YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 31

31
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের সঙ্গীত।
1সদাপ্রভু, আমি তোমারই শরণ লইয়াছি;
আমাকে কখনও লজ্জিত হইতে দিও না;
তোমার ধর্ম্মশীলতায় আমাকে রক্ষা কর।
2আমার দিকে কর্ণপাত কর; সত্বর আমাকে উদ্ধার কর;
আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও।
3কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;
অতএব তোমার নামের অনুরোধে আমাকে পথ দেখাইয়া গমন করাও।
4আমাকে সেই জাল হইতে উদ্ধার কর, যাহা লোকে আমার জন্য গোপনে পাতিয়াছে,
কেননা তুমিই আমার দৃঢ় আশ্রয়।
5আমি তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি;
সদাপ্রভু, সত্যের ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করিয়াছ।
6যাহারা অলীক নিঃসার বস্তু মানে, তাহাদিগকে আমি ঘৃণা করি;
আর আমি সদাপ্রভুতে নির্ভর করি।
7আমি তোমার দয়াতে উল্লাস ও আনন্দ করিব,
কেননা তুমি আমার দুঃখ দেখিয়াছ,
তুমি দুর্দ্দশাকালে আমার প্রাণের তত্ত্ব লইয়াছ।
8তুমি আমাকে শত্রুহস্তে বদ্ধ কর নাই,
প্রশস্ত ভূমিতে আমার চরণ স্থাপন করিয়াছ।
9সদাপ্রভু, আমাকে কৃপা কর, কেননা আমি বিপদ্‌গ্রস্ত;
মনোদুঃখে আমার নয়ন, প্রাণ ও দেহ শীর্ণ হইতেছে।
10কারণ শ্রান্তিতে আমার জীবন ও দীর্ঘনিঃশ্বাসে আমার বয়স গেল,
আমার অপরাধ প্রযুক্ত আমার শক্তি লোপ পাইতেছে, আর আমার অস্থি শীর্ণ হইল।
11আমার সকল শত্রু হেতু আমি নিন্দাস্পদ,
আমার প্রতিবাসীদের কাছে অতিশয় নিন্দাস্পদ,
ও আমার পরিচিতদের কাছে ভয়ঙ্কর হইয়াছি;
পথে আমাকে দেখিয়া লোকেরা পলায়ন করিয়াছে।
12মৃত ব্যক্তির ন্যায় লোকে আমাকে ভুলিয়া গিয়াছে,
আমি নষ্টকল্প পাত্রের সদৃশ হইলাম।
13কেননা আমি অনেকের কৃত পরিবাদ শুনিয়াছি,
চারিদিকেই ভয়;
তাহারা আমার বিরুদ্ধে একত্র হইয়া মন্ত্রণা করিয়াছে।
আমার প্রাণনাশ করিবার সঙ্কল্প করিয়াছে।
14কিন্তু, সদাপ্রভু, আমি তোমার উপরে নির্ভর করিলাম;
আমি কহিলাম, তুমিই আমার ঈশ্বর।
15আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে;
আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারিগণ হইতে, আমাকে উদ্ধার কর।
16তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,
তোমার দয়াতে আমাকে পরিত্রাণ কর।
17সদাপ্রভু, আমাকে লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমাকে ডাকিয়াছি;
দুষ্টগণ লজ্জিত হউক, পাতালে নীরব হউক।
18সেই মিথ্যাবাদী ওষ্ঠাধর সকল বোবা হউক,
যাহারা ধার্ম্মিকের বিপক্ষে দর্পকথা কহে,
অহঙ্কার ও তুচ্ছজ্ঞান সহকারে কহে।
19আহা! তোমার দত্ত মঙ্গল কেমন মহৎ, যাহা তুমি তোমার ভয়কারীদের জন্য সঞ্চয় করিয়াছ,
যাহা মনুষ্য-সন্তানদের সাক্ষাতে তোমার শরণাপন্নদের পক্ষে সাধন করিয়াছ।
20তুমি মনুষ্যের কুমন্ত্রণা হইতে তাহাদিগকে আপন শ্রীমুখের অন্তরালে সঙ্গোপন করিবে,
জিহ্বাসমূহের বিরোধ হইতে তাহাদিগকে আশ্রমের মধ্যে লুকাইয়া রাখিবে।
21ধন্য সদাপ্রভু,
কেননা তিনি দৃঢ় নগরে আমার প্রতি আশ্চর্য্য দয়া করিলেন।
22আমি অধৈর্য্য হেতু বলিয়াছিলাম, আমি তোমার নয়নগোচর হইতে বিচ্ছিন্ন,
কিন্তু তোমার উদ্দেশে আর্ত্তনাদ করিলে তুমি আমার বিনতির রব শ্রবণ করিলে।
23হে সদাপ্রভুর সমস্ত সাধু, তোমরা তাঁহাকে প্রেম কর;
সদাপ্রভু বিশ্বস্তদিগকে রক্ষা করেন,
কিন্তু গর্ব্বচারীকে অনেক প্রতিফল দেন।
24হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে,
সাহস কর, তোমাদের অন্তঃকরণ সবল হউক।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 31