গীতসংহিতা । 37
37
দায়ূদের।
1তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না;
অধর্ম্মাচারীদের প্রতি ঈর্ষা করিও না।
2কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে,
হরিৎ তৃণের ন্যায় ম্লান হইবে।
3সদাপ্রভুতে নির্ভর রাখ, সদাচরণ কর,
দেশে বাস কর, বিশ্বস্ততাক্ষেত্রে চর।#37:3 (বা) দেশে বাস করিবে, নির্ভয়ে ভোজন করিবে।
4আর সদাপ্রভুতে আমোদ কর,
তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন।
5তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর,
তাঁহাতে নির্ভর কর, তিনিই কার্য্য সাধন করিবেন।
6তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম্ম,
মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন।
7সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক;
যে আপন পথে কৃতকার্য্য হয়, তাহার বিষয়ে,
যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তাহার বিষয়ে রুষ্ট হইও না।
8ক্রোধ হইতে নিবৃত্ত হও, কোপ ত্যাগ কর,
রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য্য করিবে।
9কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে,
কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারাই দেশের অধিকারী হইবে।
10আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই,
তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই।
11কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হইবে,
এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে।
12দুষ্ট লোক ধার্ম্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে,
তাহার বিরুদ্ধে দন্তঘর্ষণ করে।
13প্রভু তাহাকে উপহাস করিবেন,
কেননা তিনি দেখেন, তাহার দিন আসিতেছে।
দুষ্টেরা খড়্গ নিষ্কোষ ও ধনুক আকর্ষণ করিয়াছে,
14যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করিতে পারে,
যেন সরলপথগামীদিগকে বধ করিতে পারে,
15তাহাদের খড়্গ তাহাদেরই হৃদয়ে প্রবেশ করিবে,
তাহাদের ধনুক ভাঙ্গিয়া যাইবে।
16ধার্ম্মিকের অল্প সম্পত্তি ভাল,
বহুদুষ্টের ধনরাশি অপেক্ষা ভাল।
17কারণ দুষ্টদের বাহু ভগ্ন হইবে;
কিন্তু সদাপ্রভু ধার্ম্মিকদিগকে ধরিয়া রাখেন।
18সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানেন;
তাহাদের অধিকার চিরকাল থাকিবে।
19তাহারা বিপৎকালে লজ্জিত হইবে না,
দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে।
20কিন্তু দুষ্টগণ বিনষ্ট হইবে,
সদাপ্রভুর শত্রুগণ মাঠের তৃণশোভার সমান হইবে;
তাহারা অন্তর্হিত, ধূমের ন্যায় অন্তর্হিত হইবে।
21দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না,
কিন্তু ধার্ম্মিক দয়াবান ও দানশীল।
22কেননা তাঁহার আশীর্ব্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে,
কিন্তু তাঁহার শাপের পাত্রেরা উচ্ছিন্ন হইবে।
23সদাপ্রভু কর্ত্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয়,
তাহার পথে তিনি প্রীত।
24পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না;
কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন।
25আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি,
কিন্তু ধার্ম্মিককে পরিত্যক্ত দেখি নাই,
তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই।
26সে সমস্ত দিন দয়া করে, ও ধার দেয়,
তাহার বংশ আশীর্ব্বাদ পায়।
27তুমি মন্দ হইতে দূরে যাও, সদাচরণ কর,
চিরকাল বাস করিবে।
28কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;
তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না;
তাহারা চিরকাল রক্ষিত হয়;
কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।
29ধার্ম্মিকেরা দেশের অধিকারী হইবে,
তাহারা নিয়ত তথায় বাস করিবে।
30ধার্ম্মিকের মুখ জ্ঞানের কথা বলে,
তাহার জিহ্বা ন্যায়বিচারের কথা কহে।
31তাহার ঈশ্বরের ব্যবস্থা তাহার অন্তরে আছে;
তাহার পাদবিক্ষেপ টলিবে না।
32দুষ্ট লোক ধার্ম্মিকের প্রতি লক্ষ্য রাখে,
তাহাকে বধ করিতে চেষ্টা করে।
33সদাপ্রভু তাহাকে উহার হস্তে ছাড়িয়া দিবেন না,
তাহার বিচারকালে তাহাকে দোষী করিবেন না।
34সদাপ্রভুর অপেক্ষায় থাক, তাঁহার পথে চল;
তাহাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করিবেন;
দুষ্টগণের উচ্ছেদ হইলে তুমি তাহা দেখিতে পাইবে।
35আমি দুষ্টকে মহাক্ষমতাশালী দেখিয়াছি,
উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি।
36কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নাই,
আমি অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে পাওয়া গেল না।
37সিদ্ধকে অবধারণ কর, সরলকে নিরীক্ষণ কর;
শান্তিপ্রিয় ব্যক্তির শেষ ফল আছে।
38অধর্ম্মাচারিগণ সকলেই বিনষ্ট হইবে;
দুষ্টদের শেষ ফল উচ্ছিন্ন হইবে।
39কিন্তু ধার্ম্মিকদের পরিত্রাণ সদাপ্রভু হইতে,
তিনি সঙ্কটকালে তাহাদের দৃঢ় দুর্গ।
40সদাপ্রভু তাহাদের সাহায্য করেন, তাহাদিগকে রক্ষা করেন,
তিনি দুষ্টদের হইতে তাহাদিগকে রক্ষা করেন ও তাহাদের পরিত্রাণ করেন,
কারণ তাহারা তাঁহার শরণ লইয়াছে।
Currently Selected:
গীতসংহিতা । 37: BENGALI-BSI
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali O.V. Bible, পবিএ বাইবেল O.V.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.