YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 116

116
1আমি সদাপ্রভুকে প্রেম করি,
কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।
2তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন,
তজ্জন্য আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব।
3মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল,
পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল,
আমি সঙ্কটে ও দুঃখে পড়িলাম।
4তখন আমি, সদাপ্রভুর নামে ডাকিলাম,
বিনয় করি, সদাপ্রভু, আমার প্রাণ রক্ষা কর।
5সদাপ্রভু কৃপাবান ও ধর্ম্মময়,
বস্তুতঃ আমাদের ঈশ্বর স্নেহশীল।
6সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন;
আমি দীনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন।
7হে আমার প্রাণ, তোমার বিশ্রাম-স্থানে ফিরিয়া যাও,
কেননা সদাপ্রভু তোমার মঙ্গল করিয়াছেন।
8কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ,
অশ্রু হইতে আমার চক্ষু,
পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াছ।
9আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব,
জীবিতদের দেশেই করিব।
10আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব;#116:10 (বা) আমার বিশ্বাস ছিল, যখন (এইরূপ) বলিলাম।
আমি নিতান্ত দুঃখার্ত্ত ছিলাম।
11আমি উদ্বেগে বলিয়াছিলাম,
মনুষ্যমাত্র মিথ্যাবাদী।
12আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি,
তাহার পরিবর্ত্তে তাঁহাকে কি ফিরাইয়া দিব?
13আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব,
এবং সদাপ্রভুর নামে ডাকিব।
14আমি সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব;
তাঁহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব।
15সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য
তাঁহার সাধুগণের মৃত্যু।
16বিনয় করি, সদাপ্রভু, আমি তোমার দাস;
আমি তোমার দাস, তোমার দাসীর পুত্র;
তুমি আমার বন্ধন সকল মুক্ত করিয়াছ।
17আমি তোমার উদ্দেশে স্তব-বলি উৎসর্গ করিব,
আর সদাপ্রভুর নামে ডাকিব।
18সদাপ্রভুর কাছে আমার মানত সকল পূর্ণ করিব,
তাঁহার সমস্ত প্রজার সাক্ষাতেই করিব;
19সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে,
হে যিরূশালেম, তোমারই মধ্যে পূর্ণ করিব।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in