YouVersion Logo
Search Icon

পরমগীত। 5

5
1আমি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল;
আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন,
2‘আমায় দুয়ার খুলিয়া দেও; অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি!
কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে, আমার কেশপাশ রাত্রির জলবিন্দুতে।’
3‘আমি আমার অঙ্গরক্ষিণী খুলিয়াছি, কেমন করিয়া পরিধান করিব?
আমি পা দুখানি ধুইয়াছি, কেমন করিয়া মলিন করিব?’
4আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়া হস্ত বিস্তার করিলেন,
তাঁহার জন্য আমার চিত্ত উচাটন হইল।
5আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিতে উঠিলাম;
তখন গন্ধরসে আমার হস্ত ভিজিল,
আমার অঙ্গুলি দ্রব গন্ধরসে ভিজিল,
অর্গলের হাতলের উপরে।
6আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিয়া দিলাম;
কিন্তু আমার প্রিয় ফিরিয়া গিয়াছিলেন, চলিয়া গিয়াছিলেন;
তিনি কথা কহিলে আমার প্রাণ উড়িয়া গিয়াছিল;
আমি তাঁহাকে অন্বেষণ করিলাম, কিন্তু পাইলাম না,
আমি তাঁহাকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন না।
7নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল,
তাহারা আমাকে প্রহার করিল, ক্ষতবিক্ষত করিল,
প্রাচীরের প্রহরিবর্গ আমার বস্ত্র কাড়িয়া লইল।
8অয়ি যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি,
তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও,
তবে তাঁহাকে বলিও যে, আমি প্রেমপীড়িতা।
9অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট?
অয়ি নারীকুল-সুন্দরি!
অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট
যে, তুমি আমাদিগকে এরূপ দিব্য দিতেছ?
10আমার প্রিয়তম শ্বেত ও রক্তবর্ণ;
তিনি দশ সহস্রের মধ্যে অগ্রগণ্য।#5:10 (বা) সহস্রের মধ্যে পতাকা দ্বারা চিহ্নিত।
11তাঁহার মস্তক নির্ম্মল সুবর্ণের ন্যায়,
তাঁহার কেশপাশ কুঞ্চিত ও দাঁড়কাকের ন্যায় কৃষ্ণবর্ণ।
12তাঁহার নয়নযুগল জলপ্রণালীর তীরস্থ কপোতযুগলের ন্যায়,
যাহারা দুগ্ধে স্নাত ও পয়ঃপূর্ণ স্থানে উপবিষ্ট।
13তাঁহার গণ্ডদেশ সুগন্ধি ওষধির চৌকা ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ;
তাঁহার ওষ্ঠাধর শোশন পুষ্পের ন্যায়, দ্রব গন্ধরস ক্ষরণকারী।
14তাঁহার হস্ত বৈদূর্য্যমণিতে খচিত সুবর্ণের অঙ্গুরীয়স্বরূপ;
তাঁহার কায় নীলকান্তমণিতে খচিত গজদন্তময় শিল্পকর্ম্মের ন্যায়।
15তাঁহার ঊরুদ্বয় সুবর্ণ চুঙ্গিতে বসান শ্বেতপ্রস্তরময় স্তম্ভদ্বয়ের ন্যায়;
তাঁহার দৃশ্য লিবানোনের সদৃশ, এরস বৃক্ষের ন্যায় উৎকৃষ্ট।
16তাঁহার মুখ#5:16 (বা) তাঁহার কথা। অতীব মধুর; হাঁ, তিনি সর্ব্বতোভাবে মনোহর।
অয়ি যিরূশালেমের কন্যাগণ!
এই আমার প্রিয়, এই আমার সখা।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in