YouVersion Logo
Search Icon

১ বংশাবলি 3

3
রাজা দাউদের বংশতালিকা
1-3হিব্রোণে বসবাসকালে দাউদের নিম্নলিখিত পুত্র-কন্যারা জন্মগ্রহণ করে:
আম্মোনের জননী ছিলেন যিষ্‌রিয়েলনিবাসী অহিনোয়ম।
দানিয়েলের জননী কারমেল নিবাসী অবিগল।
অবশালোমের জননী গশুরের রাজা তলময়ের কন্যা মাখা।
অদোনিয়ের জননী হগ্গিৎ।
শফটিয়র জননী অবিটল।
ইথ্‌রিয়নের জননী ইগ্‌লা।
4রাজধানী হিব্রোণে দাউদের সাড়ে সাত বছরের রাজত্বকালে তাঁর এই ছয়টি পুত্র জন্মগ্রহণ করে। রাজধানী জেরুশালেমে তিনি তেত্রিশ বছর রাজত্ব করেন।#২ শমু 5:4-5; ১ রাজা 2:11; ১ বংশা 29:27 5এই সময় তাঁর অনের সন্তান জন্মগ্রহণ করে। অম্মিয়েলের কন্যা বৎশেবার গর্ভে তাঁর চারপুত্র জন্মগ্রহণ করে: শিমিয়, শোবব, নাথন ও শলোমন,#২ শমু 11:3
6তাঁর আর‍ও নয়টি পুত্র ছিল: যিভর, ইলিশুয়া এলপেলে, 7নেগাহ্, নেফগ, যাফিয়, 8ইলিশামা, ইলিয়াদা এবং এলফেলেট। 9এছাড়া দাউদের উপপত্নীদেরও অনেক পুত্রসন্তান ছিল। তাঁর একটি কন্যাও ছিল। তার নাম তামর।
রাজা শলোমনের বংশতালিকা
10শলোমনের পুত্র রহবিয়াম, তার পুত্র অবিয়, অবিয়র পুত্র আসা, তার পুত্র যিহোশাফট, 11তার পুত্র যিহোরাম#3:11 হিব্রু পাঠান্তর: যোরাম এইভাবে অহসিয়, যোয়াশ, 12অমৎসিয়, উৎসিয়,#3:12 অসরিয় যোথম, 13আহস, হিষ্কিয়, মনঃশি 14আমোন ও যোশিয়। 15যোশিয়র চার পুত্র: যোহানন, যিহোয়াকিম, সিদিকিয়াহ্ ও শল্লুম#3:15 যোআহাস16যিহোয়াকিমের দুই পুত্র: যিহোয়াখিন#3:16 হিব্রুঃ যিকনিয়। ও সিদিকিয়াহ্।
যিহোয়াখিনের বংশতালিকা
17রাজা যিহোয়াখিন বন্দী হয়ে ব্যাবিলনে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সাতটি পুত্র ছিল: শল্টিয়েল, 18মল্‌কিরাম, পদায়, শনৎসর, যিকমিয়, হোশামা এবং নদবিয়। 19পদায়-এর দুই পুত্র: সরুব্বাবিল ও শিমিয়ি। সরুব্বাবিলের দুই পুত্র মশুল্লম এবং হনানিয় ও একটি কন্যা শলোমিথ। 20তাঁর আরও পাঁচটি পুত্র ছিল: হশুবা, ওহেল, বেরিখিয়, হসদিয় এবং যুশব-হেসদ।
21হনানিয়-এর দুই পুত্র: পলটিয়া ও যিশাইয়াহ্। যিশাইয়াহ্-এর পুত্র রফায়, তাঁর পুত্র অর্ণন। তাঁর পুত্র ওবদিয়াহ্, তাঁর পুত্র শখনিয়। 22শখনিয়ের একটি পুত্র শমইয় এবং পাঁচটি পৌত্র: হটুশ, যিগল, বারিহ, নিয়রিয় ও শফট। 23নিয়রিয়র তিন পুত্র: ইলিয়নয়, হিস্‌কিয়হ্ এবং আসরিকাম। 24ইলিয়েনয়ের সাত পুত্র: হোদবিয়াহ্, ইলিয়াশিব, পলায়ঃ,অক্কুব, যোহানন, দলাইয় এবং অনানি।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ১ বংশাবলি 3