YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 74

74
আসফের মস্কীল।
1হে ঈশ্বর, তুমি কেন চিরতরে ত্যাগ করিয়াছ?
আপন চরাণির মেষগণের বিরুদ্ধে কেন তোমার ক্রোধাগ্নি প্রধূমিত হইতেছে?
2তোমার মণ্ডলীকে স্মরণ কর, যাহা তুমি পূর্ব্বকালে ক্রয় করিয়াছ,
যাহা তোমার অধিকারের বংশ হইবার জন্য তুমি মুক্ত করিয়াছ;
তোমার বাসস্থান সিয়োন পর্ব্বতকে স্মরণ কর।
3এই চিরকালীন স্তূপে পদার্পণ কর;
শত্রু ধর্ম্মধামে সকলই ছারখার করিয়াছে।
4তোমার বিপক্ষগণ তোমার সমাগম-স্থানের মধ্যে গর্জ্জন করিয়াছে;
চিহ্নের জন্য তাহারা আপনাদের চিহ্ন স্থাপন করিয়াছে।
5তাহারা এমন লোকদের ন্যায় দেখাইল,
যাহারা নিবিড় বনে কুঠার উঠায়
6এখন তাহারা একেবারে তথাকার সমস্ত শিল্পকর্ম্ম
কুঠার ও হাতুড়ি দ্বারা ভাঙ্গিয়া ফেলে।
7তাহারা তোমার ধর্ম্মধাম অগ্নিসাৎ করিল,
তোমার নামের আবাস ভূমিসাৎ করিয়া অশুচি করিল।
8তাহারা মনে মনে কহিল, ‘আমরা তাহাদিগকে একেবারে সংহার করি,’
তাহারা দেশের মধ্যে ঈশ্বরের সমস্ত সমাগম-স্থান পোড়াইয়া দিয়াছে।
9আমরা আমাদের চিহ্নসমূহ দেখিতে পাই না,
কোন ভাববাদী আর নাই;
আমাদের কেহ জানে না, কত দিন।
10হে ঈশ্বর, বিপক্ষ কত দিন তিরস্কার করিবে?
শত্রু কি চিরকাল তোমার নাম তুচ্ছ করিবে?
11তুমি আপন হস্ত, আপন দক্ষিণ হস্ত, কেন সঙ্কুচিত করিতেছ? উহা বক্ষঃস্থল হইতে বাহির কর, শত্রু নিঃশেষ কর।
12তথাপি ঈশ্বরই পূর্ব্বাবধি আমার রাজা,
পৃথিবীর মধ্যে পরিত্রাণের সাধনকর্ত্তা।
13তুমিই আপন পরাক্রমে সমুদ্রকে দ্বিধা করিয়াছিলে,
তুমিই জলে নাগদের মস্তক ভগ্ন করিয়াছিলে।
14তুমিই লিবিয়াথনের মস্তক চূর্ণ করিয়াছিলে,
মরুভূমি-নিবাসী সকলকে খাদ্যরূপে তাহার দেহ দিয়াছিলে।
15তুমিই উৎস ও বন্যার জন্য পথ করিয়াছিলে,
তুমিই নিত্য প্রবাহিনী নদী শুষ্ক করিয়াছিলে।
16দিবস তোমার, রাত্রিও তোমার;
তুমিই জ্যোতিষ্ক ও সূর্য্য রচনা করিয়াছ।
17তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়াছ;
তুমিই গ্রীষ্মকাল ও শীতকাল করিয়াছ।
18স্মরণ কর, শত্রু সদাপ্রভুকে তিরস্কার করিয়াছে,
মূঢ় জাতি তোমার নাম তুচ্ছ করিয়াছে।
19তোমার ঘুঘুর প্রাণ বন্য পশুকে দিও না;
তোমার দুঃখিগণের জীবন চিরতরে ভুলিও না।
20সেই নিয়মের প্রতি দৃষ্টি রাখ;
কেননা পৃথিবীর অন্ধকারময় স্থান সকল অত্যাচারের বসতিতে পরিপূর্ণ।
21উৎপীড়িত ব্যক্তি যেন লজ্জিত হইয়া ফিরিয়া না যায়;
দুঃখী ও দরিদ্র তোমার নামের প্রশংসা করুক।
22উঠ, হে ঈশ্বর, আপনার বিবাদ নিষ্পন্ন কর;
স্মরণ কর, মূঢ় সমস্ত দিন তোমাকে কেমন তিরস্কার করে।
23তোমার বিপক্ষগণের রব ভুলিও না;
তোমার প্রতিরোধীদের কলহ নিয়ত উঠিতেছে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for গীতসংহিতা । 74