গীতসংহিতা । 87
87
কোরহ-সন্তানদের সঙ্গীত। গীত।
1তাঁহার ভিত্তিমূল পবিত্র পর্ব্বত-শ্রেণীতে অবস্থিত।
2সদাপ্রভু সিয়োনের পুরদ্বার সকল ভালবাসেন,
যাকোবের সমুদয় আবাস অপেক্ষা ভালবাসেন।
3হে ঈশ্বরের পুরি,
তোমার বিষয়ে বিবিধ গৌরবের কথা কথিত হয়। সেলা।
4যাহারা আমাকে জানে, তাহাদের মধ্যে আমি রহবের#87:4 (বা) মিসর দেশের। ও বাবিলের উল্লেখ করিব;
দেখ, পলেষ্টিয়া, সোর ও কূশ; এই ব্যক্তি তথায় জন্মিল।
5আর সিয়োনের বিষয়ে বলা যাইবে,
এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি উহার মধ্যে জন্মিল,
এবং পরাৎপর আপনি উহা অটল করিবেন।
6সদাপ্রভু যখন জাতিগণের নাম লিখেন, তখন গণনা করিলেন,
এই ব্যক্তি তথায় জন্মিল। সেলা।
7গায়কগণ ও নর্ত্তকগণ [বলিবে],
আমার সমস্ত উনুই তোমার মধ্যে।
Currently Selected:
গীতসংহিতা । 87: BENGALI-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.