অঙ্গের সমষ্টি। 15পা যদি বলে, যেহেতু আমি হাত নই সেজন্য আমি দেহের অংশ নই —কিন্তু এই কারণেই সে যে দেহের অংশ নয়, এমন নয়। 16কান যদি বলে আমি চোখ নই, তাই দেহের কোন অংশ নই, কিন্তু সেইজন্য সে যে দেহের অংশ নয়, এমন নয়। 17সারা দেহ যদি কেবল চোখ হত তাহলে শোনা যেত কি করে? কিম্বা দেহ যদি শুদু কানই হত তাহলে ঘ্রাণ নেওয়া চলত কি করে? 18প্রকৃতপক্ষে ঈশ্বর নিজের পরিকল্পনা অনুযায়ী প্রত্যেক অঙ্গকে দেহে সাজিয়েছেন। 19সবই যদি একই অঙ্গ হত তাহলে পূর্ণাঙ্গ দেহ সম্ভব হত কি করে? 20কাজেই অঙ্গপ্রত্যঙ্গ অনেক থাকা সত্ত্বেও দেহ একই।
21সেইজন্য চোখ হাতকে বলতে পারে না, তোমাকে আমার দরকার নেই। আবার মাথাও পা দুটিকে বলতে পারে না, তোমাদের কোনও প্রয়োজন আর আমার নেই। 22অপরপক্ষে বরং দেহের যে অঙ্গগুলি অপেক্ষাকৃত দুর্বল বলে মনে হয় সেগুলিই অপরিহার্য। 23দেহের যেসব অঙ্গকে আপাতদৃষ্টিতে মূল্যহীন বলে মনে হয় সেগুলিকেই আমরা বেশি মর্যাদা দিয়ে থাকি এবং শ্রীহীন অঙ্গগুলিকে আরও বেশি সজ্জিত করি। 24কিন্তু আমাদের সুশ্রী অঙ্গগুলির সে প্রয়োজন নেই। ঈশ্বর এভাবেই দেহ গঠন করেছেন এবং নিকৃষ্ট অঙ্গকে বেশি মর্যাদা দিয়েছেন 25যেন দেহের মধ্যে কোন বিভেদ সৃষ্টি না হয়, বরং সকল অঙ্গ যেন পরস্পরের প্রতি সমভাবাপন্ন হয়। 26একটি অঙ্গ ব্যথিত হলে যেন সকল অঙ্গই সে ব্যথা অনুভব করে এবং একটি অঙ্গ প্রসংসা পেলে সকলেই আনন্দিত হয়।#রোমীয় 12:15
27তোমরা খ্রীষ্টের দেহ, প্রত্যেকে তার এক একটি অঙ্গ।#রোমীয় 12:5; ১ করি 6:15; 10:17; ইফি 5:30 28ঈশ্বর তাঁর মণ্ডলীতে প্রথমত প্রেরিত শিষ্যদের, দ্বিতীয়ত প্রবক্তা নবীদের, তৃতীয়ত শিক্ষাগুরুদের নিয়োগ করেছেন। তারপরে পর্যায়ক্রমে অলৌকিক ক্ষমতাসম্পন্ন, রোগ নিরাময়ের শক্তিপ্রাপ্ত, সাহায্যদানে তৎপর, প্রশাসন কর্মদক্ষ এবং সুর্বোধ্য নানা ভাষাভাষী লোকদের নিয়োগ করেছেন।#ইফি 4:11-12 29সকলেই কি প্রেরিত শিষ্য? সকলে কি নবী? সকলে কি শিক্ষাগুরু? সকলে কি অলৌকিক ক্ষমতাসম্পন্ন? 30সকলেই কি রোগ নিরাময়ের শক্তিপ্রাপ্ত? সকলেই কি নানা ভাষায় কথা বলতে পারে? সকলেই কি তার অর্থ ব্যাখ্যা করতে পারে? 31তোমরা বরং উৎকৃষ্টতর বরগুলি লাভ করার জন্য উদ্যোগী হও। তবে আমি এবার তোমাদের সর্বশ্রেষ্ঠ পন্থা দেখাতে চাই।#১ করি 14:1-5

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in