YouVersion Logo
Search Icon

গীতসংহিতা । 11

11
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের।
1আমি সদাপ্রভুর শরণ লইয়াছি;
তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল,
পক্ষীর ন্যায় তোমাদের পর্ব্বতে উড়িয়া যাও;
2কেননা দেখ, দুষ্টগণ ধনুকে চাড়া দিতেছে,
আপন আপন বাণ গুণে যোগ করিতেছে,
যেন সরলচিত্তদিগকে অন্ধকারে বিদ্ধ করে;
3যদি মূলবস্তু সকল উৎপাটিত হয়,
তবে ধার্ম্মিক কি করিবে?
4সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন;
সদাপ্রভু, তাঁহার সিংহাসন স্বর্গে;
তাঁহার চক্ষু নিরীক্ষণ করিতেছে,
তাঁহার চক্ষুর পাতা মনুষ্য-সন্তানদের পরীক্ষা করিতেছে।
5সদাপ্রভু ধার্ম্মিকের পরীক্ষা করেন,
কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাঁহার প্রাণের ঘৃণাস্পদ।
6তিনি দুষ্টদের উপরে পাঁশ বর্ষণ করিবেন,
অগ্নি, গন্ধক ও উত্তপ্ত বায়ু তাহাদের পানপাত্রের পেয় দ্রব্য।
7কেননা সদাপ্রভু ধর্ম্মময়, ধর্ম্মকর্ম্মই ভালবাসেন;
সরল লোক তাঁহার শ্রীমুখ দর্শন করিবে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা । 11