YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 64

64
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1হে ঈশ্বর, আমার কাতরোক্তির রব শুন,
শত্রুভয় হইতে আমার জীবন রক্ষা কর।
2দুরাচারদের গূঢ় মন্ত্রণা হইতে,
অধর্ম্মাচারীদের জনতা হইতে, আমাকে সঙ্গোপন কর।
3তাহারা খড়্‌গের ন্যায় আপন আপন জিহ্বা শাণিত করিয়াছে;
তাহারা কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে,
4যেন গোপনে সিদ্ধ লোকের প্রতি তাহা নিক্ষেপ করে;
তাহারা অকস্মাৎ তাহাকে বাণ মারে, ভয় করে না।
5তাহারা কুমন্ত্রণায় আপনাদিগকে সবল করে,
গোপনে ফাঁদ পাতিবার বিষয়ে কথাবার্ত্তা কহে;
তাহারা বলে, কে আমাদিগকে দেখিবে?
6তাহারা অপরাধের সন্ধান করিয়া লয়,
[বলে,] আমরা সন্ধানের চূড়ান্ত করিয়াছি,
প্রত্যেকের অন্তর্ভাব ও হৃদয় গভীর।
7কিন্তু ঈশ্বর তাহাদিগকে বাণ মারিবেন,
অকস্মাৎ তাহারা বাণে আহত হইবে।
8এইরূপে তাহারা উছোট খাইবে; তাহাদের জিহ্বা তাহাদের বিপক্ষ হইবে;
যত লোক তাহাদিগকে দেখিবে, সকলে মাথা নাড়িবে।
9আর মনুষ্যমাত্র ভীত হইবে,
তাহারা ঈশ্বরের কর্ম্ম প্রচার করিবে,
আর তাঁহার কার্য্য বিবেচনা করিবে।
10ধার্ম্মিক লোক সদাপ্রভুতে আনন্দ করিবে, ও তাঁহার শরণাগত থাকিবে,
আর সরলচিত্ত সকলে শ্লাঘা করিবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 64