১ বংশাবলি 1
1
আদম থেকে অব্রাহাম
(আদি 5:1-32; 10:1-32; 11:10-26)
1আদম, শেথ, ইনোশ, 2কেনান, মহলালেল, যোরদ 3হনোক, মেথুশেলাহ্, লোমক। 4নোহ, শেম, হাম, যেফৎ।
5যেফতের বংশধর: গোমর, মাগোগ, মাদাই, যবন, তুবল, মেশক ও তিরস। 6গোমর-এর বংশধর: অশ্কিনাস, দিফৎ ও তোগারমাহ্। 7যবনের বংশধর: ইলিশাহ্, তার্শিশ,#1:7 স্পেন, কিট্টিম#1:7 সাইপ্রাস ও রোদানিম#1:7 রোডস্। 8হামের বংশধর: কুশ, মিশর, পুট#1:8 লিবিয়া ও কনান। 9কুশের বংশধর: শেবা, হবিলা, সাবটা, রামা, সপ্তকা। রামার বংশধর: শেবা ও দেদান। 10কুশের এক পুত্র নিমরোদ। ইনি পৃথিবীর প্রথম পরাক্রমী যোদ্ধা ছিলেন। 11মিশরের বংশধর ছিল লিডিয়া, অনাস, লহাব, নফটুহ্, 12পাথ্রুস, কস্লু এবং ক্রীটের অধিবাসীরা। ফিলিস্তিনীরা ছিল ক্রীটের অধিবাসীদের বংশধর। 13কনানের প্রথম সন্তান সিদোন, তারপর হেৎ। এঁরা ছিলেন 14যিবুষী, ইমোরী, গির্গাশী, 15হিব্বীয়, অর্কীয়, সিনাইতী, 16আর্কদী, জেমারী এবং হমাতীদের পূর্বপুরুষ।
17শেম-এর বংশতালিকা: এলম, অসুর, অর্ফকষদ, লুদ, অরাম, উষ, হুল, গেথর ও মেশেক। 18অর্ফকষদের পুত্র শেলা। শেলার পুত্র এবর। 19এবরের দুই পুত্র—একজনের নাম পেলগ, অর্থাৎ বিভাগ। এঁর আমলে পৃথিবীর অধিবাসীরী বিভক্ত হয়। এঁর ভাইয়ের নাম যক্তন। 20যক্তনের সন্তানঃ অলমোদদ, শেলফ, হৎসরমাবৎ, যেরাহ্, 21হদোরাস, উষল, দিকল, 22এবল, অবিমায়েল, শেবা, 23ওফির, হবিলা ও যোবাব। এঁরা সকলেই যক্তনের বংশধর।
24শেম, অর্ফকষদ, শেলাহ্ 25এবর, পেলগ, রেয়ু, 26সরুগ, নাহোর, তেরাহ্, 27এবং তাঁর পুত্র অব্রাম—অর্থাৎ অব্রাহাম।
ইশমায়েলের বংশধর
(আদি 25:12-16)
28অব্রাহামের দুই পুত্র: ইস্হাক ও ইশ্মায়েল। 29অব্রাহামের পুত্র ইশ্মায়েলের বংশতালিকা: ইশ্মায়েলের প্রথম পুত্র নবায়োথ। তারপর কেদর, অদবীল, মিবসাম, 30মিশম, ডুমা, মসা, হদদ, তেমা, 31যিটুর, নাফিশ ও কেদমা।
32অব্রাহামের উপপত্নী কটুবার সন্তানদের বিবরণ: জিমরান, যকসন, মদান, মিদিয়ন যিশবক ও শুয়াহ্। যকসনের দুই পুত্র: শেবা ও দদান। 33মিদিয়নের পাঁচ পুত্র: এফা, এফর, হনোক, আবিদা ও এলদায়াহ্।
এষৌর বংশতালিকা
(আদি 36:1-19)
34অব্রাহামের পুত্র ইস্হাক। ইস্হাকের পুত্র এষৌ ও ইসরায়েল। 35এষৌর বংশধর: ইলিফস, রূয়েল, যিয়ুশ, যালিম, কোরাহ্। 36ইলিফসের বংশধর: তেমান, ওমার, সফি, গয়িতম, কনাস, তিম্না ও অমালেক। 37রূয়েলের বংশধর: নাহৎ, জেরাহ্, শম্মাহ, মিজ্জাহ্।
ইদোমের আদিম অধিবাসী
38সেয়িরের বংশধর: লোটন, শোবল, সিবিয়োন, অনাহ্, দিশোন,এৎসর ও দিশন। 39লোটনের বংশধর: হোরি ও হোমম। লোটনের বোন তিমনা। 40শোবলের বংশধর: অলিয়ন, মানহৎ, এবল, শোফি, ও ওনম। সিবিয়োনের বংশধর: অয়া ও অনাহ্। 41অনাহ্-এর বংশধর: দিশোন। দিশোনের বংশধর: হম্রণ, ইশ্বন, ইথরান ও করান। 42এৎসরের বংশধর: বিলহন, সাবন ও যাকোন। দিশানের বংশধর: উষ ও অরান।
ইদোমের নৃপতিবৃন্দ
43ইসরায়েলীদের দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার আগে নিম্নলিখিত নৃপতিবৃন্দ ইদোম দেশে ক্রমান্বয়ে রাজত্ব করেনঃ বিয়োরের পুত্র বেলা। এঁর রাজধানী ছিল দিনহাবাহ্তে। 44বেলার মৃত্যুর পর বসরানিবাসী সেরাহ্র পুত্র যোবব রাজা হন। 45যোববের মৃত্যুর পর তেমান নিবাসী হুশম রাজা হন। 46হুশমের পর রাজা হন বদদের পুত্র হদদ। ইনি মোয়াবের যুদ্ধে মিদিয়নীদের পরাজিত করেন। এঁর রাজধানী ছিল অবিৎ-এ। 47হদদের পর মসরেকাহ্ নিবাসী সমলহ্ রাজা হন। 48সমলহ্-র পর ইউফ্রেটিস নদীর তীরবর্তী রহোবােৎ নিবাসী শৌল রাজা হন। 49শৌলের পর আক্বোরের পুত্র বেল-হানান রাজা হন। 50বেল-হানানের পর হদদ রাজা হন। তাঁর রাজধানী ছিল পাই-এ। তাঁর রানীর নাম ছিল মহেটবেল। ইনি ছিলেন মটরেদের কন্যা ও মেসাহবের নাতনী।
51নিম্নলিখিত ব্যক্তিরা ছিলেন ইদোমের বিভিন্ন গোষ্ঠীর নেতা: তিম্না, অলিয়া, যিথেথ, 52অহলিবামাহ্, এলাহ্, পিনোন, 53কনস, তেমান, মিব্সার, 54মগ্দিয়েল ও ইরম।
Currently Selected:
১ বংশাবলি 1: BENGALCL-BSI
Highlight
Share
Copy

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.